২০২৩ এর এএসআই থেকে এসআই (সশস্ত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

১।
ক) চুরি বলতে কি বুঝায়? চুরির অপরাধ প্রমাণে অত্যাবশ্যকীয় উপাদান সমূহ কি কি?
খ) আসামী বহনকালে হাতকড়ি ব্যবহারের নিয়মাবলী আলোচনা করুন।

২।
ক) এলার্ম প্যারেড বলতে কি বুঝায়? এলার্ম প্যারেড চলাকালীন প্রহরীদের করনীয় কি আলোচনা করুন।
খ) এসকর্ট ডিউটির নিয়মাবলী উল্লেখ করুন।

৩।
ক) অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী কোন কোন ক্ষেত্রে অস্ত্র-শস্ত্র থানায় অথবা লাইসেন্সপ্রাপ্ত ডিলারের নিকট জমা প্রদান করতে হয়?
(খ) কমান্ড সার্টিফিকেট বলতে কি বুঝায়? কমান্ড সার্টিফিকেট ব্যবহারের পদ্ধতি আলোচনা করুন।

8।
(ক) এজাহার ও সাধারণ ডায়রীর মধ্যে পার্থক্য লিখুন।
(খ) আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ অফিসার কি পদক্ষেপ গ্রহণ করবেন।

৫।
টিকা লিখুনঃ
ক) রাজসাক্ষী
খ) সমন
গ) বি রোল
ঘ) বেওয়ারিশ সম্পত্তি