১।
ক) সশস্ত্র পুলিশ দলের গুলি বর্ষণের নির্দেশ এবং গুলি নিয়ন্ত্রণ প্রক্রিয়া বর্ণনা করুন।
খ) পুলিশের গুলি বর্ষণ পরবর্তী নির্বাহী তদন্ত সম্পর্কে আলোচনা করুন।
২।
ক) হাজতখানায় প্রেরণের পূর্বে গ্রেফতারকৃত ব্যক্তিকে পরীক্ষা করার পদ্ধতি বর্ণনা করুন।
খ) হাজতখানায় প্রহরীর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
৩।
ক) অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী কারা বৈধ অস্ত্র বহন করতে পারবেন?
খ) বৈধ অস্ত্রের লাইসেন্স কখন বাতিল করা যায়?
গ) অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে তল্লাশি পরিচালনার জন্য পুলিশ কর্মকর্তার করণীয় বর্ণনা করুন।
8।
ক) গ্রেফতারের সংজ্ঞা লিখুন।
খ) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।
গ) গ্রেফতারকৃত ব্যক্তির আইনগত অধিকার বর্ণনা করুন।
৫। টিকা লিখুনঃ
ক) মিথ্যা সাক্ষ্যদান
খ) এ রোল
গ) আশ্রয়দান
ঘ) জব্দ তালিকা