২০২১ সালের এএসআই থেকে এসআই (সশস্ত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

১।
ক) অপরাধ দমন করার জন্য আদালত কোন ক্ষেত্রে কোন ব্যক্তিকে শান্তিরক্ষার মুচলেকার আদেশ দিতে পারেন?
খ) আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ অফিসার কি পদক্ষেপ গ্রহণ করবেন?

২।
ক) আঘাত ও গুরুতর আঘাতের মধ্যে পার্থক্য লিখুন।
খ) দাঙ্গা ও মারামারির মধ্যে পার্থক্য লিখুন।

৩।
ক) সন্দিগ্ধ ব্যক্তির দেহ তল্লাশির সময় পুলিশ অফিসারের করণীয় আলোচনা করুন।
খ) নারী ও শিশুদের গ্রেফতারের ক্ষেত্রে কি কি অধিক সতর্কতা অবলম্বন করতে হবে?

8।
ক) এস্কর্টের সময় কখন এবং কোন পরিস্থিতে বন্দীদের হাতকড়া ও পায়ের বেড়ী ব্যবহার করতে হয়?
খ) ভ্রমণকালে এস্কর্ট কমান্ডার কোন পরিস্থিতিতে বন্দীর উপর গুলি চালানোর ন্যায়সঙ্গত নির্দেশ প্রদান করতে পারেন?

৫।
ক) কখন এবং কোন পরিস্থিতিতে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে?
খ) আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর পার্টি ইনচার্জের করণীয় আলোচনা করুন।

৬।
টিকা লিখুনঃ
ক) আলামত
খ) প্রতারণা
গ) টিআই প্যারেড
ঘ) তদন্ত স্লিপ
ঙ) অপরাধজনক নরহত্যা