১। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোন কোন ক্ষেত্রে কোন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়?
২।
ক) অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য কি?
খ) আঘাত কাকে বলে? কি কি ধরণের আঘাতকে গুরুতর আঘাত মর্মে আইনে উল্লেখ করা হয়েছে?
৩।
ক) বেআইনী সমাবেশ বলতে কি বুঝায়?
খ) বেআইনী সমাবেশ ও দাঙ্গা মোকাবেলায় পুলিশকে কি ধরণের ক্ষমতা দেয়া হয়েছে তা আলোচনা করুন।
8।
ক) বন্দীদের বিশেষ গার্ড বলতে কি বুঝায়? বন্দী পলায়ন প্রতিরোধে গার্ড কমান্ডারের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
খ) ভ্রমণকালে হেফাজতে থাকা আসামী অসুস্থ হলে এস্কর্ট কমান্ডারের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করুন।
৫।
ক) পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী একজন পুলিশ সদস্য কি কি কারণে দোষী সাব্যস্ত হতে পারে?
খ) পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী একজন পুলিশ কনস্টেবল কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে?
৬। টিকা লিখুন।
ক) অসদাচরণ
খ) অস্থাবর সম্পত্তি
গ) অবৈধ আটক
ঘ) কমান্ড সার্টিফিকেট
ঙ) অস্ত্রশস্ত্র