এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) লিখিত পরীক্ষা ২০১৯ প্রশ্ন
১। আসামী গ্রেফতারের পদ্ধতি ও গ্রেফতার পরবর্তী ব্যবস্থা সম্পর্কে লিখুন। গ্রেফতারকৃত আসামীর প্রতি পুলিশের আচরণ কেমন হওয়া উচিত-আলোচনা করুন।
২। পুলিশ কখন গৃহ তল্লাশি করতে পারে? গৃহ তল্লাশির ক্ষেত্রে কি কি বিষয় অনুসরণীয় আলোচনা করুন।
৩।
ক) চুরি ও বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য লিখুন।
খ) জেনে শুনে চোরাই মাল ক্রয় করলে কি ধরণের অপরাধ হয়?
8। বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করা এবং গ্রেফতার কার্যকর করার জন্য পুলিশ অফিসার কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার বিধি আলোচনা করুন।
৫। পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী পুলিশের দায়িত্ব ও কর্তব্য কি কি? দায়িত্বহীনতা ও কর্তব্য অবহেলার জন্য পুলিশ সদস্যের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়?
৬। টিকা লিখুনঃ
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
খ) সাধারণ ডায়রী
গ) দেহ তল্লাশি
ঘ) অ্যালার্ম প্যারেড
ঙ) আমলযোগ্য অপরাধ