পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রস্তুতির কৌশল ও টিপস – পর্ব ৩

এই পোস্টে আলোচনা করা হবে, অবসর সময়ে অ্যাপ ব্যবহার করে যেভাবে আইন নিয়ে স্টাডি করবেন।

চলুন তাহলে শুরু করা যাক,

অবসর সময়ে আইন নিয়ে স্টাডি করার জন্য আপনার এমন একটি অ্যাপ প্রয়োজন,
যে অ্যাপটিতে পদোন্নতির জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে।

যেমন:
১. সকল আইনের ভাষ্য,
২. আইনের সূচি,
৩. সংজ্ঞা ও পার্থক্য,
৪. বাস্তব সমস্যা,
৫. এমসিকিউ (MCQ),
৬. রচনামূলক প্রশ্ন

প্লে স্টোরে একটি মাত্র অ্যাপ রয়েছে, যে অ্যাপে পুলিশ পদোন্নতি এর জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে।

আগে অ্যাপটি সম্পর্কে জানুন। যদি অ্যাপটি আপনার জন্য উপকারী মনে হয়, তবেই ব্যবহার করুন।
উপকারী না মনে হলে ব্যবহার করার প্রয়োজন নেই।

প্রথমে, প্লে স্টোরে Law School BD লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন বা এখানে ক্লিক করে ডাউনলোড করুন। নাম, মোবাইল নম্বর দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করুন। যদি একাউন্ট থেকে থাকে, সরাসরি লগইন করুন।

রেজিস্ট্রেশন শেষ হলেই আপনি পাবেন Law School BD এর অসাধারণ ফিচার।

এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

অ্যাপটি ঘুরে দেখুন, এবং যদি মনে হয় এটি আপনাকে সত্যিই সাহায্য করবে, তাহলে পেইড একাউন্টে আপগ্রেড করুন। উপকারী না মনে হলে পেইড একাউন্টে আপগ্রেড করার প্রয়োজন নেই।

পরবর্তী পর্বে আলোচনা করা হয়েছে Law School BD ব্যবহার করে কিভাবে পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি নিবেন।

পরবর্তী পর্বে পড়তে এখানে ক্লিক করুন।

ভিডিও দেখে আরও বিস্তারিত জেনে নিন।