১. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দেয়ার এখতিয়ার কার?
ক. হুলিয়া প্রদানকারী আদালতের
খ. জেলা পুলিশ সুপারের
গ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার
ঘ. জেলা ম্যাজিস্ট্রেটের
সঠিক উত্তর: ঘ. জেলা ম্যাজিস্ট্রেটের
২. গ্রেফতারের ক্ষেত্রে কখন ব্যক্তিকে স্পর্শ করা যায়?
ক. পুলিশ অফিসারের কথা না শুনলে
খ. আত্মসমর্পণ করলে
গ. পুলিশ অফিসারকে আঘাত করতে উদ্যত হলে
ঘ. উপরের সবগুলো
সঠিক উত্তর: ঘ. উপরের সবগুলো
৩. জন্ম সনদ কি ধরনের দলিল?
ক. বেসরকারী দলিল
খ. আধা সরকারী দলিল
গ. উপরের কোনটিই নয়
ঘ. সরকারি দলিল
সঠিক উত্তর: ঘ. সরকারি দলিল
৪. ভ্রাম্যমান আদালত সর্বোচ্চ কত বছরের সাজা দিতে পারে?
ক. ১ বছর
খ. ৩ বছর
গ. ৬ মাস
ঘ. ২ বছর
সঠিক উত্তর: ঘ. ২ বছর
৫. বাল্য বিবাহ বন্ধে কে নির্দেশনা দিতে পারে?
ক. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
খ. উপজেলা সমাজ সেবা কর্মকর্তা
গ. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
ঘ. আদালত
সঠিক উত্তর: ঘ. আদালত
৬. বিনা অনুমতিতে ৬২ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা পুলিশ সদস্যের অপরাধ কী?
ক. অনুপস্থিত
খ. কর্তব্যে অবহেলা
গ. দুর্নীতি
ঘ. অসদাচরণ
সঠিক উত্তর: ঘ. অসদাচরণ
৭. জনগণের শ্রদ্ধা ও সহযোগিতা ব্যতীত পুলিশ সাফল্যজনকভাবে কাজ করতে পারবে না — এই নীতি কোন বিধিতে আছে?
ক. ৩৩ খ
খ. ৩৪ খ
গ. ৩২ ক
ঘ. ৩৩ ক
সঠিক উত্তর: ঘ. ৩৩ ক
৮. বেআইনি সমাবেশে ন্যূনতম কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন?
ক. ৭ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
সঠিক উত্তর: ঘ. ৫ জন
৯. জাল নোট ব্যবহার কোন অপরাধের অন্তর্ভুক্ত?
ক. প্রতারণা
খ. রাষ্ট্রদ্রোহ
গ. ষড়যন্ত্র
ঘ. জালিয়াতি
সঠিক উত্তর: ঘ. জালিয়াতি
১০. তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর জবানবন্দী কোথায় লিপিবদ্ধ করেন?
ক. জিডি বহিতে
খ. খতিয়ানে
গ. এফআইআর এ
ঘ. কেস ডায়েরীতে
সঠিক উত্তর: ঘ. কেস ডায়েরীতে
১১. ‘নালিশ’ কার নিকট পেশ করতে হয়?
ক. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
খ. এসআই পদমর্যাদার কর্মকর্তা
গ. যেকোন পুলিশ অফিসার
ঘ. ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর: ঘ. ম্যাজিস্ট্রেট
১২. বাড়ি তল্লাশি করার সময় মালিক অনুপস্থিত থাকলে করণীয় কী?
ক. কোন কাগজপত্র ছাড়াই প্রবেশ
খ. আদালতের অনুমতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা
গ. তালা ভেঙে প্রবেশ
ঘ. স্থানীয় দুইজন স্বনামধন্য ব্যক্তিকে স্বাক্ষী করে প্রবেশ
সঠিক উত্তর: ঘ. স্থানীয় দুইজন স্বনামধন্য ব্যক্তিকে স্বাক্ষী করে প্রবেশ
১৩. কনের পিতার নিকট যৌতুক দাবী করলে এটি কোন ধরণের অপরাধ?
ক. জামিনযোগ্য অপরাধ
খ. দেওয়ানি অপরাধ
গ. কোন অপরাধ নয়
ঘ. অজামিনযোগ্য অপরাধ
সঠিক উত্তর: ঘ. অজামিনযোগ্য অপরাধ
১৪. ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই আমলযোগ্য অপরাধে গ্রেফতার করতে পারে কে?
ক. এসআই ও তদূর্ধ্ব কর্মকর্তা
খ. এএসআই ও তদূর্ধ্ব কর্মকর্তা
গ. ইনস্পেক্টর
ঘ. যেকোন পদবীর পুলিশ অফিসার
সঠিক উত্তর: ঘ. যেকোন পদবীর পুলিশ অফিসার
১৫. পুলিশ অফিসারদের টোলমুক্ত চলাচলের বিধান কোনটিতে আছে?
ক. পুলিশ আইন ১৪ ধারা
খ. বিশেষ ক্ষমতা আইন ৭ ধারা
গ. সড়ক পরিবহন আইন ৩৫ ধারা
ঘ. পিআরবি ৯১ বিধি
সঠিক উত্তর: ঘ. পিআরবি ৯১ বিধি
১৬. কনস্টেবলদের করণিক কাজে নিয়োগের বিধান কোনটি?
ক. পিআরবি ২৭০ বিধি
খ. পুলিশ আইন ১৮৬১ এর ধারা ৪২
গ. বিশেষ অধ্যাদেশ ১৯৭৬ ধারা ৭
ঘ. পিআরবি ২০৮ বিধি
সঠিক উত্তর: ঘ. পিআরবি ২০৮ বিধি
১৭. গ্রেফতারে বাধা দিলে শাস্তি কত বছর?
ক. ৫ বছর
খ. ৪ বছর
গ. ৩ বছর
ঘ. ২ বছর
সঠিক উত্তর: ঘ. ২ বছর
১৮. চার্জশীট জমা দেওয়ার পর এফআইআর কার নিকট থাকে?
ক. ওসি
খ. সার্কেল অফিসার
গ. তদন্তকারী কর্মকর্তা
ঘ. কোর্ট অফিসার
সঠিক উত্তর: ঘ. কোর্ট অফিসার
১৯. আমল অযোগ্য অপরাধে পুলিশ কী করতে পারে না?
ক. বিনা পরোয়ানায় গ্রেফতার
খ. আদালতের অনুমতি ছাড়াই তদন্ত
গ. পরোয়ানা ছাড়া গ্রেফতার
ঘ. বিচার কার্যক্রম শুরু
সঠিক উত্তর: গ. পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে না
২০. ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না — কোন ধারা অনুযায়ী?
ক. ৫৪ ধারা
খ. ৫৬ ধারা
গ. ৫১ ধারা
ঘ. ৬১ ধারা
সঠিক উত্তর: ঘ. ৬১ ধারা
২১. মামলার এফআইআর কোথায় লিপিবদ্ধ হয়?
ক. চার্জশীটে
খ. জিডি বহিতে
গ. কেস ডায়েরীতে
ঘ. প্রথম তথ্য বিবরণীতে
সঠিক উত্তর: ঘ. প্রথম তথ্য বিবরণীতে
২২. ‘Police Orderly Room’ কী কাজে ব্যবহৃত হয়?
ক. অপরাধীর বিচার
খ. কর্মকর্তাদের মিটিং
গ. শাস্তি শুনানি
ঘ. পুলিশের সামাজিক সভা
সঠিক উত্তর: গ. শাস্তি শুনানি
২৩. ‘তল্লাশি পরোয়ানা’ কে জারি করেন?
ক. ওসি
খ. এসপি
গ. ম্যাজিস্ট্রেট
ঘ. ডিআইজি
সঠিক উত্তর: গ. ম্যাজিস্ট্রেট
২৪. একজন পুলিশ অফিসার জবানবন্দী নেওয়ার সময় সাক্ষী উপস্থিত রাখেন কেন?
ক. আইন অনুযায়ী প্রমাণ নিশ্চিত করতে
খ. সরকারি নির্দেশে
গ. রিপোর্টের জন্য
ঘ. উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. আইন অনুযায়ী প্রমাণ নিশ্চিত করতে
২৫. পুলিশ কোন আইনে গঠিত প্রতিষ্ঠান?
ক. পেনাল কোড ১৮৬০
খ. পুলিশ আইন ১৮৬১
গ. ফৌজদারী কার্যবিধি
ঘ. সংবিধান
সঠিক উত্তর: খ. পুলিশ আইন ১৮৬১
২৬. পুলিশ রেগুলেশন কোন সালে প্রণীত হয়?
ক. ১৮৭৫
খ. ১৯৪৩
গ. ১৯৭৬
ঘ. ১৯৮০
সঠিক উত্তর: খ. ১৯৪৩
২৭. এফআইআর পূর্ণরূপ কী?
ক. Final Investigation Report
খ. First Information Report
গ. First Interrogation Record
ঘ. Field Investigation Report
সঠিক উত্তর: খ. First Information Report
২৮. জিডি পূর্ণরূপ কী?
ক. General Department
খ. General Diary
গ. General Discussion
ঘ. Government Document
সঠিক উত্তর: খ. General Diary
২৯. কোনো মৃতদেহের ইনকোয়েস্ট রিপোর্ট কে তৈরি করেন?
ক. সার্জন
খ. ওসি
গ. ম্যাজিস্ট্রেট
ঘ. তদন্ত কর্মকর্তা
সঠিক উত্তর: ঘ. তদন্ত কর্মকর্তা
৩০. পুলিশের শৃঙ্খলাভঙ্গ হলে সর্বোচ্চ শাস্তি কী?
ক. সতর্কীকরণ
খ. বেতন কর্তন
গ. চাকরিচ্যুতি
ঘ. সাময়িক বরখাস্ত
সঠিক উত্তর: গ. চাকরিচ্যুতি
৩১. পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কে করেন?
ক. এসপি
খ. ওসি
গ. ডিআইজি
ঘ. অভিযোগ সেল
সঠিক উত্তর: ক. এসপি
৩২. পুলিশ কোর্টে সাক্ষ্য দেয় কোন ভূমিকায়?
ক. অভিযুক্ত হিসেবে
খ. বিচারক হিসেবে
গ. সাক্ষী হিসেবে
ঘ. উকিল হিসেবে
সঠিক উত্তর: গ. সাক্ষী হিসেবে
৩৩. জব্দ তালিকা কত কপি তৈরি করা হয়?
ক. ১ কপি
খ. ২ কপি
গ. ৩ কপি
ঘ. ৪ কপি
সঠিক উত্তর: খ. ২ কপি
৩৪. রিমান্ডের আবেদন কোথায় করা হয়?
ক. থানায়
খ. সার্কেল অফিসে
গ. আদালতে
ঘ. ডিআইজি অফিসে
সঠিক উত্তর: গ. আদালতে
৩৫. রিমান্ডের সর্বোচ্চ সময় কতদিন?
ক. ৫ দিন
খ. ৭ দিন
গ. ১০ দিন
ঘ. ১৫ দিন
সঠিক উত্তর: খ. ৭ দিন
৩৬. বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ প্রণীত হয় কেন?
ক. অপরাধ দমন
খ. পুলিশ প্রশাসন সংস্কার
গ. রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য
ঘ. সাধারণ প্রশাসনিক কার্যক্রমের জন্য
সঠিক উত্তর: গ. রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য
৩৭. “দুর্নীতি দমন কমিশন আইন” কবে প্রণীত হয়?
ক. ২০০১
খ. ২০০৪
গ. ২০০৭
ঘ. ২০০৯
সঠিক উত্তর: খ. ২০০৪
৩৮. পুলিশের প্রধান কে?
ক. এসপি
খ. আইজিপি
গ. সচিব
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর: খ. আইজিপি
৩৯. পুলিশ সার্ভিস সপ্তাহ প্রথম কবে পালিত হয়?
ক. ১৯৮৪
খ. ১৯৮৬
গ. ১৯৮৯
ঘ. ১৯৯১
সঠিক উত্তর: খ. ১৯৮৬
৪০. বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. রংপুর
গ. সারদা
ঘ. টাঙ্গাইল
সঠিক উত্তর: গ. সারদা
৪১. পুলিশ সপ্তাহে প্রধান অতিথি কে থাকেন?
ক. স্বরাষ্ট্রমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. আইজিপি
ঘ. রাষ্ট্রপতি
সঠিক উত্তর: খ. প্রধানমন্ত্রী
৪২. বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৮৬১ সালে
খ. ১৮৭৫ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৭১ সালে
সঠিক উত্তর: ক. ১৮৬১ সালে
৪৩. পুলিশ বাহিনীর মূলমন্ত্র কী?
ক. আইন সবার জন্য
খ. সেবা, সুরক্ষা, শান্তি
গ. জনগণের সেবা
ঘ. ন্যায় ও শৃঙ্খলা
সঠিক উত্তর: খ. সেবা, সুরক্ষা, শান্তি
৪৪. পুলিশ বাহিনীর পোশাকের রং নির্ধারণের দায়িত্ব কার?
ক. আইজিপি
খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গ. মন্ত্রিপরিষদ বিভাগ
ঘ. রাষ্ট্রপতি
সঠিক উত্তর: খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪৫. “Special Report” হিসেবে কোনটি নয়?
ক. নারী ও শিশু নির্যাতন মামলা
খ. সাইবার অপরাধ মামলা
গ. হত্যা মামলা
ঘ. ট্রাফিক আইন লঙ্ঘন মামলা
সঠিক উত্তর: ঘ. ট্রাফিক আইন লঙ্ঘন মামলা
৪৬. চার্জশীটের পর তদন্তকারী কর্মকর্তা বদলি হলে নথি কার নিকট থাকে?
ক. কোর্ট ইন্সপেক্টর
খ. অফিসার ইনচার্জ
গ. তদন্তকারী কর্মকর্তা
ঘ. কোর্টে
সঠিক উত্তর: ঘ. কোর্টে
৪৭. অস্ত্র আইন ২০১৯ অনুযায়ী কারা অস্ত্র বহন করতে পারবেন না?
ক. লাইসেন্সবিহীন ব্যক্তি
খ. মানসিক রোগী
গ. দণ্ডিত ব্যক্তি
ঘ. উল্লেখিত সকল
সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সকল
৪৮. ল’ অ্যান্ড অর্ডার ডিউটিতে বল প্রয়োগের ক্ষেত্রে কোন নীতি আগে?
ক. ন্যূনতম বল প্রয়োগ
খ. আইনি অনুমোদন
গ. জবাবদিহিতা
ঘ. সতর্কতা নীতি
সঠিক উত্তর: ক. ন্যূনতম বল প্রয়োগ
৪৯. ‘Hostile Witness’ বলতে কী বোঝায়?
ক. পুলিশ সাক্ষী
খ. আদালতের সাক্ষী
গ. নিজ দলের বিপক্ষে সাক্ষ্যদানকারী
ঘ. সরকারী সাক্ষী
সঠিক উত্তর: গ. নিজ দলের বিপক্ষে সাক্ষ্যদানকারী
৫০. গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হলে কোথায় পাঠানো হয়?
ক. থানার হাজত
খ. আদালত
গ. সরকারি হাসপাতাল
ঘ. জেলা জেল
সঠিক উত্তর: গ. সরকারি হাসপাতাল