এমসিকিউ পরীক্ষা ২০২৫ | এএসআই থেকে এসআই

০১. বেসরকারি লোক কোন ধরণের অপরাধীদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
ক. জামিনের অযোগ্য
খ. সরকার কর্তৃক ঘোষিত অপরাধী
গ. আমলের অযোগ্য
ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে

সঠিক উত্তর: ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে

০২. একজন ব্যক্তি স্বপরিবারে কোন গ্রামে নূন্যতম কতদিন বসবাস করলে তাকে ঐ গ্রামের বাসিন্দা হিসেবে বিবেচনা করা যায়?
ক. ১০ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর

সঠিক উত্তর: ঘ. ৫ বছর

০৩. ‘ক’ রাস্তায় একটি মানিব্যাগ পায়। মানিব্যাগে কিছু টাকা তার প্রতিবেশীর পরিচয়পত্র ছিল সে টাকা আত্মসাৎ করে ‘ক’ কি ধরনের অপরাধ করল?
ক. অসাধুভাবে আত্মসাৎ
খ. চুরি
গ. কোন অপপরাধ করে নাই
ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

সঠিক উত্তর: ক. অসাধুভাবে আত্মসাৎ

০৪. অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী সরকার লাইসেন্সধারী কোন ব্যক্তির অস্ত্র-গুলি কতদিন পর্যন্ত আটক রাখতে পারে?
ক. যতদিন প্রয়োজন
খ. ৩০ দিন
গ. ৬ মাস
ঘ. ১ বছর

সঠিক উত্তর: ক. যতদিন প্রয়োজন

০৫. সমগ্র বাংলাদেশের ‘জাস্টিস অব দি পিস’ হিসেবে বিবেচিত হবেন
ক. জেলা ও দায়রা জজগণ
খ. আইজিপি
গ. এটর্নী জেনারেল
ঘ. সুপ্রীম কোর্টের বিচারকগণ

সঠিক উত্তর: ঘ. সুপ্রীম কোর্টের বিচারকগণ

০৬. নিম্নোক্ত কোন আইনটির অতিরাষ্ট্রিক প্রয়োগ রয়েছে?
ক. সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯
খ. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
গ. বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
ঘ. মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২

সঠিক উত্তর: ক ও ঘ (উভয়)

০৭. পেনাল কোড অনুযায়ী দন্ড কত প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৬ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৪ প্রকার

সঠিক উত্তর: ক. ৫ প্রকার

০৮. পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির অন্যূন বয়স কত বছর?
ক. ২২ বছর
খ. ২১ বছর
গ. ২৫ বছর
ঘ. ১৮ বছর

সঠিক উত্তর: খ. ২১ বছর

০৯. আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের মাধ্যমে নিম্নের কোন ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
ক. অপহরণের অভিপ্রায়ে আক্রমন
খ. গাছের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অনাধিকার প্রবেশ
গ. চুরির উদ্দেশ্য অনাধিকার প্রবেশ
ঘ. প্রতারণার অভিপ্রায়ে অনাধিকার প্রবেশ

সঠিক উত্তর: ক. অপহরণের অভিপ্রায়ে আক্রমণ

১০. কোন মামলার বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব কার?
ক. পাবলিক প্রসিকিউটর
খ. ম্যাজিস্ট্রেটের
গ. তদন্তকারীর কর্মকর্তার
ঘ. বিচার প্রার্থীর

সঠিক উত্তর: ঘ. বিচার প্রার্থীর

১১. আদালতে রক্ষিত মালখানা রেজিস্টারে কখন অনিষ্পন্ন জিনিসপত্রের জের টানতে হয়?
ক. জুন মাসে
খ. জানুয়ারী মাসে
গ. ডিসেম্বর মাসে
ঘ. জুলাই মাসে

সঠিক উত্তর: খ. জানুয়ারী মাসে

১২. কোন পদমর্যাদার পুলিশ অফিসার জেল প্যারেডে অংশগ্রহণ করতে পারে-
ক. সাব-ইন্সপেক্টর তদূর্ধ্ব
খ. সাব-ইন্সপেক্টর
গ. সকল পদমর্যাদার পুলিশ অফিসার
ঘ. সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টর

সঠিক উত্তর: গ. সকল পদমর্যাদার পুলিশ অফিসার

১৩. স্থানীয় সীমারেখার বাহিরে সমন জারি করতে হলে কার বরাবর সমন প্রেরণ করতে হবে?
ক. পুলিশ সুপার
খ. সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট
গ. অফিসার ইনচার্জ
ঘ. সবগুলো

সঠিক উত্তর: খ. সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট

১৪. ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৫৬ ধারা অনুযায়ী আমলযোগ্য মামলা তদন্ত করার ক্ষেত্রে পুলিশ এর-
ক. ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন নেই
খ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশের প্রয়োজন
গ. জেলা পুলিশ সুপারের আদেশের প্রয়োজন
ঘ. ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন আছে

সঠিক উত্তর: ক. ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন নেই

১৫. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) অনুযায়ী কোন অপরাধ অন্য থানা এলাকায় সংঘঠিত হলে সেক্ষেত্রে অফিসার-ইন-চার্জ এর করণীয় কি?
ক. অভিযোগ গ্রহণপূর্বক তদন্ত সমাপ্ত করবেন
খ. অভিযোগকারীকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা
গ. হবে আদালতে প্রেরণ করবেন
ঘ. অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধপূর্বক কেস ডায়েরীসহ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবেন

সঠিক উত্তর: ঘ. অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধপূর্বক কেস ডায়েরীসহ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবেন

১৬. নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর বিধানমতে নিম্নোক্ত কোনটি সঠিক?
ক. সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় (Connizable)
খ. অ-আপোষযোগ্য (Non-Compoundable)
গ. জামিন অযোগ্য (Non-Bailable)
ঘ. উপরের সবগুলো সঠিক

সঠিক উত্তর: ঘ. উপরের সবগুলো সঠিক

১৭. সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, ফৌজদারী কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক. ১৭৩ ধারা
খ. ১৭০ ধারা
গ. ১৭১ ধারা
ঘ. ১৭২ ধারা

সঠিক উত্তর: খ. ১৭০ ধারা

১৮. ডাকযোগে কোন কোম্পানীর প্রধান নির্বাহী বরাবর সমন প্রেরণ করা হলে কখন হতে ইহা কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে-
ক. আদালত কর্তৃক ইস্যু হওয়ার সময় হতে
খ. ডাক পৌঁছানোর সময় হতে
গ. আদালত কর্তৃক থানায় প্রাপ্ত হওয়ার সময় হতে
ঘ. ডাকযোগে প্রেরণ করার সময় হতে

সঠিক উত্তর: খ. ডাক পৌঁছানোর সময় হতে

১৯. প্রত্যেক পুলিশ কর্মচারী সর্বদা কার্যরত (On Duty), ইহা পুলিশ আইনের কোন ধারায় বিবৃত হয়েছে?
ক. ২২ ধারা
খ. ১৭ ধারা
গ. ২৫ ধারা
ঘ. ২৩ ধারা

সঠিক উত্তর: ক. ২২ ধারা

২০. নিম্নের কোনটি মানব পাচার-
ক. বাংলাদেশের অভ্যন্তরে ইটভাটায় আটক রেখে কাজ করতে বাধ্য করা
খ. বিদেশে পাসপোর্ট আটক রেখে কাজ করতে বাধ্য করা
গ. সম্মতিতে পতিতাবৃত্তিতে নিয়োজিত করে মুনাফা ভোগ
ঘ. উল্লেখিত সকল

সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সকল

২১. ফৌজদারী কার্যবিধি অনুযায়ী স্বীকারোক্তি লিপিবদ্ধ করা ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সঠিক?
ক. তদন্তের সময় লিপিবদ্ধ করা যায়
খ. অনুসন্ধান চলাকালে লিপিবদ্ধ করা যায়
গ. বিচার শুরুর পূর্বে যেকোন সময় লিপিবদ্ধ করা যায়
ঘ. উপরের সবগুলো সঠিক

সঠিক উত্তর: ঘ. উপরের সবগুলো সঠিক

২২. ফৌজদারী কার্যবিধি আইনের ৫১০ ধারায় কোন ব্যক্তির প্রস্তুতকৃত প্রতিবেদন তার অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়?
ক. রাসায়নিক পরীক্ষক
খ. সিভিল সার্জন
গ. হস্তলিপি বিশেষজ্ঞ
ঘ. রক্ত পরীক্ষক

সঠিক উত্তর: খ. সিভিল সার্জন

২৩. গ্রেফতারকালীন সময়ে পুলিশ অফিসারের দায়িত্ব-
ক. দৃশ্যমান অবস্থায় নিজের নাম প্রদর্শন করতে হবে
খ. চাহিবামাত্র পরিচয়পত্র প্রদর্শন করতে হবে
গ. একজন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করতে হবে
ঘ. উল্লেখিত সবগুলো

সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সবগুলো

২৪. আমল অযোগ্য অপরাধ সংঘটনকারীকে কখন গ্রেফতার করা যাবে?
ক. নাম-ঠিকানা জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করলে
খ. সম্পদের উৎস গোপন করলে
গ. পুলিশের আদেশ অমান্য করলে
ঘ. কোনটিই নয়

সঠিক উত্তর: ক. নাম-ঠিকানা জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করলে

২৫. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) অনুযায়ী মিথ্যা মামলা দায়েরের জন্য সর্বোচ্চ কত বছর কারাদন্ড হতে পারে?
ক. ১০ বছর
খ. ৩ বছর
গ. ৭ বছর
ঘ. ৫ বছর

সঠিক উত্তর: গ. ৭ বছর

২৬. বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে বিবেচিত হবে?
ক. তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হলে
খ. তাৎক্ষণিক আঘাতের ভয় দেখানো হলে
গ. তাৎক্ষনিক অবৈধ অবরোধের ভয় দেখানো হলে
ঘ. উল্লেখিত সবগুলো

সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সবগুলো

২৭. কোর্ট ইন্সপেক্টর মামলার ডকেট পর্যালোচনা করে ভুল-ত্রুটি সংশোধনের জন্য কার নিকট পাঠাবেন-
ক. ইন্সপেক্টর তদন্তকে
খ. সার্কেল অফিসারকে
গ. তদন্তকারী কর্মকর্তাকে
ঘ. পুলিশ সুপারকে

সঠিক উত্তর: ঘ. পুলিশ সুপারকে

২৮. সাধারণভাবে দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না?
ক. পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকার
খ. ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত স্বীকারোক্তি
গ. পুলিশের কাছে প্রদত্ত স্বীকারোক্তিমূলে আলামত উদ্ধার হলে
ঘ. উপরের সবগুলো

সঠিক উত্তর: ক. পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকার

২৯. গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে পরোয়ানাভুক্ত আত্মগোপনকারী আসামী সংক্রান্তে পুলিশ আদালতে কোন প্রতিবেদন দাখিল করেন-
ক. এনইআর
খ. ক্রোকি পরোয়ানা
গ. হৈ চৈ বিজ্ঞাপন
ঘ. আসামী পলাতক রয়েছে মর্মে বিশেষ প্রতিবেদন

সঠিক উত্তর: ক. এনইআর

৩০. চার্জশীটে অভিযুক্ত ব্যক্তিকে কি চার্জশীটের ফটোকপি দেওয়া যায়-
ক. দেওয়া যায় না
খ. অভিযুক্ত ব্যক্তির আবেদনক্রমে দেওয়া যায়
গ. পুলিশ সুপারের অনুমতি ছাড়া দেওয়া যায় না
ঘ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারেন

সঠিক উত্তর: খ. অভিযুক্ত ব্যক্তির আবেদনক্রমে দেওয়া যায়

৩১. পরোয়ানামূলে গ্রেফতারকৃত আসামীর নিকট লাইসেন্সকৃত অস্ত্র থাকলে সে সম্পর্কে করণীয়?
ক. সংশ্লিষ্ট আদালতে জমা প্রদান করতে হবে
খ. থানার মালখানায় সংরক্ষণ করতে হবে
গ. থানার অস্ত্রাগারে জমা প্রদান করতে হবে
ঘ. উক্ত ব্যক্তির আত্মীয়ের নিকট জিম্মা প্রদান করতে হবে

সঠিক উত্তর: ক. সংশ্লিষ্ট আদালতে জমা প্রদান করতে হবে

৩২. কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা (Dying Declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য?
ক. সম্পত্তির মালিকানা
খ. বিবাহ
গ. মৃত্যুর কারণ
ঘ. পরিচয়

সঠিক উত্তর: গ. মৃত্যুর কারণ

৩৩. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কোন ব্যক্তি মাদকদ্রব্য সংক্রান্ত কোন অপরাধের জন্য দণ্ডিত হয়ে দন্ডভোগের পর পুনরায় একই অপরাধ করলে সর্বোচ্চ দন্ডের কতগুন দন্ডে দন্ডিত হবে-
ক. দ্বিগুন
খ. তিনগুন
গ. সমপরিমান
ঘ. অর্ধেক

সঠিক উত্তর: ক. দ্বিগুন

৩৪. মামলার কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর নীচের কোন কারনে পুনরায় পরীক্ষা করতে পারে?
ক. পূর্বের বক্তব্য স্পষ্টিকরণ
খ. কোন কিছু মিথ্যা প্রমাণের জন্য
গ. বিশেষজ্ঞ মতামত বিষয়ে
ঘ. পূর্বের বক্তব্যের ভুল শোধরানো

সঠিক উত্তর: ক. পূর্বের বক্তব্য স্পষ্টিকরণ

৩৫. ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন ব্যক্তিকে সদাচারণের মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন।
ক. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
খ. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ. জেলা জজ
ঘ. জেলা ম্যাজিস্ট্রেট

সঠিক উত্তর: ঘ. জেলা ম্যাজিস্ট্রেট

৩৬. কোন ব্যক্তিকে তার বাসস্থান ব্যতিত অন্য কোন স্থান হতে আটক করা হলে সর্বোচ্চ কত সময়ের মধ্যে তার অভিপ্রায় অনুযায়ী আত্মীয়কে অবহিত করতে হবে?
ক. আদালতে পাঠানোর পূর্বে
খ. ১২ ঘন্টা
গ. ২৪ ঘন্টা
ঘ. ৬ ঘন্টা

সঠিক উত্তর: খ. ১২ ঘন্টা

৩৭. ‘হেফাজতে মৃত্যু’ কি?
ক. কোন সরকারী কর্মচারীর হেফাজেতে মৃত্যু
খ. আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মৃত্যু
গ. পুলিশ হেফাজতে মৃত্যু
ঘ. হাজতবাস অবস্থায় মৃত্যু

সঠিক উত্তর: ক. কোন সরকারি কর্মচারীর হেফাজতে মৃত্যু

৩৮. নিম্নের কোন পদমর্যাদার পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নিয়োজিত থাকবেন-
ক. সেকেন্ড অফিসার
খ. এএসআই হতে তদূর্ধ্ব পদমর্যাদার পুলিশ অফিসার
গ. ডিউটি অফিসার
ঘ. অফিসার ইনচার্জ

সঠিক উত্তর: খ. এএসআই হতে তদূর্ধ্ব পদমর্যাদার পুলিশ অফিসার

৩৯. সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী নিম্নের কোনটি আমলযোগ্য অপরাধ?
ক. সাইবার স্পেসে জাতিগত বিষয়ে বিদ্বেষমূলক তথ্য প্রকাশ
খ. সাইবার স্পেসে ধর্মীয় বিষয়ে বিদ্বেষমূলক তথ্য প্রকাশ
গ. সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ
ঘ. উল্লেখিত সবগুলো

সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সবগুলো

৪০. আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন পিআরবি কোন বিধি বলে?
ক. পিআরবি-৩৬ বিধি
খ. পিআরবি-৩৭ বিধি
গ. পিআরবি-৩৫ বিধি
ঘ. পিআরবি-৩৮ বিধি

সঠিক উত্তর: গ. পিআরবি-৩৫ বিধি

৪১. কোন ব্যক্তিকে নিরীক্ষণে রাখার সিদ্ধান্ত কে প্রদান করেন?
ক. জেলা জজ
খ. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ. জেলা ম্যাজিস্ট্রেট
ঘ. পুলিশ সুপার

সঠিক উত্তর: ঘ. পুলিশ সুপার

৪২. মৃত্যুদন্ডাদেশ কার্যকর করার জন্য কার অনুমোদন লাগে?
ক. রাষ্ট্রপতি
খ. হাইকোর্ট
গ. জেলা ও দায়রা জজ
ঘ. সুপ্রীম কোর্ট

সঠিক উত্তর: খ. হাইকোর্ট

৪৩. নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে কোন অবস্থাতেই হাতকড়া ব্যবহার করা যাবে না?
ক. গ্রেফতারকৃত সাক্ষীর ক্ষেত্রে
খ. অ-জামিনযোগ্য বন্দির ক্ষেত্রে
গ. বিচারাধীন বন্দির ক্ষেত্রে
ঘ. জামিনযোগ্য বন্দির ক্ষেত্রে

সঠিক উত্তর: ক. গ্রেফতারকৃত সাক্ষীর ক্ষেত্রে

৪৪. গৃহ তল্লাশীর কাজে সাক্ষীকে আদালতে উপস্থিত হতে পুলিশ কি করতে পারে?
ক. বাধা করতে পারে না
খ. বাধ্য করতে পারে
গ. সাক্ষীর বিরুদ্ধে মামলা করতে পারে
ঘ. সাক্ষীকে গ্রেফতার করতে পারে

সঠিক উত্তর: ক. বাধা করতে পারে না

৪৫. নিম্নের কোনটি “Special Report” হিসেবে গণ্য নয়?
ক. নারী ও শিশু নির্যাতন দমন মামলা
খ. সাইবার অপরাধ মামলা
গ. হত্যা মামলা
ঘ. ট্রাফিক আইন লঙ্ঘন মামলা

সঠিক উত্তর: ঘ. ট্রাফিক আইন লঙ্ঘন মামলা

৪৬. মামলার চার্জশীট দাখিলের পর তদন্তকারী কর্মকর্তা বদলি হলে মামলার নথি কার নিকট থাকবে?
ক. কোর্ট ইন্সপেক্টর
খ. অফিসার ইনচার্জ
গ. তদন্তকারী কর্মকর্তা
ঘ. কোর্টে

সঠিক উত্তর: ঘ. কোর্টে

৪৭. অস্ত্র আইন ২০১৯ অনুযায়ী কারা অস্ত্র বহন করতে পারবেন না?
ক. লাইসেন্সবিহীন ব্যক্তি
খ. মানসিক রোগী
গ. দণ্ডিত ব্যক্তি
ঘ. উল্লেখিত সকল

সঠিক উত্তর: ঘ. উল্লেখিত সকল

৪৮. একজন পুলিশ অফিসার কর্তৃক ল’ অ্যান্ড অর্ডার ডিউটিতে বল প্রয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম কোন নীতি অনুসরণ করতে হবে?
ক. ন্যূনতম বল প্রয়োগ নীতি
খ. আইনি অনুমোদন
গ. জবাবদিহিতা
ঘ. সতর্কতা নীতি

সঠিক উত্তর: ক. ন্যূনতম বল প্রয়োগ নীতি

৪৯. সাক্ষ্য আইন অনুযায়ী ‘Hostile Witness’ বলতে কী বোঝায়?
ক. পুলিশ সাক্ষী
খ. আদালতের সাক্ষী
গ. নিজ দলের বিপরীতে সাক্ষ্য প্রদানকারী সাক্ষী
ঘ. সরকারী সাক্ষী

সঠিক উত্তর: গ. নিজ দলের বিপরীতে সাক্ষ্য প্রদানকারী সাক্ষী

৫০. গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হলে কোথায় পাঠানো হয়?
ক. থানার হাজত
খ. আদালত
গ. সরকারি হাসপাতালে
ঘ. জেলা জেল

সঠিক উত্তর: গ. সরকারি হাসপাতালে