২০২৪ এমসিকিউ পরীক্ষা – কনস্টেবল/নায়েক থেকে এএসআই

১. অফিস চলাকালে একজন সরকারী কর্মচারী লাঞ্চ করতে পার্শ্ববর্তী হোটেলে গিয়ে এক পর্যায়ে হোটেল কর্মচারীকে খুন করেন। এজাহার আমলে নেয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
ক. অফিস প্রধানের পূর্বানুমতি প্রয়োজন হবে
খ. সরকারের পূর্বানুমতি প্রয়োজন হবে
গ. কারো অনুমতি ব্যতিরেকে তাৎক্ষণিকভাবে করা যাবে
ঘ. হাইকোর্টের পূর্বানুমতি প্রয়োজন হবে

সঠিক উত্তরঃ খ. সরকারের পূর্বানুমতি প্রয়োজন হবে

২. শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশু কে?
ক. অনূর্ধ্ব ১৮ বৎসর বয়স পর্যন্ত ব্যক্তি
খ. অনূর্ধ্ব ১৩ বৎসর বয়স পর্যন্ত ব্যক্তি
গ. অনূর্ধ্ব ১৬ বৎসর বয়স পর্যন্ত ব্যক্তি
ঘ. ঘঅনূর্ধ্ব ১৭ বৎসর বয়স পর্যন্ত ব্যক্তি

সঠিক উত্তরঃ ক. অনূর্ধ্ব ১৮ বৎসর বয়স পর্যন্ত ব্যক্তি

৩. থানায় সংরক্ষিত সাধারণ ডায়েরি যথাযথভাবে লিখা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব নিম্নোক্ত কোন কর্মকর্তার?
ক. পুলিশ সুপার
খ. অফিসার-ইনচার্জ
গ. ডিউটি অফিসার
ঘ. সার্কেল সহকারী/অতিরিক্ত পুলিশ সুপার

সঠিক উত্তরঃ খ. অফিসার-ইনচার্জ

৪. গ্রেফতারী পরোয়ানায় NER এর সাথে কোনটি দাখিল করা বাধ্যতামূলক?
ক. পলাতক গুরুতর অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী
খ. পলাতক ব্যক্তির বাড়ির খসড়া মানচিত্র
গ. জব্দ তালিকা
ঘ. স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন

সঠিক উত্তরঃ ক. পলাতক গুরুতর অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী

৫. রাষ্ট্রদ্রোহিতার অপরাধের ক্ষেত্রে প্রাথমিক তদন্তকারী কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা হওয়া বাঞ্চনীয়?
ক. ইন্সপেক্টর
খ. সহকারী সাব-ইন্সপেক্টর
গ. সাব-ইন্সপেক্টর
ঘ. ক,খ ও গ

সঠিক উত্তরঃ ক. ইন্সপেক্টর

একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।

যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।

Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।

৬. জেলা আদেশ বহিতে দস্তখত করার দায়িত্ব কার?
ক. পুলিশ সুপার
খ. অতিরিক্ত পুলিশ সুপার
গ. থানার ইন্সপেক্টর
ঘ. রিজার্ভ অফিসার

সঠিক উত্তরঃ ঘ. রিজার্ভ অফিসার

৭. কোন অস্থাবর সম্পত্তির জবরদখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলায় গ্রাম আদালতের সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের এখতিয়ার কত টাকা?
ক. ২ লক্ষ
খ. ৪ লক্ষ
গ. ১ লক্ষ
ঘ. ৩ লক্ষ

সঠিক উত্তরঃ ঘ. ৩ লক্ষ

৮. রাজসাক্ষীদের সম্পর্কে কতদিন পরপর তাদের জীবনযাপন ও আচরণ সম্পর্কে তদন্ত করে রিপোর্ট প্রদান করা হয়?
ক. ৭ মাস
খ. ৩ মাস
গ. ৯ মাস
ঘ. ৫ মাস

সঠিক উত্তরঃ খ. ৩ মাস

৯. পেনাল কোড ৩৮৫ ধারার মামলায় কোন উপাদান থাকতে হবে?
ক. জালিয়াতি
খ. অপহরণ
গ. প্রতারণা
ঘ. ভীতি প্রদর্শন

সঠিক উত্তরঃ ঘ. ভীতি প্রদর্শন

১০. ‘ক’ পুলিশকে জানায় যে সে এক গ্রামের একটি বাড়ীর পাশে প্রহার ও লুন্ঠনের শিকার হয়েছে। সে জেনেশুনে এই মিথ্যাটি বলে যেন ঐ বাড়ীর লোকজন নাজেহাল হয়। এক্ষেত্রে ‘ক’ দণ্ডবিধির কোন ধারায় অপরাধী?
ক. ধারা ১৯৩
খ. ধারা ১৯১
গ. ধারা ১৮২
ঘ. ধারা ১৮৬

সঠিক উত্তরঃ গ. ধারা ১৮২

১১. অবৈধ অবরোধ কী?
ক. এমন নিয়ন্ত্রণ যাতে নির্দিষ্ট সীমা অতিক্রম করা যায় না
খ. গমনের গতি পরিবর্তন করা
গ. যেদিকে যাওয়ার অধিকার আছে সে পথ রুদ্ধ করা
ঘ. কোন একটি নির্দিষ্ট দিকে যেতে বাধ্য করা

সঠিক উত্তরঃ ক. এমন নিয়ন্ত্রণ যাতে নির্দিষ্ট সীমা অতিক্রম করা যায় না

১২. একজন পুলিশ অফিসার কোন আইন অনুযায়ী লাইসেন্স ব্যতীত পিস্তল ব্যবহার করতে পারেন?
ক. অস্ত্র আইনের ৩ ধারা
খ. পিআরবি প্রবিধান ৮৭
গ. পুলিশ আইনের ৩৪ ধারা
ঘ. অস্ত্র আইনের ১(খ) ধারা এবং পুলিশ

সঠিক উত্তরঃ ঘ. অস্ত্র আইনের ১(খ) ধারা এবং পুলিশ

১৩. দাঙ্গার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
ক. কারো প্রতি হিংস্রতা
খ. পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ
গ. কারো প্রতি বলপ্রয়োগ
ঘ. জামিন অযোগ্য অপরাধ

সঠিক উত্তরঃ ঘ. জামিন অযোগ্য অপরাধ

১৪. অবৈধ অস্ত্র তল্লাশি করার সময় কোন পদমর্যাদার পুলিশ অফিসারের উপস্থিতি প্রয়োজন?
ক. সাব-ইন্সপেক্টর ও তদূর্ধ্ব পদমর্যাদার পোষাক পরিহিত যে কোন পুলিশ সদস্য
খ. এএসআই ও তদূর্ধ্ব পদমর্যাদার
গ. পুলিশ পরিদর্শক ও তদূর্ধ্ব পদমর্যাদার
ঘ. পুলিশ সুপার

সঠিক উত্তরঃ গ. পুলিশ পরিদর্শক ও তদূর্ধ্ব পদমর্যাদার

১৫. কেস ডায়েরি কতক্ষণ পর্যন্‌ত গোপন দলিল হিসেবে গণ্য হবে?
ক. পুলিশ রিপোর্ট প্রদান না করা অব্দি
খ. তদন্ত কার্যক্রম শেষ না হওয়া অব্দি
গ. মামলা আপীলসহ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া অব্দি
ঘ. মামলা নিষ্পত্তি না হওয়া অব্দি

সঠিক উত্তরঃ গ. মামলা আপীলসহ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া অব্দি

১৬. পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করেন কে?
ক. পুলিশ সুপার
খ. সার্কেল এএসপি
গ. ভারপ্রাপ্ত কর্মকর্তা
ঘ. জেলা ম্যাজিস্টাট

সঠিক উত্তরঃ ঘ. জেলা ম্যাজিস্টাট

১৭. দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত মামলা স্থানান্তরের তারিখ হতে কত দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়?
ক. ৯০ দিন
খ. ১২০ দিন
গ. ৩০ দিন
ঘ. ৬০ দিন

সঠিক উত্তরঃ ক. ৯০ দিন

১৮. নিচের কোন আইনের অধীন সকল অপরাধ জামিন অযোগ্য?
ক. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)
খ. বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭
গ. এসিড অপরাধ দমন আইন
ঘ. ক, খ, গ সবগুলি

সঠিক উত্তরঃ গ. এসিড অপরাধ দমন আইন

১৯. জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা, ২০২০ অনুযায়ী কল গ্রহণের পর সেবা প্রদানের মাধ্যমে যে কলটির চূড়ান্ত নিষ্পত্তি ঘটে তাকে কি বলে?
ক. Call for Service
খ. Call for Response
গ. Call for Solution
ঘ. Call for Help

সঠিক উত্তরঃ ক. Call for Service

২০. ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী কখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
ক. পুলিশ অফিসারের উপস্থিতিতে অধ্যাদেশভুক্ত কোন অপরাধ করলে
খ. পুলিশ অফিসারের অনুপস্থিতিতে অধ্যাদেশভুক্ত কোন অপরাধ করলে
গ. কোনটি নয়
ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে

সঠিক উত্তরঃ ক. পুলিশ অফিসারের উপস্থিতিতে অধ্যাদেশভুক্ত কোন অপরাধ করলে

২১. নিচের কোনটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে?
ক. উদ্ধারকৃত আলামত
খ. দলিলের প্রতিলিপি
গ. পায়ের ছাপ
ঘ. DNA Report

সঠিক উত্তরঃ খ. দলিলের প্রতিলিপি

২২. পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী কোন আঘাতটি গুরুতর আঘাত নয়?
ক. দন্তভঙ্গ
খ. অঙ্গ অনিষ্টসাধন
গ. এমন আঘাত যাতে আহত লোক ১৫ দিনের মধ্যে সাধারণ কাজ করতে অপারগ হয়
ঘ. ক, খ ও গ সবগুলি

সঠিক উত্তরঃ গ. এমন আঘাত যাতে আহত লোক ১৫ দিনের মধ্যে সাধারণ কাজ করতে অপারগ হয়

২৩. গ্রেফতার করতে গিয়ে কোন ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না?
ক. মৃত্যুদন্ডে দন্ডিত অপরাধে অভিযুক্ত ব্যক্তির
খ. যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধে অভিযুক্ত
গ. ১০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তির
ঘ. ক ও গ উভয়ই

সঠিক উত্তরঃ গ. ১০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তির

২৪. পেনাল কোড, ১৮৬০ আইনে কত প্রকারের দন্ড উল্লেখ আছে?
ক. ৪ প্রকার
খ. ৩ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ৫ প্রকার

সঠিক উত্তরঃ ঘ. ৫ প্রকার

২৫. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী প্রতিরোধমূলক তল্লাশী সম্পাদনের কত ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন প্রেরণ করতে হবে?
ক. ১২ ঘন্টা
খ. ২৪ ঘন্টা
গ. ৪৮ ঘন্টা
ঘ. ৭২ ঘন্টা

সঠিক উত্তরঃ ঘ. ৭২ ঘন্টা

২৬. Criminal Intelligence Gazette (part 1-10) থানায় কতদিন সংরক্ষণ করে রাখতে হয়?
ক. ৫ বছর
খ. ১০ বছর
গ. ৭ বছর
ঘ. স্থায়ীভাবে

সঠিক উত্তরঃ ক. ৫ বছর

২৭. কোন সম্পত্তিতে বেআইনী প্রবেশের জন্য সংঘটিত অপরাধের আপোষ নিম্নোক্ত কে করতে পারে?
ক. তদন্তকারী কর্মকর্তা
খ. সম্পত্তির দখলদারী
গ. অবৈধ প্রবেশকারী
ঘ. ক ও খ সকলেই

সঠিক উত্তরঃ খ. সম্পত্তির দখলদারী

২৮. ফৌজদারী মামলায় অভিযুক্ত হয়ে আদালতে গমনকালে পুলিশ অফিসার ইউনিফর্ম
ক. পরিধান করবেন
খ. পরিধান করবেন না
গ. পরিধান করা বা না করা তার ইচ্ছাধীন
ঘ. আদালতের এখতিয়ার

সঠিক উত্তরঃ খ. পরিধান করবেন না

২৯. কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারী বা দেওয়ানা মামলা দায়ের হলে তৎক্ষণিকভাবে নিম্নের কাকে জানাতে হবে?
ক. জেলা ম্যাজিস্ট্রেট
খ. রেঞ্জ ডিআইজি
গ. পুলিশ সুপার
ঘ. দুর্নীতি দমন কমিশন

সঠিক উত্তরঃ গ. পুলিশ সুপার

৩০. ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য কৃত কোন কাজটি দন্ডনীয় অপরাধ?
ক. স্বেচ্ছাকৃতভাবে শ্রুতিগোচরে কোন লক উচ্চাষে বা আওয়াজ প্রদান
খ. স্বেচ্ছাকৃতভাবে দৃষ্টিগোচরে কোন অঙ্গভঙ্গি করা
গ. স্বেচ্ছাকৃতভাবে দৃষ্টিগোচরে কোন বস্তু রাখা
ঘ. উল্লিখিত সবগুলি

সঠিক উত্তরঃ ঘ. উল্লিখিত সবগুলি

৩১. নিচের কোন ক্ষেত্রে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে?
ক. স্বীকারোক্তি সত্য হিসেবে প্রমাণিত হলে
খ. স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিত হলে
গ. স্বীকারোক্তি বল প্রয়োগ দ্বারা প্রভাবিত হলে
ঘ. অভিযুক্ত কর্তৃক স্বীকারোক্তি প্রদান করা হলে

সঠিক উত্তরঃ গ. স্বীকারোক্তি বল প্রয়োগ দ্বারা প্রভাবিত হলে

৩২. আমলযোগ্য অপরাধের অভিযোগ উত্থাপিত হলে এবং বাংলাদেশের বাসিন্দা নন এরূপ কোন ব্যক্তির বিরুদ্ধে কৃত নাম, ঠিকানা সঠিক পাওয়া গেলে তার মুচলেকার ক্ষেত্রে জামিনদার কে হবেন?
ক. ব্যক্তির সংশ্লিষ্ট দূতাবাস
খ. বিদেশী কোন বাসিন্দা
গ. বাংলাদেশের এক বা একাধিক বাসিন্দা
ঘ. কোনটিই নয়

সঠিক উত্তরঃ গ. বাংলাদেশের এক বা একাধিক বাসিন্দা

৩৩. আলামত সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী প্রাসঙ্গিক?
ক. ধারা ৫
খ. ধারা ২৭
গ. ধারা ১৭
ঘ. ধারা ৭

সঠিক উত্তরঃ ঘ. ধারা ৭

৩৪. পুলিশ আইন, ১৮৬১ অনুসারে গুরুদন্ড কত প্রকার?
ক. ৬ (ছয়) প্রকার
খ. ৪ (চার) প্রকার
গ. ৩ (তিন) প্রকার
ঘ. ৫ (পাঁচ) প্রকার

সঠিক উত্তরঃ ঘ. ৫ (পাঁচ) প্রকার

৩৫. পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী নিম্নোক্ত কোন ক্ষেত্রে অপরাধ বলে বিবেচিত হবে?
ক. অশ্লীল ভিডিও ধারণ করলে
খ. অশ্লীল ভিডিও বিক্রয় করলে
গ. ধারণকৃত অশ্লীল ভিডিও সরবরাহ করলে
ঘ. উল্লিখিত সকল ক্ষেত্রে

সঠিক উত্তরঃ

৩৬. মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ির প্রকৃত মালিকানা প্রতিষ্ঠিত করা না গেলে কত দিনের মধ্যে সরকারের কর্তৃত্বাধীনে ন্যস্ত হবে এবং নিলাম করা যাবে?
ক. ৬ মাস
খ. ১৮ মাস
গ. ১ মাস
ঘ. ১২ মাস

সঠিক উত্তরঃ ঘ. উল্লিখিত সকল ক্ষেত্রে

৩৭. কোন ব্যক্তি যদি মেট্রোরেল ও উহার যাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারী কাজ করে, তবে তার শাস্তি কী হবে?
ক. অনধিক ১০ বছর কারাদন্ড
খ. অনধিক ৭ বছর কারাদন্ড
গ. অনধিক ৫ বছর কারাদন্ড
ঘ. অনধিক ৩ বছর কারাদন্ড

সঠিক উত্তরঃ গ. অনধিক ৫ বছর কারাদন্ড

৩৮. কারাদন্ড ও অর্থদন্ড আরোপ করা হলে এবং অর্থদণ্ড অনাদায়ী থাকলে পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী অতিরিক্ত সর্বোচ্চ কারাদন্ডের কত অংশ যোগ হবে?
ক. তিনভাগের একভাগ
খ. পাঁচভাগের একভাগ
গ. অর্ধেক
ঘ. চারভাগের একভাগ

সঠিক উত্তরঃ ঘ. চারভাগের একভাগ

৩৯. আসামীকে আদালতে হাজির হতে বাধ্য করার পদ্ধতি কোনটি?
ক. সমন জারী করা
খ. গ্রেফতারী পরোয়ানা জারী করা
গ. হুলিয়া জারী করা এবং সম্পত্তি ক্রোক করা
ঘ. উল্লিখিত সবগুলি

সঠিক উত্তরঃ ঘ. উল্লিখিত সবগুলি

৪০. কেস ডায়েরি লিখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. অপমৃত্যু মামলার তদন্ত ২৪ ঘন্টার বেশি সময় লাগলে কোন কেস ডায়েরি লিখা লাগে না
খ. তদন্ত করা হয়েছে এমন সকল মামলার কেস ডায়েরি পেশ করতে হবে
গ. দুই ততোধিক মামলার রিপোর্ট একসাথে লিখাঘ যাবে
ঘ. দুই বা ততোধিক দিনের কেস ডায়েরি একত্রে লিখা যাবে

সঠিক উত্তরঃ খ. তদন্ত করা হয়েছে এমন সকল মামলার কেস ডায়েরি পেশ করতে হবে

৪১. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য থানার অফিসার ইনচার্জ নিম্নোক্ত কার সাহায্য গ্রহণ করতে পারেন?
ক. সামরিক বাহিনীর সদস্য নন এমন পুরুষ ব্যক্তির
খ. সামরিক বাহিনীর সদস্য এমন পুরুষ ব্যক্তির
গ. ক ও খ উভয়ের
ঘ. কোনটিই সঠিক নয়

সঠিক উত্তরঃ ক. সামরিক বাহিনীর সদস্য নন এমন পুরুষ ব্যক্তির

৪২. বাংলাদেশ পুলিশের কোন সংস্থা মানি লন্ডারিং মামলা করতে পারে?
ক. সিআইডি
খ. সিটিটিসি
গ. সকল থানা
ঘ. এসবি

সঠিক উত্তরঃ ক. সিআইডি

৪৩. পুলিশের তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সঠিক নয়?
ক. ঘটনার সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির গ্রহণ করা যাবে
খ. প্রত্যেক সাক্ষীর বক্তব্য পৃথকভাবে লিপিবদ্ধ করতে হবে
গ. অপরাধ সংশ্লিষ্ট প্রত্যেক প্রশ্নের জবাব প্রদান করতে বাধ্য থাকবে না
ঘ. সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করতে হবে

সঠিক উত্তরঃ ক. ঘটনার সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির গ্রহণ করা যাবে

৪৪. দুই বা ততোধিক লোক প্রকাশ্য স্থানে মারামারি করে শান্তিভঙ্গ করলে তারা নিচের কোন দন্ডে দণ্ডিত হবে?
ক. ২ মাস কারাদন্ড
খ. ১০০ টাকা জরিমানা
গ. ১ মাস কারাদন্ড
ঘ. খ ও গ উভয়ই

সঠিক উত্তরঃ ঘ. খ ও গ উভয়ই

৪৫. ‘ক’ এর নিকট বিকাশ একাউন্টে ‘খ’ এর ১০০০ টাকা জমা হয়। ‘খ’ উক্ত টাকা ফেরত দেয়ার জন্য ‘ক’ কে বলে। ‘ক’ তা ফেরত দিতে অসম্মতি জানায়। এক্ষেত্রে ‘ক’ এর অপরাধ নিচের কোনটি হবে?
ক. চুরি
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. প্রতারণা
ঘ. অসাদুভাবে সম্পত্তি আত্মসাৎ

সঠিক উত্তরঃ ঘ. অসাদুভাবে সম্পত্তি আত্মসাৎ

৪৬. একটি বস্তির কুঁড়েঘর হতে মাদকসহ একজন বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করাকালে নিচের কোনটি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে?
ক. বস্তিটি সম্পর্কিত স্থিরচিত্র, ভিডিও বা টেপ রেকর্ড
খ. বস্তিবাসীর মাদক সেবন সংক্রান্ত জীবনযাত্রা ও প্রথা
গ. উক্ত বস্তি হতে পূর্বে মাদক উদ্ধারের ইতিহাস
ঘ. কোনটি নয়

সঠিক উত্তরঃ ঘ. কোনটি নয়

৪৭. কোন ব্যক্তির ক্ষেত্রে সদাচরণের মুচলেকা আদায় করা যায়?
ক. যে ব্যক্তির জীবিকা অর্জনের কোন প্রকাশ্য ব্যবস্থা নাই
খ. যে ব্যক্তি কোন অপরাধ সংঘটন করেছে
গ. ফৌজদারী কার্যবিধি ১০৮ ধারার বিধান লঙ্ঘনকারী
ঘ. ক, খ ও গ-এ উল্লিখিত সকল ক্ষেত্রে

সঠিক উত্তরঃ ঘ. ক, খ ও গ-এ উল্লিখিত সকল ক্ষেত্রে

৪৮. ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী নালিশ বলতে কী বুঝায় ?
ক. আদালতে দাখিলকৃত পুলিশ প্রতিবেদন
খ. পুলিশ ও ম্যাজিস্ট্রেটের নিকট দাখিলকৃত মৌখিক অভিযোগ
গ. ম্যাজিস্ট্রেটের নিকট দাখিলকৃত শুধুমাত্র লিখিত অভিযোগ
ঘ. ম্যাজিস্ট্রেটের নিকট দাখিলকৃত লিখিত মৌখিক অভিযোগ

সঠিক উত্তরঃ ঘ. ম্যাজিস্ট্রেটের নিকট দাখিলকৃত লিখিত মৌখিক অভিযোগ

৪৯. সাক্ষ্য আইন, ১৮৬১ অনুযায়ী নিচের কোনটি সঠিক নয়?
ক. ফৌজদারী মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক হবে
খ. মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে
গ. বোবা সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে
ঘ. স্বীকৃতি বিষয় প্রমাণ করার প্রয়োজন আছে

সঠিক উত্তরঃ ঘ. স্বীকৃতি বিষয় প্রমাণ করার প্রয়োজন আছে

৫০. জনসাধারণের সহিত আচরণ সংক্রান্ত বিষয়াদি পিআরবির কোন প্রবিধানে উল্লেখ রয়েছে?
ক. প্রবিধান-২৮
খ. প্রবিধান-৩৩
গ. প্রবিধান-৩৪
ঘ. প্রবিধান-৩৬

সঠিক উত্তরঃ খ. প্রবিধান-৩৩