এমসিকিউ পরীক্ষা ২০২৪ – এএসআই থেকে এসআই

১. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মহাপরিচালকের অনুমোদন ব্যতীত পুলিশ কমিশনার সর্বোচ্চ কত দিনের জন্য লাইসেন্সপ্রাপ্ত পানশালা বন্ধ করতে পারেন?
ক. ৯০ দিন
খ. ১২০ দিন
গ. ৩০ দিন
ঘ. ১৮০ দিন

সঠিক উত্তরঃ গ. ৩০ দিন

২. SR Case এর পূর্ণরূপ কী?
ক. Supervision Related Case
খ. Stolen Recovered Case
গ. Special Report Case
ঘ. Simultaneous Report Case

সঠিক উত্তরঃ গ. Special Report Case

৩. হুলিয়া জারির ক্ষেত্রে কোনটি সঠিক নহে?
ক. পরোয়ানা জারি পূর্বশর্ত হিসেবে গণ্য হবে
খ. সমন জারি ও তা কার্যকরীকরণের প্রতিবেদন থাকতে হবে
গ. পালিয়ে বেড়ানোর বিষয়টি যথার্থ হতে হবে
ঘ. অনবহিত বা না জেনে অনুপস্থিত থাকা অগ্রহণযোগ্য

সঠিক উত্তরঃ খ. সমন জারি ও তা কার্যকরীকরণের প্রতিবেদন থাকতে হবে

৪. পুলিশ প্রবিধান প্রথম প্রণীত ও প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৩৫ সালে
খ. ১৯৪৩ সালে
গ. ১৯২০ সালে
ঘ. ১৯২৭ সালে

সঠিক উত্তরঃ ঘ. ১৯২৭ সালে

৫. নিচের কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
ক. ছিনতাই এর উদ্যোগ
খ. সাধারণ আঘাতের উদ্দেশ্যে আক্রমণ
গ. অপরাধমূলক অনধিকার প্রবেশ
ঘ. ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ

সঠিক উত্তরঃ ঘ. ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ

একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।

যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।

Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।

৬. পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী কত বৎসরের কম বয়স্ক শিশু কর্তৃক কৃত কোন কিছুই অপরাধ নয়?
ক. ৭ (সাত) বছর
খ. ৮ (আট) বছর
গ. ৯ (নয়) বছর
ঘ. ১৬ (ষোল) বছর

সঠিক উত্তরঃ গ. ৯ (নয়) বছর

৭. বলি কত বৎসর পুরাতন। সাক্ষ্য আইন অনুযায়ী কোন দলিল কত বৎসর পুরাতন হলে তা সঠিক বলে অনুমান করা যায়?
ক. ১৫ বৎসর
খ. ১০ বৎসর
গ. ৩০ বৎসর
ঘ. ২০ বৎসর

সঠিক উত্তরঃ গ. ৩০ বৎসর

৮. পরিদর্শন রেজিস্টার কোন অফিসে রাখা হয়?
ক. সার্কেল অফিস
খ. ফাঁড়ি
গ. থানা
ঘ. উল্লিখিত সকল অফিসে

সঠিক উত্তরঃ ঘ. উল্লিখিত সকল অফিসে

৯. ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ অনুসারে দরখাস্ত অনুযায়ী বা শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে তাদের ব্যয়ভার-
ক. সরকার বহন করবে
খ. বাংলাদেশ পুলিশ বহন করবে
গ. দরখাস্তকারী ও দায়িত্ববান ব্যক্তি বহন করবে
ঘ. কোনটি প্রযোজ্য নয়

সঠিক উত্তরঃ গ. দরখাস্তকারী ও দায়িত্ববান ব্যক্তি বহন করবে

১০. জনসমাবেশ ও শোভাযাত্রায় জন্য লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে-
ক. পুলিশ সুপার
খ. রেঞ্জ ডিআইজি
গ. জেলা ম্যাজিস্ট্রেট
ঘ. উল্লিখিত সকল কর্মকর্তা

সঠিক উত্তরঃ ক. পুলিশ সুপার

১১. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ের বিপক্ষে সংক্ষুদ্ধ পক্ষ কোন আদালতে আপীল করতে পারবেন?
ক. দায়রা জজ আদালত
খ. ট্রাইব্যুনালের উচ্চতর আদালত
গ. হাইকোর্ট বিভাগ
ঘ. উল্লিখিত সবগুলি

সঠিক উত্তরঃ গ. হাইকোর্ট বিভাগ

১২. মহাপুলিশ পরিদর্শক কর্তৃক সরকার অনুমোদন সাপেক্ষে পুলিশ আইনের কোন ধারার ক্ষমতাবলে PBI গঠিত হয়?
ক. ১০ ধারা
খ. ৮ ধারা
গ. ১১ ধারা
ঘ. ১২ ধারা

সঠিক উত্তরঃ ঘ. ১২ ধারা

১৩. চুরি করার সময় নিম্নোক্ত কোন কাজটি করলে উক্ত চুরি দস্যুতা বলে বিবেচিত হবে?
ক. কোন ব্যক্তির মৃত্যু ঘটালে
খ. কোন ব্যক্তিকে অবৈধভাবে আটক করলে
গ. কোন ব্যক্তিকে আঘাত করলে
ঘ. উল্লিখিত সবগুলি

সঠিক উত্তরঃ ঘ. উল্লিখিত সবগুলি

১৪. নরহত্যা কোন ক্ষেত্রে অবৈধ?
ক. গুরুতর আঘাত প্রতিহতকরণে
খ. ধর্ষণের শিকার হওয়া প্রতিহতকরণে
গ. আইনগত অধিকার আদায় করতে বল প্রয়োগ করাকালে
ঘ. মৃত্যু হতে পারে এমন আক্রমণ প্রতিহত করাকালীন

সঠিক উত্তরঃ গ. আইনগত অধিকার আদায় করতে বল প্রয়োগ করাকালে

১৫. অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী জননিরাপত্তার প্রয়োজনে সরকার সর্বোচ্চ কত দিনের জন্য লাইসেন্সধারী যে কোন ব্যক্তির অস্ত্র আটক রাখতে পারে?
ক. ৩ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. যতদিন প্রয়োজন

সঠিক উত্তরঃ ঘ. যতদিন প্রয়োজন

১৬. ফাইনাল রিপোর্ট এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ২ কপি প্রস্তুত করতে হবে ও মাসভিত্তিক নম্বর দিতে
খ. ৩ কপি প্রস্তুত করতে হবে ও মাসভিত্তিক নম্বর দিতে হবে
গ. ২ কপি প্রস্তুত করতে হবে ও বছরভিত্তিক নম্বর দিতে
ঘ. ৩ কপি প্রস্তুত করতে হবে ও বছরভিত্তিক নম্বর দিতে হবে

সঠিক উত্তরঃ ঘ. ৩ কপি প্রস্তুত করতে হবে ও বছরভিত্তিক নম্বর দিতে হবে

১৭. কারাগার হতে আসামীদের সময়মত কোর্টে হাজির করা কার? ও ও কারাগারে ফিরিয়ে নেয়ার সময় পাহারার দায়িত্ব কার?
ক. কারারক্ষীর
খ. থানা পুলিশের
গ. কোর্ট পুলিশের
ঘ. লাইন পুলিশের

সঠিক উত্তরঃ গ. কোর্ট পুলিশের

১৮. সাধারণ নাগরিক-
ক. কাউকে গ্রেফতার করার এখতিয়ার রাখে না
খ. শুধুমাত্র জামিনের অযোগ্য ও আমলযোগ্য অপরাধকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন
গ. তার দৃষ্টির মধ্যে জামিনের অযোগ্য ও আমলযোগ্য অপরাধী অথবা অপরাধী বলে ঘোষিত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন
ঘ. শুধুমাত্র অপরাধী বলে ঘোষিত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন

সঠিক উত্তরঃ গ. তার দৃষ্টির মধ্যে জামিনের অযোগ্য ও আমলযোগ্য অপরাধী অথবা অপরাধী বলে ঘোষিত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন

১৯. আকস্মিক উত্তেজনাবশত কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ার ফলে কারো মৃত্যু হলে পেনাল কোড, ১৮৬০ কোন অপরাধের অন্তর্ভুক্ত হবে?
ক. খুনের উদ্যোগ
খ. অবহেলার ফলে মৃত্যু
গ. শাস্তিযোগ্য নরহত্যার উদ্যোগ
ঘ. কোনটিই নয়

সঠিক উত্তরঃ ঘ. কোনটিই নয়

২০. মহাসড়কে বড় ধরণের দস্যুবৃত্তি হলে সেখানে সর্বনিম্ন কত টাকা চুরি হলে মামলার চার্জশীটের সাথে একটি ম্যাপ বা নকশা পাঠানো বাধ্যতামূলক?
ক. ১০০০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ২০০ টাকা
ঘ. ৫০০ টাকা

সঠিক উত্তরঃ ক. ১০০০ টাকা

২১. পুলিশের তদন্ত ব্যয় খরচের ক্ষেত্রে নিচের কোনটি অপ্রযোজ্য?
ক. সংবাদদাতার ভ্রমণ ব্যয়
খ. তদন্তকারী অফিসারের ভ্রমণ বায়
গ. দূর হতে আগত দফাদার/চৌকিদার তদন্তের স্বার্থে আসলে তার খাবার খরচ
ঘ. অপরাধের ঘটনাস্থলে তদন্তের স্বার্থে কৃত ভ্রমণ ও পরিবহন খরচ

সঠিক উত্তরঃ ক. সংবাদদাতার ভ্রমণ ব্যয়

২২. অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি পেনাল কোড, ১৮৬০ এর কোন ধারায় বিধৃত রয়েছে?
ক. ৪৪৯ ধারা
খ. ৪৪৬ বারা
গ. ৪৪৭ ধারা
ঘ. ৪৫০ ধারা

সঠিক উত্তরঃ গ. ৪৪৭ ধারা

২৩. কোন কোন ক্ষেত্রে বন্দীকে হাতকড়া পড়ানো যাবে না?
ক. গ্রেফতারকৃত সাক্ষী
খ. গ্রেফতারকৃত মহিলা আসামী
গ. জামিনযোগ্য-আমলার শান্ত স্বভাবের বন্দী
ঘ. উল্লিখিত সকল ক্ষেত্রে

সঠিক উত্তরঃ ঘ. উল্লিখিত সকল ক্ষেত্রে

২৪. তথ্য অধিকার আইন, ২০০৯ অনুসারে কোন কর্তৃপক্ষ কোন নাগরিককে কী কী তথ্যসমূহ প্রদান করতে বাধা নয়?
ক. আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য
খ. মুদ্রার বিনিময় ও সুদের হার পরিবর্তনজনিত কোন আগাম তথ্য
গ. পরীক্ষার প্রশ্নপত্র
ঘ. সবগুলি

সঠিক উত্তরঃ ঘ. সবগুলি

২৫. বেআইনী আটক ব্যক্তির দেহ তল্লাশী পরোয়ানা জারী করতে পারেন-
ক. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ. প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট
ঘ. সকলেই

সঠিক উত্তরঃ ঘ. সকলেই

২৬. সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নিম্নোক্ত কোন ক্ষেত্রে পোষাকধারী পুলিশ অফিসার ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার কররে পারে?
ক. নির্ধারিত সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর সম্পন্ন না করলে
খ. ফিটনেস ব্যতীত মোটরযান চালালে
গ. মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যতীত মোটরযান চালালে
ঘ. দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট ব্যতীত যাত্রী পরিবহন করলে

সঠিক উত্তরঃ খ. ফিটনেস ব্যতীত মোটরযান চালালে

২৭. দলিলের জবেদা নকল কাকে বলে?
ক. ভূমি অফিসের কেরানীর স্বাক্ষরিত কাগজকে
খ. নকল দলিলকে
গ. মূল দলিলকে
ঘ. সত্যায়িত নকল দলিলকে

সঠিক উত্তরঃ ঘ. সত্যায়িত নকল দলিলকে

২৮. বিচার শেষে কোর্ট অফিসার মামলার ডকেট কোথায় পাঠাবেন?
ক. এসপি অফিসে
খ. সার্কেল অফিসে
গ. থানায়
ঘ. ম্যাজিস্ট্রেটের নিকট

সঠিক উত্তরঃ গ. থানায়

২৯. ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর কোন ধারা অনুসারে জনসাধারণ ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করতে বাধ্য থাকেন?
ক. ধারা ৪৩
খ. ধারা ৪৪
গ. ধারা ৪২
ঘ. ধারা ৩৯

সঠিক উত্তরঃ গ. ধারা ৪২

৩০. ‘ক’ ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকার করে। কোনটি সঠিক?
ক. খুন করার জন্য খ-কে প্ররোচিত করার অপরাধে ক’ দোষী সাব্যস্ত হবে
খ. ‘ক’ কর্তৃক অধর্তব্য অপরাধ সংঘটিত হয়েছে
গ. খুন করার জন্য খ-কে প্ররোচিত করার অপরাধে ‘ক’ দোষী সাব্যস্ত হবে না
ঘ. ঘ’ পেনাল কোড ৩২৩ ধাবায় অপরাধ করেছে

সঠিক উত্তরঃ ক. খুন করার জন্য খ-কে প্ররোচিত করার অপরাধে ক’ দোষী সাব্যস্ত হবে

৩১. ডিজিটিল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী ডিজিটাল বলতে
ক. যুগ্ম-সংখ্যা ভিত্তিক কার্যপদ্ধতি
খ. ডিজিটাল ভিত্তিক কার্যপদ্ধতি
গ. ০ ও ১/বাইনারী ভিত্তিক কার্যপদ্ধতি
ঘ. উল্লিখিত সবগুলি

সঠিক উত্তরঃ গ. ০ ও ১/বাইনারী ভিত্তিক কার্যপদ্ধতি

৩২. ‘ক’, ‘চ’ এর পকেটে হাত ঢুকিয়ে পকেট মারার উদ্যোগ নেয়। পকেটে কিছু না থাকায় তা ব্যর্থ হয়। ‘ক’ কোন ধারায় অপরাধী?
ক. পেনাল কোড ৪১১
খ. পেনাল কোড ৩৮০
গ. পেনাল কোড ৩৭৯
ঘ. পেনাল কোড ৫১১

সঠিক উত্তরঃ ঘ. পেনাল কোড ৫১১

৩৩. চাকরী হতে বরখাস্ত বা অপসারণযোগ্য অভিযোগ তদন্তাধীন রয়েছে এমন অফিসারের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ক. সাময়িক বরখাস্ত করা যাবে।
খ. ছুটি মঞ্জুর করা যাবে
গ. চিকিৎসা প্রত্যায়ন ব্যতীত মঞ্জুরকৃত ছুটি বাতিল যাবে
ঘ. ছুটি মঞ্জুর করা যাবে না

সঠিক উত্তরঃ খ. ছুটি মঞ্জুর করা যাবে

৩৪. মানব পাচার প্রতিরোধ ও ও দমন আইন, ২০০২ অনুযারী ভিকটিম কে?
ক. মানব পাচার অপরাধের শিকার ব্যক্তি
খ. মানব পাচার অপরাধের শিকার ব্যক্তির বৈধ উত্তরাধিকারী
গ. মানব পাচার অপরাধের শিকার ব্যক্তির আইনগত অভিভাবক
ঘ. খ ও গ সকলেই

সঠিক উত্তরঃ ঘ. খ ও গ সকলেই

৩৫. শিশু আইন, ২০১৩ অনুযায়ী একজন শিশুর বয়স নির্ধারণে জন্য জন্ম তারিখ হতে কোন তারিখ পর্যন্ত সময়কাল বিবেচনা করা হয়?
ক. অপরাধ সংগঠনের তারিখ
খ. এফআইআর এর তারিখ
গ. গ্রেফতারের তারিখ
ঘ. চার্জশিট প্রদানের তারিখ

সঠিক উত্তরঃ ক. অপরাধ সংগঠনের তারিখ

৩৬. দলিলের বিষয়বস্তু যে সকল সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় তা হলো-
ক. প্রাথমিক সাক্ষ্য
খ. মাধ্যমিক সাক্ষ্য
গ. ক ও খ উভয়
ঘ. ক ও খ কোনটি নয়

সঠিক উত্তরঃ গ. ক ও খ উভয়

৩৭. সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী ফিটনেস সনদ বাতিল এবং মুলতবি করার ক্ষমতাপ্রাপ্ত অফিসার হলেন-
ক. ম্যাজিস্ট্রেট
খ. সহকারী পরিচালক
গ. মোটরযান পরিদর্শক
ঘ. সবগুলি

সঠিক উত্তরঃ গ. মোটরযান পরিদর্শক

৩৮. বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বাল্যবিবাহ বন্ধে কে কে সাধারণ ক্ষমতাপ্রাপ্ত?
ক. ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
খ. থানার অফিসার-ইনচার্জ বা স্থানীয় সরকারের প্রতিনিধি
গ. উপমেলা সমাজসেবা ও প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
ঘ. সকলেই

সঠিক উত্তরঃ ঘ. সকলেই

৩৯. কোন তদন্তের সময় অথবা পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বা বিচার শুরু হবার পূর্বে যে কোন সময় বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন
ক. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
খ. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ. পুলিশ

সঠিক উত্তরঃ খ. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট

৪০. মানি লন্ডারিং প্রতিরোধমূলক সম্পৃক্ত অপরাধ বা Predicate Offence নয় কোনটি?
ক. মেধাস্বত্ব লঙ্ঘন
খ. চোরাকারবার
গ. যৌতুক
ঘ. দাঙ্গা

সঠিক উত্তরঃ ঘ. দাঙ্গা

৪১. ‘হেবিয়াস কর্পাস’ কী?
ক. অধস্থন আদালত কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট আইনের ব্যাখ্যা
খ. হাইকোর্ট বিভাগের একটি আদেশ
গ. হাইকোর্ট কর্তৃক নিরপেক্ষ আইনজীবী নিয়োগ
ঘ. নিম্ন আদালতের নিকট ব্যক্তির আবেদন

সঠিক উত্তরঃ খ. হাইকোর্ট বিভাগের একটি আদেশ

৪২. এজাহার কখন স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গণ্য হয়?
ক. এজাহারদাতা যদি পুলিশ অফিসার হোন
খ. এজাহারকারী যদি মারা যায়
গ. যে ক্ষেত্রে সাক্ষ্য আইনের ৩০ ধারার প্রয়োগ নেই
ঘ. সংবাদদাতা যনি বিচারগুলীন সাক্ষ্য প্রদান করেন

সঠিক উত্তরঃ খ. এজাহারকারী যদি মারা যায়

৪৩. রাজসাক্ষীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. শুধুমাত্র তদন্তের পর্যায়ে রাজসাক্ষীর প্রস্তাব দেয়া যায়
খ. সরকারি কৌঁসুলির প্রত্যায়ন ব্যতীত রাজসাক্ষীর বিচার করা যায় না
গ. বিচারিক ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর যে কোন মাজিট্রেট রাজসাক্ষী হবার প্রস্তাব দিতে পারেন
ঘ. ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িত ব্যক্তিকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেয়া যাবে না।

সঠিক উত্তরঃ খ. সরকারি কৌঁসুলির প্রত্যায়ন ব্যতীত রাজসাক্ষীর বিচার করা যায় না

৪৪. কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়?
ক. কমপক্ষে ২ জন
খ. সর্বোচ্চ ৪ জন
গ. কমপক্ষে ৩ জন
ঘ. কোনো নির্দিষ্ট সংখ্যা নেই

সঠিক উত্তরঃ ঘ. কোনো নির্দিষ্ট সংখ্যা নেই

৪৫. কে সরকারী কর্মকর্তা নন?
ক. সচিব
খ. মোতাওয়ালী
গ. জুরী
ঘ. জজ

সঠিক উত্তরঃ খ. মোতাওয়ালী

৪৬. নিচের কোন দন্ডের ক্ষেত্রে সাজার সাথে সশ্রম কারাদন্ড প্রদান আবশ্যক?
ক. ডাকাতির ঘটনায় ৭ বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে
খ. অপহরণের ঘটনায় ৫ বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে
গ. যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হলে
ঘ. সবক্ষেত্রে

সঠিক উত্তরঃ গ. যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হলে

৪৭. নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী হেফাজতে মৃত্যু বলতে বুঝায়-
ক. সরকারী কোন কর্মকর্তার হেফাজতে কোন ব্যক্তির মৃত্যু
খ. গলায় ফাঁস দিয়ে অপমৃত্যু
গ. কোন মামলার কোন সাক্ষীকে জিজ্ঞাসাবাদকালে মৃত্যু
ঘ. ক ও গ উভয়ই

সঠিক উত্তরঃ ঘ. ক ও গ উভয়ই

৪৮. আলামত সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী প্রাসঙ্গিক?
ক. ধারা ১৭
খ. ধারা ৫
গ. ধারা ৭
ঘ. ধারা ২৭

সঠিক উত্তরঃ গ. ধারা ৭

৪৯. ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুসারে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার নিমিত্ত সামরিক বাহিনীর সহায়তা মেট্রোপলিটন এলাকায় কে গ্রহণ করতে পারেন?
ক. সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ
খ. সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার
গ. সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কমিশনার
ঘ. ক, খ ও গ সকলেই

সঠিক উত্তরঃ গ. সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কমিশনার

৫০. ‘ক’ জনৈক বাহক। ‘চ’ তাকে তার সম্পত্তি ট্রাকে বহন করে নেখার জন্য দেয়। কিন্তু ‘ক’ উক্ত সম্পত্তি নিজে আত্মসাৎ করে। এক্ষেত্রে পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী ‘ক’ এর অপরাধ কী?
ক. অসাধুভাবে সম্পতি আত্মসাৎ
খ. প্রতারণা
গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ঘ. কোনটিই নয়

সঠিক উত্তরঃ গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ