১.মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক প্রশিক্ষন মেয়াদ কত?
ক. ১৫ দিন
খ. ২৮ দিন
গ. ২১ দিন
ঘ. ৭ দিন
সঠিক উত্তরঃ ক. ১৫ দিন
২. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০ ) মোতাবেক সাক্ষীর সমন কোথায় প্রেরণ করতে হয়?
ক. সাক্ষীর অফিসের ঠিকানা
খ. সাক্ষীর স্থায়ী ঠিকানা
গ. তদন্তকারী কর্মকর্তার নিকট
ঘ. সাক্ষীর সর্বশেষ বসবাসের
সঠিক উত্তরঃ ঘ. সাক্ষীর সর্বশেষ বসবাসের
৩. পুলিশ রেগুলেশন মোতাবেক তদন্ত স্লিপ কেন জারি করা হয়?
ক. পলাতক ব্যক্তির তথ্য জানার জন্য
খ. বেওয়ারিশ সম্পত্তির দাবীদার খোঁজার জন্য
গ. অসৎ চরিত্রের লোকের গতিবিধি জানার জন্য
ঘ. অপহৃত মালামাল উদ্ধারের জন্য
সঠিক উত্তরঃ ক. পলাতক ব্যক্তির তথ্য জানার জন্য
৪. কোন উপাত্ত হতে প্রস্তুতকৃত ছবি বা শব্দ কোনো ইলেকট্রনিক বিন্যাস হতে প্রস্তুতকৃত মাইক্রোফিসে সংরক্ষিত রাখা কে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশোধনী আইন ২০১৩ এর পরিভাষায় কি বলা হয়?
ক. ইলেকট্রনিক মেইল
খ. ইলেকট্রনিক গেজেট
গ. ইলেকট্রনিক রেকর্ড
ঘ. ইলেকট্রনিক স্বাক্ষর
সঠিক উত্তরঃ গ. ইলেকট্রনিক রেকর্ড
৫. নিচের কোন কার্যক্রমটি প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ অনুসারে অপরাধ হিসেবে বিবেচিত হবে না?
ক. প্রকাশ্য স্থানে পশু-পক্ষীর লড়াই প্রদর্শন করলে
খ. দৈহিক কসরতের জন্য খেলা প্রদর্শন করা
গ. জুয়া খেলায় অংশগ্রহণ না করে শুধুমাত্র উপস্থিত থাকলে
ঘ. ক ও খ উভয় কার্যক্রম
সঠিক উত্তরঃ খ. দৈহিক কসরতের জন্য খেলা প্রদর্শন করা
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।
যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৬. এএসআই (নিরস্ত্র) দের কত বছরের অন্তত একবার বার্ষিক মাসকেন্ট্রি কোর্সে অংশ গ্রহন করতে হবে?
ক. প্রত্যেক ২ বছরে একবার
খ. প্রত্যেক ৩ বছরে একবার
গ. কোনটিই সঠিক নয়
ঘ. প্রত্যেক ৪ বছরে একবার
সঠিক উত্তরঃ ক. প্রত্যেক ২ বছরে একবার
৭. ‘ক’ জনৈক ব্যাংকেরর প্রতিপক্ষে ‘খ’ কর্তৃক স্বাক্ষরিত একটি বাহকের দেয় চেক পায়। চেকটিতে কোনো পরিমান উল্লেখ নেই। প্রবঞ্চনামূলক চেকটিতে দশ হাজার টাকা লিখে পুরন করে নেয়। এ ক্ষেত্রে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ‘ক’ এর অপরাধকে নিচের কোনটি সংজ্ঞায়িত করা যাবে?
ক. অসাধুভাবে আত্নসাৎকরণ
খ. জালিয়াতি
গ. প্রতারণা
ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
সঠিক উত্তরঃ খ. জালিয়াতি
৮. একজন আসামীর দোষ স্বীকারোক্তি কোন অবস্থায় অন্য আসামীর বিরুদ্ধে প্রমান করা যাবে?
ক. উভয়ের বিচার একই অপরাধে হলে
খ. উভয়ের বিচার একত্রে হলে
গ. উভয়েই একই সাথে পুলিশ হেফাজতে থাকলে
ঘ. ক ও খ-এ বর্ণিত অবস্থায়
সঠিক উত্তরঃ ঘ. ক ও খ-এ বর্ণিত অবস্থায়
৯. দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে কোন ব্যক্তির কায অপরাধ বলে গন্য হবে?
ক. সদবিশ্বাসে কৃত যোগাযোগ
খ. সামান্য ক্ষতিকারক কার্য
গ. লাভবান হওয়ার অভিপ্রায়ে কৃত কাৰ্য
ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে
সঠিক উত্তরঃ ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে
১০. নিচের কোনটি দন্ড বিধি ১৮৬০ অনুযায়ী মারামারি অনুষঙ্গ নয়?
ক. গণশান্তি ভঙ্গ
খ. দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়া
গ. পাঁচ বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়া
ঘ. প্রকাশ্য স্থানে ঝগড়া
সঠিক উত্তরঃ গ. পাঁচ বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়া
১১. গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যান ব্যতীত উভয়পক্ষ হতে মোট কত জন সদস্য নিবে?
ক. ৫ জন
খ. ৬ জন
গ. ৪ জন
ঘ. ৩ জন
সঠিক উত্তরঃ গ. ৪ জন
১২. ফৌযদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৬৪ ধারার মতে লিপিবদ্ধকৃত এজাহার নিম্নের কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক?
ক. সাক্ষ্য আইনের ৩৬ ধারা
খ. সাক্ষ্য আইনের ৪৫ ধারা
গ. সাক্ষ্য আইনের ৩৫ ধারা
ঘ. সাক্ষ্য আইনের ৩৪ ধারা
সঠিক উত্তরঃ গ. সাক্ষ্য আইনের ৩৫ ধারা
১৩. সরকারি কাজে নিয়োজিত কর্মচারীকে ক্ষতিসাধেনের হুমকি প্রদান করিলে দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে?
ক. ১৮৮ ধারা
খ. ১৮৬ ধারা
গ. ১৮৯ ধারা
ঘ. ১৮৭ ধারা
সঠিক উত্তরঃ গ. ১৮৯ ধারা
১৪. জেলার পুলিশ সুপার তার অধিক্ষেত্রের সকল থানায় অফিসার ইনচার্জের ক্ষমতা ভোগ করেন বিধানটি ফৌজদারী কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক. ৫৫০ ধারা
খ. ৫৫১ ধারা
গ. ৫৫৩ ধারা
ঘ. ৫৫৫ ধারা
সঠিক উত্তরঃ খ. ৫৫১ ধারা
১৫. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
ক. ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতাকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করতে হবে
খ. অফিসার ইনচার্জ গ্রেফতারকৃত ব্যক্তির মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন
গ. গ্রেফতারকৃত ব্যক্তি পলায়ন করলে অন্য থানা এলাকা হতে পুনরায় গ্রেফতার করা যাবে না
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ গ. গ্রেফতারকৃত ব্যক্তি পলায়ন করলে অন্য থানা এলাকা হতে পুনরায় গ্রেফতার করা যাবে না
১৬. জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী নিচের কোন বৈশিষ্ট্যটি বায়োমেট্রিকস ফিচারের অন্তভুক্ত নয়?
ক. চক্ষুর কর্ণিয়া
খ. আঙ্গুলের ছাপ
গ. পায়ের ছাপ
ঘ. কন্ঠস্বর
সঠিক উত্তরঃ পায়ের ছাপ
১৭. শিশু আইন ২০১৩ অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত জেলা বা উপজেলার প্রবেশন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবে?
ক. সমাজসেবা কর্মকর্তা
খ. জেলা ম্যাজিষ্ট্রেট
গ. উপজেলা নির্বাহী কর্মকর্তা
ঘ. পুলিশ সুপার
সঠিক উত্তরঃ ক. সমাজসেবা কর্মকর্তা
১৮. দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিম্নোক্ত কোন ক্ষেত্রটি সুনাম নষ্ট করলেও মান হানি অপরাধ সংঘটনের ব্যতিক্রম বলে বিবেচিত হবে?
ক. দৃশ্যমান কঙ্কমূর্তির সাহায্যে নিন্দা প্রকাশ করা
খ. কথিত শব্দাবলীর সাহায্যে নিন্দা করা
গ. প্রকাশিত পুস্তকে নিন্দা করা
ঘ. গন-শুনানী অনুষ্ঠানে অভিযোগ উপস্থাপন করা
সঠিক উত্তরঃ গ. প্রকাশিত পুস্তকে নিন্দা করা
১৯. নিচের কোনটি পাবলিক ডুকুমেন্ট?
ক. আদমশুমারী নিবন্ধন
খ. বানিজ্য বোড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট
গ. পৌরসভার জন্ম মৃত্যু রেজিষ্টার
ঘ. ক, খ ও গ সবগুলো
সঠিক উত্তরঃ ঘ. ক, খ ও গ সবগুলো
২০.তদন্তের যে কোন তল্লাশী কাযক্রমে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে হবে?
ক. ৩ জন
খ. ২ জন
গ. ৫ জন
ঘ. ১ জন
সঠিক উত্তরঃ খ. ২ জন
২১. নিচের কোনটি সঠিক?
ক. এজাহার স্বতন্ত্র সাক্ষ্য
খ. এজাহারকারী এজাহারে সাক্ষ্য প্রদানে বাধ্য নন
গ. একাধিক এজাহার গ্রহণযোগ্য
ঘ. এজাহার দায়ের এর পর সংবাদদাতা মারা গেলে তা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গন্য করা যাবে না
সঠিক উত্তরঃ ঘ. এজাহার দায়ের এর পর সংবাদদাতা মারা গেলে তা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গন্য করা যাবে না
২২. দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী বেআইনি সমাবেশ লোক ভাড়া করার কাজে সম্মতি প্রদানকারীর অপরাধ কীরুপ হবে?
ক. বেআইনী সমাবেশের সদস্যের ন্যায়
খ. যে কোন অপরাধের সাহায্যকারীর ন্যায়
গ. বেআইনী সমাবেশের প্ররোচনাকারীর ন্যায়
ঘ. দাঙ্গা অনুষ্ঠানের অভিপ্রায়ে উত্তেজনা দানকারীর ন্যায়
সঠিক উত্তরঃ ক. বেআইনী সমাবেশের সদস্যের ন্যায়
২৩. CR Case এর পূর্নরুপ কি?
ক. Complaint Registrar Case
খ. Criminal Registrar Case
গ. Continuous Registrar Case
ঘ. Committal Registrar Case
সঠিক উত্তরঃ ক. Complaint Registrar Case
২৪. সাক্ষ্য (সংশোধনী) আইন ২০২২ এ মূল আইনের ৪৫ ধারায় নিম্ন বর্ণিত কোন বিষয়টি প্রতিস্থাপিত করা হয়েছে?
ক. কোনটিই নয়
খ. বিশেষজ্ঞের মতামত
গ. বিশেষজ্ঞের মতামত কোর্ট কর্তৃক অনুমিত হতে পারে
ঘ. বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য প্রমানের উপর বিশেষজ্ঞের মতামত
সঠিক উত্তরঃ ঘ. বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য প্রমানের উপর বিশেষজ্ঞের মতামত
২৫. দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২ মূলে কোন কোন অপরাধের বিচার দ্রুত বিচার ট্রাইবুনাল স্থানান্তর করা যাবে?
ক. ডাকাতি
খ. চুরি
গ. কোনটিই নয়
ঘ. ধর্ষণ
সঠিক উত্তরঃ ঘ. ধর্ষণ
২৬. পুলিশ রেগুলেশন অনুযায়ী প্রত্নতাত্বিক বিষয়ে কোন উদঘাটন সম্পর্কে তথ্য জ্ঞাপন সংক্রান্ত কোন ধারা ক্রমটি সঠিক?
ক. এসআই-ওসি-এসপি
খ. ওসি-এসপি-ডিআইজি
গ. ওসি-এসপি-জেলা-ম্যাজিস্ট্রেট
ঘ. এসআই-ওসি-এএসপি
সঠিক উত্তরঃ গ. ওসি-এসপি-জেলা-ম্যাজিস্ট্রেট
২৭. কোন স্থানে অবৈধ এসিড সংরক্ষন করা আছে এমন সংবাদ প্রাপ্ত হলে পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তার উক্ত স্থানে বিনা পরোয়ানায় তল্লাশী অভিযান পরিচালনা করতে পারে?
ক. এসআই বা তদূর্ধ্ব
খ. পুলিশের যে কোন পর্যায়ের কর্মকর্তা
গ. এএসআই বা তদূর্ধ্ব
ঘ. পুলিশ পরিদর্শক বা তদূর্ধ্ব
সঠিক উত্তরঃ ঘ. পুলিশ পরিদর্শক বা তদূর্ধ্ব
২৮. জেল প্যারেডে পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তা অংশ গ্রহন করতে হবে?
ক. অফিসার ইন-চার্জ, সার্কেল অফিসার এবং পুলিশ সুপার
খ. শুধুমাত্র পুলিশ সুপার
গ. যে কোন পদ মর্যাদার পুলিশ সদস্য
ঘ. পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র অতিরিক্ত পুলিশ সুপার
সঠিক উত্তরঃ ঘ. যে কোন পদ মর্যাদার পুলিশ সদস্য
২৯. মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর অধীনে অপরাধের বিচার কোন বিচারক কর্তৃক সম্পাদিত হবে?
ক. সবগুলোই
খ. স্পেশাল জজ
গ. অ্যাডিশনাল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
ঘ. চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
সঠিক উত্তরঃ খ. স্পেশাল জজ
৩০. গ্রেফতারী পরোয়ানার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
ক. পরোয়ানা তামিলের দায়িত্ব একাধিক অফিসারের উপর নির্দেশিত হতে পারে
খ. পরোয়ানা লিখিত হতে হবে
গ. পরোয়ানা জারীর সময় নির্ধারণ করা থাকে
ঘ. ক ও খ উভয়
সঠিক উত্তরঃ গ. পরোয়ানা জারীর সময় নির্ধারণ করা থাকে
৩১. আদালত অবমাননা আইন ২০১৩ আনুমানীক নিচের কোন কার্যক্রম আদালত অবমাননা হিসেবে গণ্য হবে না?
ক. অশ্লীল শব্দ প্রয়োগ করে বিচার কার্যক্রমে বাঁধা দেয়া
খ. নিম্ন আদালতের বিচারক সম্পর্কে সরল বিশ্বাসে উচ্চ আদালতে সমালোচনা করা
গ. পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদি প্রকাশ করা
ঘ. খ ও গ উভয়
সঠিক উত্তরঃ ঘ. খ ও গ উভয়
৩২. বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় নিচের কোন শ্রেনীর কর্মকর্তা বাল্য বিবাহ বন্ধ করতে পারেন?
ক. প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
ঘ. ক, খ ও গ সকলেই
সঠিক উত্তরঃ ঘ. ক, খ ও গ সকলেই
৩৩. সরকারী চাকরী আইন ২০১৮ এর অধীন প্রদত্ত কোন গুরুদন্ডের আদেশ প্রদানের কত দিনের মধ্যে রাষ্ট্রপতি রিভিশন করতে পারেন?
ক. কোনটিই নয়
খ. ৩ মাসের মধ্যে
গ. ১ বছরের মধ্যে
ঘ. ৬ মাসের মধ্যে
সঠিক উত্তরঃ গ. ১ বছরের মধ্যে
৩৪. Distress Warrant কী ধরণের পরোয়ানা?
ক. অসুস্থ হাজতীকে হাসপাতালে প্রেরণের পরোয়ানা
খ. পুলিশ সদস্যকে কোয়ার্টার গার্ডে রাখার আদেশ
গ. ক্রোকী পরোয়ানা
ঘ. এক প্রকার সমন
সঠিক উত্তরঃ ক. অসুস্থ হাজতীকে হাসপাতালে প্রেরণের পরোয়ানা
৩৫. সম্পত্তি মালিককে ক্রোকি সম্পত্তি ফিরে পাবার ক্ষেত্রে কত দিনের মধ্যে আদালতে হাজির হতে হয়?
ক. ৩ বছর
খ. ৫ বছর
গ. ২ বছর
ঘ. ৪ বছর
সঠিক উত্তরঃ গ. ২ বছর
৩৬. একজন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে ফৌযদারী কার্যবিধি ১৮৯৮ অনুসারে কার নিকট হাজির করবেন?
ক. থানার অফিসার ইন-চার্জের নিকট
খ. এখতিয়ার সম্পন্ন ম্যাজিসেস্ট্রের নিকট
গ. আইন ও সালিশ কেন্দ্রে
ঘ. ক ও খ যে কোন একটি
সঠিক উত্তরঃ ঘ. ক ও খ যে কোন একটি
৩৭. জনৈক ক তার বিক্রয়কৃত জমি পুনারায় খ এর নিকট বিক্রি করল। দন্ড বিধি ১৮৬০ অনুযায়ী ‘ক’ কী ধরনের অপরাধ করল?
ক. অসাধুভাবে আত্নসাৎকরণ
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. প্রতারণামূলক অপরাধ
ঘ. বলপূর্বক গ্রহণ
সঠিক উত্তরঃ গ. প্রতারণামূলক অপরাধ
৩৮. গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার অধিক আটক রাখা যাবে না- এ রক্ষাকবচ বাংলাদেশে প্রচলিত আইনে কোথায় রক্ষিত আছে?
ক. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৪ অনুচ্ছেদ এবং সিআরপিসির ৬১ ধারা
খ. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং সিআরপিসির ৬১ ধারা
গ. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ এবং সিআরপিসির ৬১ ধারা
ঘ. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৩ অনুচ্ছেদ এবং সিআরপিসির ৬১ ধারা
সঠিক উত্তরঃ ঘ. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৩ অনুচ্ছেদ এবং সিআরপিসির ৬১ ধারা
৩৯. বিপি ফরম ৮৯ অনুযায়ী কোর্টের কোন বিষয় লিপিবদ্ধ করা হয়ে থাকে?
ক. রিমান্ডের আবেদন
খ. বেইল বন্ড
গ. টিআই প্যারেডের পরিসংখ্যান
ঘ. বিচারধীন কয়দিনের তদন্ত তালিকা
সঠিক উত্তরঃ ঘ. বিচারধীন কয়দিনের তদন্ত তালিকা
৪০. সাময়িক কোন বরখাস্তকালীন কোন পুলিশ সদস্যর ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক?
ক. রিট্রিট হতে রিভেলী পর্যন্ত পুলিশ লাইন্সে থাকবে
খ. নিজ গৃহে অবস্থান করতে হবে
গ. পুলিশ লাইন্সে প্রবেশ করতে পারবে না
ঘ. শুধুমাত্র রোলকলে উপস্থিত থাকতে হবে
সঠিক উত্তরঃ ক. রিট্রিট হতে রিভেলী পর্যন্ত পুলিশ লাইন্সে থাকবে
৪১. ময়না তদন্তের জন্য প্রেরীত মৃত দেহের সাথে কি কি প্রেরন করা হয়?
ক. শুধুমাত্র সুরতাহাল রিপোর্ট
খ. শুধু মাত্র ২ কপি চালান
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ গ. ক ও খ উভয়ই
৪২. পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী বিশেষজ্ঞ মতামত কে দিতে পারেন?
ক. লাইসেন্স প্রাপ্ত বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ
খ. সরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ
গ. শুধুমাত্র সিআইডি
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ ঘ. ক ও খ উভয়ই
৪৩. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী অপরাধের সহায়তায় শাস্তি কী?
ক. কোন দন্ডই নির্ধারিত নাই
খ. মূল অপরাধীর সমান দন্ড
গ. মূল অপরাধীর দ্বিগুন দন্ড
ঘ. মূল অপরাধীর অর্ধেক দন্ড
সঠিক উত্তরঃ খ. মূল অপরাধীর সমান দন্ড
৪৪. ক্রাইম ইনডেক্স বা অপরাধ সূচি কোথায় সংরক্ষন করা হয়?
ক. থানা
খ. পুলিশ অফিস
গ. সার্কেল অফিস
ঘ. ক ও গ উভয়ই
সঠিক উত্তরঃ ঘ. ক ও গ উভয়ই
৪৫. যেক্ষেত্রে অপরাধ কারদন্ড ও তৎসহ অর্থদন্ডে দন্ডনীয়, সেক্ষেত্রে অর্থদন্ড অনাদায়ের কারণে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী আদালত নির্ধারিত কারাদন্ড সর্বোচ্চ কত দিনের কারাদন্ডের আদেশ প্রদান করতে পারে?
ক. অর্ধেক
খ. এক-চতুর্থাংশের অধিক নয়
গ. এক-তৃতীয়াংশের অধিক নয়
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ খ. এক-চতুর্থাংশের অধিক নয়
৪৬. Cross Examination এর সময় নিচের কোন প্রশ্ন করা যাবে না?
ক. সাক্ষীর পরিচয় ও বংশ মর্যাদা জানা
খ. সাক্ষীর সততা পরীক্ষা করা
গ. সবগুলোই
ঘ. কোর্টের অনুমতি ব্যতিরেকে ধর্ষণ মামলার ভিকটিমকে পূর্ববর্তী চরিত্রের প্রতি আঘাত করে কোন প্রশ্ন করা
সঠিক উত্তরঃ ঘ. কোর্টের অনুমতি ব্যতিরেকে ধর্ষণ মামলার ভিকটিমকে পূর্ববর্তী চরিত্রের প্রতি আঘাত করে কোন প্রশ্ন করা
৪৭. দন্ডবিধি আইনে ২০১ ধারার অধীনে অপরাধ প্রমানের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোনটি প্রমান করা আবশ্যক?
ক. আসামী সাক্ষ্য অদৃশ্য করেছে
খ. আসামী প্রকৃত অপরাধীকে শাস্তি হতে রক্ষার জন্য অপরাধ করেছে
গ. আসামী মিথ্যা বলে জেনে কোনো ঘোষনাকে সত্য বলে ব্যবহার করেছে
ঘ. ক, খ ও গ সবগুলো
সঠিক উত্তরঃ খ. আসামী প্রকৃত অপরাধীকে শাস্তি হতে রক্ষার জন্য অপরাধ করেছে
৪৮. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৬৪ ধারার আলোকে ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকার রেকর্ড ক্ষেত্রে অভিযুক্তকে গভীরভাবে চিন্তা করার জন্য সময় প্রদত্ত করতে হবে?
ক. অন্ততঃ ২ ঘন্টা
খ. আদালতে হাজির করার পর কোনো সময় প্রদান করা হয় না
গ. সর্বোচ্চ ৩ ঘন্টা
ঘ. অন্তত: ৩ ঘন্টা
সঠিক উত্তরঃ ঘ. অন্তত: ৩ ঘন্টা
৪৯. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মহাসড়কের ঢাল হতে উত্তর পার্শ্বে কত দূরত্বের মধ্যে কোন স্থাপনা নির্মান করা যাবে না?
ক. ১০ ফুট
খ. ১০ মিটার
গ. ২০ ফুট
ঘ. ২০ মিটার
সঠিক উত্তরঃ খ. ১০ মিটার
৫০. পুলিশ সুপারের অনুমোদন সাপেক্ষে অপরাধী রেজিস্টার হতে কাদের নাম বাদ দেয়া যাবে?
ক. যাদের বয়স ৬০ বছর এবং যারা গত ১০ বছর কোন অপরাধ করে নাই
খ. যাদের বয়স ৫০ বছর এবং যারা গত ১০ বছর কোন অপরাধ করে নাই
গ. যাদের বয়স ৫০ বছর এবং যারা গত ১৫ বছর কোন অপরাধ করে নাই
ঘ. যাদের বয়স ৬০ বছর এবং যারা গত ৫ বছর কোন অপরাধ করে নাই
সঠিক উত্তরঃ ক. যাদের বয়স ৬০ বছর এবং যারা গত ১০ বছর কোন অপরাধ করে নাই