১. বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাবান একজন পুলিশ অফিসার গ্রেফতারের উদ্দেশ্যে কতদূর পর্যন্ত অপরাধীকে অনুসরণ করতে পারে?
ক. বাংলাদেশের যেকোন স্থানে
খ. শুধুমাত্র কর্মরত জেলা এলাকার সীমানা পর্যন্ত
গ. শুধুমাত্র কর্মরত থানা এলাকার সীমানা পর্যন্ত
ঘ. কর্মরত সার্কেল এলাকার সীমানা পর্যন্ত
সঠিক উত্তরঃ ক. বাংলাদেশের যেকোন স্থানে
২. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ অনুসারে জনসাধারণ কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে বাধ্য?
ক. অভিযুক্ত ব্যক্তির পলায়ন রোধে
খ. সরকারী সম্পত্তির ক্ষতি রোধে
গ. শান্তি ভঙ্গের আশঙ্কা প্রতিরোধে
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ ঘ. সবগুলো
৩. ‘ক’ নামক আটককৃত এক ব্যক্তি পুলিশ হেফাজত হতে হাতকড়াসহ পালিয়ে গেল। এক্ষত্রে ‘ক’ দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
ক. ২২২ ধারা
খ. ২২৪ ধারা
গ. ২২১ ধারা
ঘ. ২২৩ ধারা
সঠিক উত্তরঃ খ. ২২৪ ধারা
৪. ক নামক ৩০ বছর বয়সী এক ব্যক্তি খ কে হত্যার জন্য ৭ বছর বয়সী শিশু গ কে প্ররোচিত করে। ফলে গ, খ কে হত্যা করে। এই ঘটনায় দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী নিচের কোন তথ্যটি সঠিক হিসাবে বিবেচিত হবে?
ক. অপরাধে সহযোগিতার জন্য দণ্ডিত হবে
খ. ক এর কোনো অপরাধ হবে না
গ. ক ও খ উভয়ই সমানভাবে অপরাধী হবে
ঘ. গ দন্ডবিধি আইনের ৩০২ ধারায় দণ্ডিত হবে
সঠিক উত্তরঃ ক. অপরাধে সহযোগিতার জন্য দণ্ডিত হবে
৫. দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী কখন চুরিকে দস্যুতা বলে বিবেচনা করা হয়?
ক. অনধিক ৫ জন সদস্য একসাথে চুরি করলে
খ. চুরির সময় প্রকৃত মালিককে আঘাত করলে
গ. চুরির সময় গুরুত্বর আঘাত করতে সক্ষম অস্ত্র বহন করলে
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ খ. চুরির সময় প্রকৃত মালিককে আঘাত করলে
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।
যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৬. ক ও খ এরর মধ্যে চুক্তি হলো এবং চুক্তি একই ভাষায় ভিন্ন ভিন্ন দুটি দলিলে লিখিত হলো। এ ক্ষেত্রে নিচের কোনটি সত্য হবে ?
ক. প্রত্যেক দলিলটি চুক্তি দলিলের মাধ্যমিক সাক্ষ্য
খ. খ এর দলিল প্রথমিক সাক্ষ্য এবং ক এর দলিল মাধ্যমিক সাক্ষা
গ. প্রত্যেক দলিলখানি চুক্তি দলিলের প্রাথমিক সাক্ষ্য
ঘ. ক এর দলিল প্রাথমিক সাক্ষ্য এবং খ এর দলিল মাধ্যমিক সাক্ষ্য
সঠিক উত্তরঃ গ. প্রত্যেক দলিলখানি চুক্তি দলিলের প্রাথমিক সাক্ষ্য
৭. খ আসবাবপত্র এবং অর্থের দখলদার থাকা অবস্থায় মারা যায়। তার কর্মচারী ক উক্ত অর্থ আইনানুগভাবে দখল পাবার অধিকারসম্পন্ন কোনো ব্যক্তির দখলে আসার পূর্বে তা নিজের বলে দাবি করে ব্যবহার করেন। এ ক্ষেত্রে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ক এর অপরাধকে নিচের কোনটিতে সংজ্ঞায়িত করা যাবে?
ক. প্রতারণ
খ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
গ. জালিয়াতি
ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
সঠিক উত্তরঃ খ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
৮. নিচের কোন বিবৃতিটি সঠিক?
ক. তদন্ত কেবল পুলিশ কর্তৃক সম্পাদিত হবে
খ. আমল অযোগ্য মামলায় পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারেনা
গ. নালিশ বলতে মাজিস্ট্রেটের নিকট শুধুমাত্র লিখিত অভিযোগকে বুঝায়
ঘ. ক, খ ও গ সবগুলো
সঠিক উত্তরঃ খ. আমল অযোগ্য মামলায় পুলিশ অফিসার পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারেনা
৯. ক একটি জমির জন্য খ এর বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। জমিটি খ এর দখলে আছে। ক দাবি করে যে খ এর পিতা গ উইল করে উক্ত জমি ক কে দিয়ে গিয়েছে। এ ক্ষেত্রে আদালতে বিষয়টি প্রমাণের দায়িত্ব কার?
ক. উভয় কর্তৃক নিযুক্ত আইনজীবির দায়িত্ব
খ. ক এর দায়িত্ব
গ. খ এর দায়িত্ব
ঘ. ক ও খ উভয়ের দায়িত্ব
সঠিক উত্তরঃ খ. ক এর দায়িত্ব
১০. গ্রেফতারী পরোয়ানা কত সময় পর্যন্ত বলবৎ থাকে?
ক. কার্যকর না হওয়া বা আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত
খ. কার্যকর করার পর বিচার না হওয়া পর্যন্ত
গ. এক বছর পর্যন্ত
ঘ. অভিযান পরিচালনা পর্যন্ত
সঠিক উত্তরঃ ক. কার্যকর না হওয়া বা আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত
১১. স্বীকারোক্তি সাধারণত কোথায় লিপিবদ্ধ করা হয়?
ক. কারাগারে
খ. আদালতে
গ. সংশোধন কেন্দ্রে
ঘ. থানায়
সঠিক উত্তরঃ খ. আদালতে
১২. পুলিশ হেফাজতে আসামি কোনো বিবৃতি প্রদান করলে তা বিচারিক আদালতে কখন প্রাসঙ্গিক হবে?
ক. নিজেকে জড়িয়ে বিবৃতি প্রদান করলে
খ. বিবৃতিতে স্বাক্ষর প্রদান করলে
গ. নির্ভয়ে প্রদান করলে
ঘ. বিবৃতির আলোকে কোনো কিছু উদ্ধার হলে
সঠিক উত্তরঃ ঘ. বিবৃতির আলোকে কোনো কিছু উদ্ধার হলে
১৩. দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোন অপরাধটি আপষযোগ্য মর্মে বিবেচিত হবে?
ক. সবগুলে
খ. মানহানি
গ. অপরাধজনক চাকরির চুক্তিভঙ্গ
ঘ. সাধারণ আঘাত
সঠিক উত্তরঃ ক. সবগুলে
১৪. আদালতে বিশেষজ্ঞের মতামত গ্রহণের উদ্দেশ্য কী?
ক. প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ করা
খ. বাদী পক্ষকে বিচার্য বিষয় প্রমানে সহায়তা করা
গ. আদালতকে কোনো অভিমত গঠনে সহায়তা করা
ঘ. বিবাদী পক্ষকে বিচার্য বিষয় প্রমাণে সহায়তা করা
সঠিক উত্তরঃ গ. আদালতকে কোনো অভিমত গঠনে সহায়তা করা
১৫. দন্ডবিধি, ১৮৬০ এর ৩৪ ধারা প্রয়োগের ক্ষেত্রে অপরাধ সংঘটনে কমপক্ষে সদস্য সংখ্যা কত হতে হবে?
ক. ৪ জন
খ. ৫ জনের অধিক
গ. কমপক্ষে ২ জন
ঘ. কমপক্ষে ৫ জন
সঠিক উত্তরঃ গ. কমপক্ষে ২ জন
১৬. নিচের কোন বিষয়টি বিচার্য বিষয় বা প্রসাঙ্গিক বিষয়ে কোনো সিদ্ধান্তের সূচনা করে?
ক. জবানবন্দী
খ. স্বীকৃতি
গ. বিবৃতি
ঘ. স্বীকারোক্তি
সঠিক উত্তরঃ খ. স্বীকৃতি
১৭. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোন বিষয়টি আইনানুগ হবে?
ক. পরিবহনের মালিক স্টেইজ ক্যারিজে ব্যবসায়িক প্রয়োজনে পণ্য পরিবহন করতে পারবেন
খ. মৌসুমী ব্যবসা উপলক্ষ্যে নির্ধারিত রুটের বাইরে অস্থায়ীভাবে পরিবহন চলাচলের অনুমতি প্রদান
গ. মৃতদেহ বহন ও সৎকারের ক্ষেত্রে রুট পারমিট প্রয়োজন রয়েছে
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ খ. মৌসুমী ব্যবসা উপলক্ষ্যে নির্ধারিত রুটের বাইরে অস্থায়ীভাবে পরিবহন চলাচলের অনুমতি প্রদান
১৮. পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি সংক্রান্ত অপরাধ তদন্ত পর্নোগ্রগাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী কোন পুলিশ কর্মকর্তা তদন্ত করতে পারেন?
ক. আদালত কর্তৃক নির্ধারিত কর্মকর্তা
খ. সাব-ইন্সপেক্টর বা সমমর্যাদার নিচে নয়
গ. ইন্সপেক্টর বা সমমর্যাদার নিচে নয়
ঘ. পুলিশের যে কোনো পদমর্যাদার কর্মকর্তা
সঠিক উত্তরঃ খ. সাব-ইন্সপেক্টর বা সমমর্যাদার নিচে নয়
১৯. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তাকে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষার ক্ষমতা প্রদান করা হয়েছে?
ক. এসআই বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নয়
খ. পুলিশ পরিদর্শকের নিচে নয়
গ. এএসআই পদমর্যাদার নিচে নয়
ঘ. যে কোনো পদমর্যাদার কর্মকর্তা
সঠিক উত্তরঃ ক. এসআই বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নয়
২০. সরকার অফিসিয়াল গেজেট প্রজ্ঞাপনের দ্বারা কতিপয় নির্দিষ্ট স্থানে যে কোনো অস্ত্র-শস্ত্রের দখল নিষ্টি ঘোষণা করলে লাইসেন্সধারী কোনো ব্যক্তি তার বৈধ অস্ত্র কার নিকট জমা প্রদান করবেন?
ক. থানার অফিসার ইন-চার্জ
খ. লাইসেন্সপ্রাপ্ত ডিলার
গ. বৈধ অস্ত্র বিধায় নিজ হেফাজতে রাখবেন
ঘ. ক অথবা খ
সঠিক উত্তরঃ ঘ. ক অথবা খ
২১. ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন ২০১৪ মোতাবেক কত সময়ের মধ্যে একজন ব্যক্তিকে ডিএনএ পরীক্ষার জন্য সম্মতি প্রদান করতে হয়?
ক. ৪৮ ঘন্টা
খ. ২৪ ঘণ্টা
গ. ৬ ঘণ্টা
ঘ. ৩ ঘন্টা
সঠিক উত্তরঃ ঘ. ৩ ঘন্টা
২২. নিচে উল্লেখিত কোন আইন মোতাবেক একজন ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে কোনো ব্যক্তির জবানবন্দী গ্রহণ করতে পারেন?
ক. এসিড অপরাধ দমন আইন ২০০২
খ. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮
গ. যৌতুক নিরোধ আইন ২০১৮
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ ক. এসিড অপরাধ দমন আইন ২০০২
২৩. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী পুলিশ অফিসার অর্থে নিচের কোন পদমর্যাদার কর্মকর্তাকে বুঝানো হয়েছে?
ক. এএসআই পদমর্যাদার নিচে নয়
খ. ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয়
গ. পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয়
ঘ. সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয়
সঠিক উত্তরঃ ঘ. সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয়
২৪. নিচের কোন ক্ষেত্রটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর বিধি বর্হিভূত এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে?
ক. বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক রিপোর্ট প্রদানকারী সংস্থার তথ্য সরবরাহ
খ. দোষী ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি কর্তৃক প্ৰাপ্য অংশের জন্য আবেদন
গ. অবসর পরবর্তী গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত তথ্য ব্যবহার
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ গ. অবসর পরবর্তী গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত তথ্য ব্যবহার
২৫. সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন ২০১৮ মোতাবেক হোটেলে অবস্থানরত কোন ব্যক্তি সংক্রামক রোগে আক্রান্ত হলে আবাসিক হোটেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনতিবিলম্বে বিষয়টি কাকে অবহিত করবেন?
ক. সিভিল সার্জন ও জেলা প্রশাসক
খ. সিভিল সার্জন ও অফিসার-ইন-চার্জ
গ. সিভিল সার্জন ও পুলিশ সুপার
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ ক. সিভিল সার্জন ও জেলা প্রশাসক
২৬. নিচের কোনটি খ শ্রেণির মাদক?
ক. তাড়ি
খ. গাঁজা গাছ
গ. সবগুলো
ঘ. পঁচুই
সঠিক উত্তরঃ খ. গাঁজা গাছ
২৭. সরকারি চাকরি আইন ২০১৮ মোতাবেক প্রজাতন্ত্রের কর্মে কোনো স্থায়ী পদের বিপরীতে সরাসরি বা পদোন্নতির মাধ্যমে নিয়োগকৃত কোনো কর্মচারী যার চাকরি এখনও স্থায়ী করা হয় নাই তাকে কী বলে?
ক. এ্যাপ্রেনটিস
খ. লিয়েন
গ. শিক্ষানবিস
ঘ. প্রেষণ
সঠিক উত্তরঃ গ. শিক্ষানবিস
২৮. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর অধীনে সংঘটিত কোনো অপরাধের অভিযোগ গঠনের কত কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে?
ক. ৯০ কার্যদিবস
খ. ১২০ কার্যদিবস
গ. ১৮০ কার্যদিবস
ঘ. ৬০ কার্যদিবস
সঠিক উত্তরঃ গ. ১৮০ কার্যদিবস
২৯. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) মোতাবেক বিচারিক আদালতের প্রয়োজনে অপরাধের শিকার ও অভিযুক্ত ব্যক্তির কী কী পরীক্ষা বাধ্যতামূলক?
ক. ডিএনএ পরীক্ষা
খ. ডোপ টেস্ট
গ. মেডিক্যাল পরীক্ষা
ঘ. ক ও খ
সঠিক উত্তরঃ ঘ. ক ও খ
৩০. কেইস ডায়েরি কতক্ষণ পর্যন্ত গোপন দলিল হিসাবে গণ্য হবে?
ক. মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
খ. মামলা আপীলসহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
গ. তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত
খ. পুলিশ রিপোর্ট প্রদান না করা পর্যন্ত
সঠিক উত্তরঃ খ. মামলা আপীলসহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
৩১. পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী কোনো পুলিশ সদস্য চাকরি হতে অব্যহতি গ্রহণের ইচ্ছা পোষণ করলে কতদিন পূর্বে উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবেন?
ক. ১ মাস
খ. ২ মাস
গ. ৩ মাস
ঘ. ৬ মাস
সঠিক উত্তরঃ খ. ২ মাস
৩২. চূড়ান্ত স্মারকপত্র বা ফাইনাল মেমোরেন্ডাম কে ও কখন প্রস্তুত করে থাকেন?
ক. কোর্ট ইন্সপেক্টর মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর
খ. তদন্তকারী কর্মকর্তা অভিযোপত্র দাখিলের পর
গ. অফিসার ইনচার্জ চূড়ান্ত প্রতিবেদন দাখিলকালে
ঘ. সবগুলোই
সঠিক উত্তরঃ ক. কোর্ট ইন্সপেক্টর মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর
৩৩. ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ অনুযায়ী সূর্যান্ত ও সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে বিনা পরোয়ানায় কোন কোন কর্মকর্তা কোনো স্থানে প্রবেশ ও তল্লাশী করতে পারে?
ক. জেলা প্রশাসক
খ. পুলিশ পরিদর্শক বা তদুর্ধ্ব কর্মকর্তা
গ. যে কোন ব্যক্তি
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ ঘ. ক ও খ উভয়ই
৩৪. নালিশ সাধারণত কার নিকট দায়ের করতে হয়?
ক. অফিসার ইনচার্জ
খ. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ. জেলা ম্যাজিট্রেট
ঘ. পুলিশ সুপার
সঠিক উত্তরঃ খ. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
৩৫. হস্তান্তর করা হয় নাই এমন সম্পত্তি সাধারণত কখন থানায় রক্ষিত সম্পত্তি রেজিস্টারে লাল কালিতে লিপিবদ্ধ করতে হয়?
ক. বিজ্ঞ আদালত যখন আদেশ প্রদান করে
খ. ঊর্ধ্বতন পুলিশ অফিসারের পরিদর্শনের পর
গ. প্রত্যেক বছর শেষে
ঘ. প্রত্যেক মাস শেষে
সঠিক উত্তরঃ গ. প্রত্যেক বছর শেষে
৩৬. দন্ডবিধি ১৮৬০ এর ১৬১ ধারায় অভিযুক্ত করার জন্য নিচের কোন শর্তটি প্রযোজ্য হবে?
ক. যে সময় অপরাধ হয়েছিল সেই সময় অভিযুক্ত সরকারী কর্মচারী ছিলেন
খ. উৎকোচ গ্রহণের সম্মতি অভিযুক্তের স্বীকৃত পারিশ্রমিকের মধ্যে ছিল না
গ. অভিযুক্ত কারো নিকট হতে উৎকোচ গ্রহণ করেছিলেন
ঘ. সবগুলোই
সঠিক উত্তরঃ ঘ. সবগুলোই
৩৭. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর একমাত্র পেনাল সেকশন কোন অপরাধ সংঘটনের সাথে সম্পর্কিত?
ক. বেআইনি সমাবেশস্থলের স্বত্ত্বাধিকারীকে প্রদত্ত অর্থদন্ত
খ. আদালত অবমাননা
গ. সদাচরণের মুচলেকা
ঘ. ক ও গ উভয়ই
সঠিক উত্তরঃ ঘ. ক ও গ উভয়ই
৩৮. পুলিশ অফিসার কর্তৃক গ্রেফতার কার্যকরী করতে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ব্যবহারের অনুমোদন কোথায় প্রদান করা হয়েছে?
ক. ফৌজদারী কার্যবিধি
খ. পুলিশ রেগুলেশন
গ. দন্ডবিধি
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ ক. ফৌজদারী কার্যবিধি
৩৯. থানায় রক্ষিত অপরাধ ম্যাপে ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলার তথ্যাদি কোন কালিতে উল্লেখ করতে হয়?
ক. লাল
খ. সবুজ
গ. নীল
ঘ. কালো
সঠিক উত্তরঃ ঘ. কালো
৪০. দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী কোন ক্ষেত্রটি আদালত অবমাননা বলে গণ্য হবেনা?
ক. অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বিচার কর্মরত সরকারী কর্মচারীকে অপমান করা
খ. টিআই প্যারেডে হাজির করার জন্য বিচারক কর্তৃক আদেশ অভিযুক্ত ব্যক্তি কর্তৃক লঙ্ঘন করা
গ. অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বিচার কর্মরত বিচারকের কার্যক্রমে বাধা প্রদান করা
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ খ. টিআই প্যারেডে হাজির করার জন্য বিচারক কর্তৃক আদেশ অভিযুক্ত ব্যক্তি কর্তৃক লঙ্ঘন করা
৪১. পুলিশ রেগুলেশন মোতাবেক পুলিশের সকল রেকর্ড, নথি ও দলিলপত্রে সময় উল্লেখ করার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ১২ ঘন্টাভিত্তিক প্রতিদিনের হিসেবে সময় উল্লেখ করতে হবে
খ. ২৪ ঘন্টাভিত্তিক প্রতিদিনের হিসেবে সময় উল্লেখ করতে হবে
গ. সময়ের হিসেবের প্রথম দুই অংশ ঘন্টাসূচক, মাঝের দুই অংশ মিনিট সূচক এবং শেষ দুই অংশ সেকেন্ড সূচক
ঘ. খ ও গ উভয়ই
সঠিক উত্তরঃ খ. ২৪ ঘন্টাভিত্তিক প্রতিদিনের হিসেবে সময় উল্লেখ করতে হবে
৪২. থানা অথবা ফাঁড়িতে আনীত আটককৃত ব্যক্তি বা বন্দীর নিরাপত্তা জিম্মার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে?
ক. সার্কেল অফিসার
খ. ফাঁড়ির ইনচার্জ
গ. অফিসার ইন-চার্জ
ঘ. খ ও গ উভয়ই
সঠিক উত্তরঃ ঘ. খ ও গ উভয়ই
৪৩. কোন আইন বা বিধি মতে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর প্রদান করতে হয় না?
ক. ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারা
খ. ফৌজদারী কার্যবিধির ১৬২ ধারা
গ. সাক্ষ্য আইনের ১৭ ধারা
ঘ. দন্ডবিধির ৪১১ ধারা
সঠিক উত্তরঃ খ. ফৌজদারী কার্যবিধির ১৬২ ধারা
৪৪. SR Case-এর পূর্ণরূপ কী?
ক. Supervision Related Case
খ. Stolen Recovered Case
গ. Special Report Case
ঘ. Simultancous Report Case
সঠিক উত্তরঃ গ. Special Report Case
৪৫. নিচের কোন ক্ষেত্রে হৈ চৈ নোটিশ ইস্যু করা যাবে?
ক. বিজয় উল্লাস করার জন্য
খ. অসৎ চরিত্রের লোক থানা এলাকায় অবস্থান জানার জন্য
গ. চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার না হলে
ঘ. নাম-ঠিকানা জানার জন্য
সঠিক উত্তরঃ গ. চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার না হলে
৪৬. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী আদালত দন্ডপ্রাপ্ত ব্যক্তির নিকট হতে শান্তিরক্ষার মুচলেকা গ্রহণের প্রয়োজন মনে করলে সর্বোচ্চ কত দিনের মুচলেকা সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন?
ক. ৫ বছর
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. ৩ বছর
সঠিক উত্তরঃ ঘ. ৩ বছর
৪৭. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ মোতাবেক সমন জারীর ব্যতিক্রম কোনটি?
ক. জারীকৃত ব্যক্তির বাড়ির প্রকাশ্যস্থানে পটকিয়ে রেখে
খ. জারীকৃত ব্যক্তির অফিস প্রধানের নিকট
গ. জারীকৃত ব্যক্তির পরিবারের সদস্যের নিকট
ঘ. স্থানীয় চেয়ারম্যানের নিকট
সঠিক উত্তরঃ ঘ. স্থানীয় চেয়ারম্যানের নিকট
৪৮. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ মোতাবেক নিম্নবর্ণিত কোন ক্ষেত্রটি বেআইনি সমাবেশের জন্য প্রযোজ্য হবে?
ক. বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করা যাবে
খ. বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ করা যাবে না
গ. জনসমাবেশের একই অভিপ্রায় না হলেও বেআইনী সমাবেশ হতে পারে
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ ক. বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করা যাবে
৪৯. দন্ডবিধি ১৮৬০-এ বর্ণিত প্রতিটি সংজ্ঞা, প্রতিটি দন্ডবিধান অনুরূপ সংজ্ঞা বা দন্ডবিধানের প্রতিটি উদাহরণের অর্থ নিচের কোন ক্ষেত্র সাপেক্ষে করতে হবে?
ক. সাধারণ ব্যতিক্রমসমূহ সাপেক্ষে করতে হবে
খ. সাধারণ ব্যতিক্রমসমূহ ব্যতিরেকে করতে হবে
গ. ক ও খ উভয়ই সঠিক
ঘ. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তরঃ গ. ক ও খ উভয়ই সঠিক
৫০. দন্ডবিধি ১৮৬০ এ সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত ধারাসমূহ কী কী?
ক. ৩৭৮ থেকে ৩৯৫ পর্যন্ত
খ. ৩৭৮ থেকে ৪৬২-খ পর্যন্ত
গ. ৩৭৯ থেকে ৩৮২ পর্যন্ত
ঘ. ৩৭৮-৩৮০, ৩৯৫-৩৯৭ এবং ৩৯৯-৪০২
সঠিক উত্তরঃ খ. ৩৭৮ থেকে ৪৬২-খ পর্যন্ত