১. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে নিম্নে কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া যেতে পারে?
ক. আইনজীবী
খ. ১৬ বছরের কম বয়সী ব্যক্তি
গ. ১৮ বছরের কম বয়সী ব্যক্তি
ঘ. সরকারি কর্মচারী
সঠিক উত্তরঃ খ. ১৬ বছরের কম বয়সী ব্যক্তি
২. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী মালিকাবিহীন বা বেওয়ারিশ সম্পত্তি কত দিনের মধ্যে কোন মালিক বা দাবিদার হাজির না হলে তা আদালতের আদেশক্রমে বিক্রয় করা যাবে?
ক. ৩ মাস
খ. ৬ মাস
গ. ৯ মাস
ঘ. ১ বছর
সঠিক উত্তরঃ খ. ৬ মাস
৩. কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আইন অনুসারে ব্যবস্থার জন্য কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা লিখিত ভাবে অপরাধ সংঘটনের অভিযোগ দাখিল করলে যা পুলিশ অফিসারের রিপোর্টে অন্তর্ভুক্ত নয়- এ ধরনের অভিযোগকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী কী নামে অভিহিত করা হয়?
ক. দোষারোপ
খ. সাক্ষ্যের স্মারক
গ. নালিশ
ঘ. প্রাথমিক তথ্য বিবরণী
সঠিক উত্তরঃ গ. নালিশ
৪. জেলার আদেশ বহিতে বেতন অথবা মোতায়েন সংক্রান্ত যে সমস্ত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয় তা কোথায় লিপিবদ্ধ করতে হবে?
ক. Gradation List
খ. Muster Roll
গ. Register of Casualties
ঘ. Leave Register
সঠিক উত্তরঃ খ. Muster Roll
৫. থানার অফিসার ইন-চার্জ রাজসাক্ষীদের বাৎসরিক রিপোর্ট কার নিকট দাখিল করবেন?
ক. জেলা ও দায়রা
খ. পুলিশ সুপার
গ. কোর্ট ইন্সপেক্টর
ঘ. জেলা ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তরঃ খ. পুলিশ সুপার
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।
যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৬. Simultaneous Drive (S-Drive)-
ক. মাদকদ্রব্য উদ্ধারকল্পে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান
খ. পলাতক ব্যক্তিকে খোঁজার জন্য অনিয়মিত বিরতিক্রমে যুগপৎ অভিযান
গ. চোরাচালান রোধকল্পে পুলিশ, বিজিবি এবং কাস্টম্স কর্তৃপক্ষ কর্তৃক যৌথ অভিযান
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ খ. পলাতক ব্যক্তিকে খোঁজার জন্য অনিয়মিত বিরতিক্রমে যুগপৎ অভিযান
৭. দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোন ক্ষেত্রটি মাঝামাঝি হিসেবে গণ্য হবে?
ক. কলহ প্রকাশ্য স্থানে অনুষ্ঠিত হলে
খ. কলহ গণশান্তি ভঙ্গ করলে
গ. সব ঘটনা একসাথে সংঘটিত হলে
ঘ. দুই বা ততোধিক ব্যক্তি কলহে লিপ্ত হলে
সঠিক উত্তরঃ গ. সব ঘটনা একসাথে সংঘটিত হলে
৮. অন্যের জমি প্রতাণামূলক নিজ নামে রেকর্ড করলে সংঘটিত অপরাধটি নিম্নের কোন পর্যায়ভুক্ত হবে?
ক. আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য
খ. আমল-অযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য
গ. আমলযোগ্য, জামিনযোগ্য নয় এবং আপোষযোগ্য নয়
ঘ. আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য নয়
সঠিক উত্তরঃ ক. আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য
৯. নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়?
ক. এজাহার
খ. চৌকিদার কর্তৃক প্রস্তুতকৃত ও জন্মমৃত রেজিস্টার
গ. সুপ্রিমকোর্টের রায়
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ খ. চৌকিদার কর্তৃক প্রস্তুতকৃত ও জন্মমৃত রেজিস্টার
১০. মামলার বিচার কার্যক্রমে কোনো পক্ষ হতে সাক্ষ্য প্রদান করা না হলে সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী মামলার বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সাধারণত কার উপর বর্তাবে?
ক. দেওয়ানি মামলার জয়ী পক্ষের
খ. দেওয়ানি মামলার বিজীত পক্ষের
গ. তৃতীয় পক্ষের
ঘ. দেওয়ানি মামলার বাদী এবং বিবাদী উভয়ের
সঠিক উত্তরঃ খ. দেওয়ানি মামলার বিজীত পক্ষের
১১. বিদেশে সরকার কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট নিম্নবর্ণিত কোন সংস্থা কর্তৃক প্রত্যায়িত না হলে তা আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না?
ক. নোটারী পাবলিক
খ. ক ও গ
গ. ডিপ্লোমেটিক এজেন্ট
ঘ. প্রথম শ্রেণির কর্মকর্তা
সঠিক উত্তরঃ খ. ক ও গ
১২. পাঁচ বা ততোধিক ব্যক্তির সাধারণ উদ্দেশ্যে একই হওয়ার সত্ত্বেও নিচের কোন ক্ষেত্রটি বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে?
ক. অপরাধমূলক শক্তি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি দখল গ্রহণ করলে
খ. কোনো ব্যক্তিকে পদাধিকার হতে বঞ্চিত করলে
গ. আইনগত দখল রক্ষার্থে শক্তি প্রয়োগ করলে
ঘ. খ এবং গ
সঠিক উত্তরঃ গ. আইনগত দখল রক্ষার্থে শক্তি প্রয়োগ করলে
১৩. নিম্নে কোন ক্ষেত্রে চুরির ঘটনাকে দস্যুতা বলে বিবেচনা করা যাবে?
ক. চুরিকালে তাৎক্ষণিক জখমের ভয় দেখানো হলে
খ. অনধিক ৫ জন একসাথে চুরি করলে
গ. ক এবং খ
ঘ. চুরিকালে অস্ত্র বহন করলে
সঠিক উত্তরঃ ক. চুরিকালে তাৎক্ষণিক জখমের ভয় দেখানো হলে
১৪. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি অপরাধ সংঘটিত হবে?
ক. অনুমতি ব্যতিরেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্যের পরিবর্তন
খ. সবগুলো
গ. বিনা অধিকারে ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা
ঘ. তথ্য বিকৃতি মাধ্যমে উপযোগিতা হ্রাস
সঠিক উত্তরঃ খ. সবগুলো
১৫. মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫ মোতাবেক BFIU এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Bangladesh Financial Intelligence Unit
খ. Bangladesh Forces of International Unit
গ. Bangladesh Forest of Investigation Unit
ঘ. Bangladesh Flim Industries Unit
সঠিক উত্তরঃ ক. Bangladesh Financial Intelligence Unit
১৬. নিচের কোনটি গুরুতর শাস্তি নয়?
ক. কর্ণ বধিকর
খ. নীলা ফুলা জখম
গ. গ্রন্থির কর্মশক্তি নাশ
ঘ. দাঁত ভাঙ্গা
সঠিক উত্তরঃ খ. নীলা ফুলা জখম
১৭. Choice of evils বা বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি করা আইনের কোথায় বিবৃত আছে?
ক. ফৌজদারি কার্যবিধি ৪৮০ ধারায়
খ. দণ্ডবিধি ৮১ ধারায়
গ. পুলিশ আইনের ৩৪ ধারায়
ঘ. ডিএলআর-এ
সঠিক উত্তরঃ খ. দণ্ডবিধি ৮১ ধারায়
১৮. কোনো দলিলের হস্তাক্ষর কি উপায়ে প্রমাণ করা যায়?
ক. লেখকের জবানবন্দি
খ. কোনো কর্তৃপক্ষের কাঠামো
গ. মুদ্রার বিনিময় হার পরিবর্তনজনিত আগাম তথ্য
ঘ. খ এবং গ
সঠিক উত্তরঃ ঘ. খ এবং গ
১৯. শিশু আইন, ২০১৩ অনুযায়ী কত বছরের নিচে কোন শিশুকে গ্রেফতার এমনকি ক্ষেত্র মতে আটক রাখা যাবে?
ক. ৭ বছর
খ. ৯ বছর
গ. ১০ বছর
ঘ. ৮ বছর
সঠিক উত্তরঃ ঘ. ৮ বছর
২০. শিশু আইন, ২০১৩ অনুযায়ী কত বছরের নিচে কোন শিশুকে গ্রেফতার এমনকি ক্ষেত্র মতে আটক রাখা যাবে?
ক. ১০ বছর
খ. ৭ বছর
গ. ৮ বছর
ঘ. ৯ বছর
সঠিক উত্তরঃ ঘ. ৯ বছর
২১. ডিএনএ আইন, ২০১৪ অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যায়?
ক. খ ও গ উভয় ক্ষেত্রে
খ. অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ
গ. বিরোধ নিষ্পত্তি
ঘ. কোনোটিই না
সঠিক উত্তরঃ ক. খ ও গ উভয় ক্ষেত্রে
২২. খ এর আঘাত ক বরিশালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে ময়মনসিংহ মারা যায়। ক এর মৃত্যু ঘটাবার অপরাধে তদন্ত ময়মনসিংহ জেলায় হতে পারে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর কোন ধারায় এ বিষয়টি বিবৃত হয়েছে?
ক. ধারা-১৭৯
খ. ধারা-৩২৬
গ. ধারা-৩২৫
ঘ. ধারা-১০৭
সঠিক উত্তরঃ ক. ধারা-১৭৯
২৩. নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) মোতাবেক নারী বলতে কোন বয়সের নারীকে বোঝায়?
ক. যে কোনো বয়সের নারী
খ. ১৮ বছর বয়সী নারী
গ. ১৬ বছরের বয়সী নারী
ঘ. ২১ বছর বয়সী নারী
সঠিক উত্তরঃ ক. যে কোনো বয়সের নারী
২৪. সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী স্টেইজ ক্যারিজ বলতে কী বোঝায়?
ক. ব্যক্তি মালিকানাধীন মোটরযান
খ. অনধিক ৩২ কিলোমিটার মধ্যে থাকবে না এমন মোটরযান
গ. চালক ব্যতীত ছয়জনের অধিক যাত্রী বহনকারী মোটরযান
ঘ. রুট বা দূরত্ব উল্লেখপূর্বক নির্ধারিত ভাড়ায় চালিত মোটরযান
সঠিক উত্তরঃ গ. চালক ব্যতীত ছয়জনের অধিক যাত্রী বহনকারী মোটরযান
২৫. আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন আইনের কত নম্বর অধ্যায়ে আলোচিত হয়েছে?
ক. নিচের কোনোটিই নয়
খ. তথ্য অধিকার আইন
গ. দণ্ডবিধির পঞ্চম অধ্যায়
ঘ. দণ্ডবিধির তৃতীয় অধ্যায়
সঠিক উত্তরঃ ক. নিচের কোনোটিই নয়
২৬. ক আদালতে স্বীকার করল যে ডাকাতির সময় ক-এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি কখন খ-এর বিরুদ্ধে ব্যবহার করা যাবে?
ক. ক ও খ উভয়ই ডাকাত হলে
খ. ক এর বাড়ি হতে মালামাল উদ্ধার হলে
গ. ক ও খ এর বিচার একত্রে হলে
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ গ. ক ও খ এর বিচার একত্রে হলে
২৭. সিনেমা হলের টিকেট পুনরায় উচ্চমূল্যে বিক্রয় করলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী কোন পদমর্যাদা পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন?
ক. সার্জেন্ট
খ. কনস্টবল
গ. সকলে
ঘ. এএসআই
সঠিক উত্তরঃ ক. সার্জেন্ট
২৮. বিস্ফোরক দ্রব্যাদি অইন, ১৯০৮ মোতাবেক অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় যে কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হলে পুলিশের নিকট সোপর্দ হলে কত দিনের মধ্যে মামলার তদন্ত কাজ সমাপ্ত করতে হবে?
ক. ১৫ কার্যদিবস
খ. ৩০ দিন
গ. ৭ কার্যদিবস
ঘ. ৩০ কার্যদিবস
সঠিক উত্তরঃ ক. ১৫ কার্যদিবস
২৯. নিচের কোনটি ক শ্রেণির মাদকদ্রব্য?
ক. এল এস ডি-২৫
খ. আপিয়াম পপি গাছ
গ. গাঁজা গাছ
ঘ. ভাং গাছ
সঠিক উত্তরঃ খ. আপিয়াম পপি গাছ
৩০. পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর অধীন সংঘটিত কোন অপরাধ তদন্তকালে যে সকল প্রক্রিয়া উক্ত অপরাধ সংঘটিত হয়েছে সে সকল বিষয়ের দায়িত্বে নিয়োজিত নিম্নবর্ণিত কোন সংস্থার কারিগরি ব্যক্তিবর্গের মতামত আদালতে বিশেষজ্ঞ মতামত হিসেবে ব্যবহার করা যাবে?
ক. সবগুলো
খ. সরকারি প্রতিষ্ঠান
গ. আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান
ঘ. স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান
সঠিক উত্তরঃ ক. সবগুলো
৩১. বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কত?
ক. অপরাধ সংঘটনের ছয় মাসের মধ্যে
খ. অপরাধ সংঘটনের এক বছরের মধ্যে
গ. অপরাধ সংঘটনের দুই বছরের মধ্যে
ঘ. অপরাধ সংঘটনের সাথে সাথে
সঠিক উত্তরঃ গ. অপরাধ সংঘটনের দুই বছরের মধ্যে
৩২. নিম্নবর্ণিত কোন ক্ষেত্রটির প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর অধীন বলে গণ্য হবে?
ক. প্রকাশ্য স্থানে পশু-পক্ষীর লড়াই প্রদর্শন করা
খ. জুয়ার আখড়া উপস্থিত কোনো ব্যক্তি নাম-ঠিকানা জানাতে অস্বীকার করলে
গ. দৈহিক কসরত দেখানোর জন্য প্রকাশ্য স্থানে খেলা দেখালে
ঘ. প্রাচীর বেষ্টিত স্থানে তাস বা পাশা খেলা
সঠিক উত্তরঃ গ. দৈহিক কসরত দেখানোর জন্য প্রকাশ্য স্থানে খেলা দেখালে
৩৩. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী ঘোষণাপত্র প্রচার করার ক্ষেত্রে নিম্নে কোন বক্তব্যটি সঠিক নয়?
ক. পলাতক ব্যক্তি বাসস্থানে আশেপাশে প্রকাশ্য স্থানে জারি করতে হবে
খ. ঘোষণার একটি কপি আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে
গ. কোনোটিই সঠিক না
ঘ. পলাতক ব্যক্তিকে হাজির করে সই করাতে হবে
সঠিক উত্তরঃ ঘ. পলাতক ব্যক্তিকে হাজির করে সই করাতে হবে
৩৪. সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
ক. ২০ বছর ও ২১ বছর
খ. ২১ বছর ও ২৫ বছর
গ. ১৮ বছর ও ২১ বছর
ঘ. ১৮ বছর ও ২০ বছর
সঠিক উত্তরঃ গ. ১৮ বছর ও ২১ বছর
৩৫. অপরাধ রেজিস্টার হতে নিম্নবর্ণিত কোন পর্যায়ভুক্ত ব্যক্তির নাম পুলিশ সুপারের নির্দেশে কর্তন করা যাবে?
ক. যাদের বয়স ৫০ বছর হয়েছে
খ. যাদের বয়স ৭০ বছর হয়েছে এবং গত ১০ বছরে অপরাধ করে নাই
গ. যাদের বয়স ৫০ বছর হয়েছে এবং গত ২০ বছরে অপরাধ করে নাই
ঘ. যাদের বয়স ৬০ বছর হয়েছে এবং গত ৫ বছরে অপরাধ করে নাই
সঠিক উত্তরঃ গ. যাদের বয়স ৫০ বছর হয়েছে এবং গত ২০ বছরে অপরাধ করে নাই
৩৬. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক কত শ্রেণির লোক সমন জারি করতে পারে?
ক. ৪
খ. ৫
গ. ৩
ঘ. ২
সঠিক উত্তরঃ গ. ৩
৩৭. সাধারণ ডায়েরির ক্রমিকসমূহ কীভাবে প্রদান করা হয়?
ক. বার্ষিক ভিত্তিতে
খ. সাপ্তাহিক ভিত্তিতে
গ. মাসিক ভিত্তিতে
ঘ. দৈনিক ভিত্তিতে
সঠিক উত্তরঃ গ. মাসিক ভিত্তিতে
৩৮. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক বিজ্ঞ বিচারক একজন অভিযুক্ত ব্যক্তিকে একাধারে সর্বোচ্চ কত দিন রিমান্ড মঞ্জুর করতে পারেন?
ক. ৫ দিন
খ. ২১ দিন
গ. ১৫ দিন
ঘ. ১০ দিন
সঠিক উত্তরঃ গ. ১৫ দিন
৩৯. কোনো ব্যক্তি পুলিশ কর্তৃক অস্ত্রশস্ত্র হাতে-নাতে ধৃত হলে এবং তদন্ত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা সম্ভব না হলে তদন্ত কার্য সম্পূর্ণ বর্ধিত সময় সম্পর্কে অস্ত্র আইন, ১৮৭৮ মোতাবেক নিচের কোনটি সঠিক?
ক. প্রথমবারের বর্ধিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে
খ. দ্বিতীয় বারের বর্ধিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে
গ. ১৫ কার্যদিবস
ঘ. ২১ কার্যদিবস
সঠিক উত্তরঃ ক. প্রথমবারের বর্ধিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে
৪০. টাউন বিট ম্যাপ কোথায় সংরক্ষণ করা হয়?
ক. সার্কেল অফিসে
খ. কোর্টে
গ. পুলিশ সুপারের কার্যালয়ে
ঘ. থানায়
সঠিক উত্তরঃ গ. পুলিশ সুপারের কার্যালয়ে
৪১. মবিলাইজেশন কন্টিনজেন্টর বার্ষিক প্রশিক্ষণ কতদিন স্থায়ী হয়?
ক. ২০ দিন
খ. ১৫ দিন
গ. ৩০ দিন
ঘ. ৭ দিন
সঠিক উত্তরঃ খ. ১৫ দিন
৪২. Hue and cry নোটিশ ইস্যু এবং এর উপর গৃহীত কার্যক্রম সংক্রান্ত নিচের কোনটি সঠিক?
ক. ডিউটি অফিসার নোটিশটি লাল কালিতে পত্র গ্রহণ রেজিস্টারে উঠাবে এবং ডিজিতে নোট থাকবে
খ. মামলার তদন্তকারী কর্মকর্তা নোটিশটি ইস্যু করবেন
গ. নোটিশটি প্রকাশ্য স্থানে টানিয়ে দিবে
ঘ. অপরাধী শনাক্তকরণ ও চোরাইমাল উদ্ধারকারী সকল ব্যক্তিকে পুরুস্কৃত করবে
সঠিক উত্তরঃ ঘ. অপরাধী শনাক্তকরণ ও চোরাইমাল উদ্ধারকারী সকল ব্যক্তিকে পুরুস্কৃত করবে
৪৩. খতিয়ার রেজিস্টারে কতটি কলাম থাকে?
ক. ২৪টি
খ. ২৫টি
গ. ২২টি
ঘ. ২৩টি
সঠিক উত্তরঃ ঘ. ২৩টি
৪৪. একের অধিক সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তকরণের জন্য কতজনের টিআই প্যারেড অনুষ্ঠান করতে হবে?
ক. ৮ বা ১০ জন
খ. ১০ বা ২০ জন
গ. ২০ বা ৩০ জন
ঘ. সংখ্যা নির্ধারণের প্রয়োজন নেই
সঠিক উত্তরঃ গ. ২০ বা ৩০ জন
৪৫. যে ব্যক্তি অপরাধ সংঘটন সম্পর্কে প্রথম সংবাদ প্রদান করেছিলেন সরকার কর্তৃক নির্ধারিত উপায়ে উক্ত ব্যক্তিকে গৃহিত আইনগত ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে হবে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুসারে নিচের কোন ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে?
ক. পুলিশ কর্তৃক অপরাধ তদন্তের ক্ষেত্রে
খ. কোনো ক্ষেত্রে না
গ. অভিযোগপত্র/চূড়ান্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে
ঘ. পুলিশ কর্তৃক আসামি গ্রেফতারের ক্ষেত্রে
সঠিক উত্তরঃ গ. অভিযোগপত্র/চূড়ান্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে
৪৬. এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তি গতিরোধ করাকে দণ্ডবিধি আইনে কি বলে?
ক. অবৈধ অবরোধ
খ. অবৈধ বাধা
গ. বলপ্রয়োগ
ঘ. আক্রমণ
সঠিক উত্তরঃ গ. বলপ্রয়োগ
৪৭. ক একটি দোকানের কর্মচারী। ক তার মালিকের অগোচরে ১৫,০০০ টাকা সরিয়ে ঈদের কেনাকাটা করে। দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে?
ক. ৪৬৫ ধারা
খ. ৩৭৯ ধারা
গ. ৪১৭ ধারা
ঘ. ৪০৮ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ৪০৮ ধারা
৪৮. ক কোনো মামলায় খ কে অর্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করে। খ উক্ত প্ররোচনার ফলে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করে। এক্ষেত্রে নিচের কোন প্রতিপাদ্যটি সঠিক হবে?
ক. ক এর চেয়ে খ দণ্ড কম হবে
খ. ক এর চেয়ে খ দণ্ড বেশি হবে
গ. ক দোষী সাব্যস্ত হবে
ঘ. ক এবং খ সমপরিমাণ দণ্ডে দণ্ডিত হবে
সঠিক উত্তরঃ ঘ. ক এবং খ সমপরিমাণ দণ্ডে দণ্ডিত হবে
৪৯. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর পঞ্চম অধ্যায়ের নিচের কোন বিষয়ে আলোচনা করা হয়েছে?
ক. আদালতে হাজিরের বাধ্যবাধকতা বিষয়ক
খ. গণ উপদ্রব বিষয়ক
গ. বেআইনি সমাবেশ
ঘ. গ্রেফতার, পলায়ন এবং পুনরায় গ্রেফতার বিষয়ক
সঠিক উত্তরঃ ঘ. গ্রেফতার, পলায়ন এবং পুনরায় গ্রেফতার বিষয়ক
৫০. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর কোন ধারার ক্ষমতাবলে একজন তদন্তকারী অফিসার লিখিত ভাবে নোটিশ প্রদান করে সাক্ষী তলব করতে পারেন?
ক. ধারা-১৭৩
খ. ধারা-১৬১
গ. ধারা-১৬৪
ঘ. ধারা-১৬০
সঠিক উত্তরঃ ঘ. ধারা-১৬০