পুলিশ পদোন্নতি MCQ পরীক্ষা ২০২১ – এএসআই থেকে এসআই

১. ক একজন সরকারি কর্মকর্তা। তিনি সাক্ষ্য হিসেবে আদালত চলমান একটি মামলায় অডিট রিপোর্ট দাখিল করতে বাধ্য। ক উক্ত অডিট রিপোর্টটি আদালতে দাখিল না করে বিনষ্ট করে। ক দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
ক. ২১৭ ধারা
খ. ২১৮ ধারা
গ. ১৭৫ ধারা
ঘ. ২০৪ ধারা

সঠিক উত্তরঃ খ. ২১৮ ধারা

২. ক রাস্তার উপর একটি টেলিফোন বিল কুড়িয়ে পায়। উক্ত টেলিফোন বিলের মধ্যে উল্লেখিত ৬০০ টাকা মোড়ানো ছিল। ক উক্ত বিল হতে টাকার মালিক সম্পর্কে জানতে পারে। কিন্তু সে ৬০০ টাকা মালিককে ফেরত প্রদান না করে নিজের কাছে রেখে দেন। দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ক কী অপরাধ করেছে?
ক. অপরাধজনক বিশ্বাসভঙ্গ
খ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
গ. কোনো অপরাধ করেনি
ঘ. চুরির অপরাধ

সঠিক উত্তরঃ খ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ

৩. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক কোন জেলায় বিচার বা অনুসন্ধান হবে সে বিষয়ে কোনো প্রশ্নের উদয় হলে কে সিদ্ধান্ত প্রদান করবেন?
ক. সুপ্রিমকোর্ট
খ. জেলা ম্যাজিস্ট্রেট
গ. হাইকোর্ট বিভাগ
ঘ. জেলা জজ

সঠিক উত্তরঃ গ. হাইকোর্ট বিভাগ

৪. বিদেশি দণ্ডিত অপরাধী বা সন্দেহজনক ব্যক্তির লাল কালি দিয়ে খতিয়ান রেজিস্টার কোন কলামে লিখতে হবে?
ক. কলাম ১৩
খ. কলাম ১৮, ১৯, ২০
গ. কলাম ১৪, ১৫
ঘ. কলাম ৩

সঠিক উত্তরঃ ঘ. কলাম ১৮, ১৯, ২০

৫. গ্রাম পুলিশের আইনগত অবস্থান নিচের কোনটি?
ক. তারা কমিউনিটি পুলিশ
খ. তারা সরকারি কর্মচারী
গ. তারা পুলিশ সদস্য
ঘ. কোনোটাই না

সঠিক উত্তরঃ খ. তারা সরকারি কর্মচারী

একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।

যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।

Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।

৬. সংযোজন বাহিনী বা যোজন বাহিনীর জন্য বাছাইকৃত প্রত্যেক অফিসারগণের নামের পার্শ্বে কোন অক্ষর লিখে রাখতে হবে?
ক. এল
খ. এম
গ. এন
ঘ. এস

সঠিক উত্তরঃ খ. এম

৭. দণ্ডবিধি আইনে বর্ধিত দণ্ডারোপের ক্ষেত্রে পূর্ববর্তী একই ধরনের মুদ্রা বা সরকারি স্ক্যাম্প সম্পর্কিত অপরাধ অথবা নালিশীর বিরুদ্ধে সম্পর্কিত অপরাধে নূন্যতম কত বছরের দণ্ডে দণ্ডিত হবে?
ক. ১০ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৭ বছর

সঠিক উত্তরঃ গ. ৩ বছর

৮. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর আওতায় জনসাধারণ পুলিশকে সাহায্য না করলে তাদের জন্য দণ্ডবিধি আইনে কি ধরনের শাস্তি আছে?
ক. সর্বোচ্চ ১ মাস বিনাশ্রম কারাদণ্ড বা ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড
খ. সর্বোচ্চ ২ মাস বিনাশ্রম কারাদণ্ড বা ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড
গ. সর্বোচ্চ ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড বা ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ক. সর্বোচ্চ ১ মাস বিনাশ্রম কারাদণ্ড বা ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড

৯. ফরমানিল নিয়ন্ত্রণ আইন, ২০১৫ এর অধীন নিম্নবর্ণিত কোন অপরাধের ক্ষেত্রে মোবাইল কোর্ট, ২০০৯ এর তফসিলভুক্ত করে বিচার করা যাবে?
ক. লাইসেন্স ব্যতীত ফরমালিন আমদানি করলে
খ. ফরমানিল উৎপাদনের যন্ত্রপাতি দখলে রাখলে
গ. লাইসেন্স ব্যতীত ফরমালিন মজুদ করলে
ঘ. লাইসেন্স ব্যতীত ফরমালিন উৎপাদন করলে

সঠিক উত্তরঃ খ. ফরমানিল উৎপাদনের যন্ত্রপাতি দখলে রাখলে

১০. আইনে অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে কী বুঝায়?
ক. আইনটির অন্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হবে
খ. অপরাধগুলো অন্য রাষ্ট্রের সীমানায় সংঘটিত হলে আইনবলে বিচার হবে
গ. আইনটি বিদেশীদের বিচারের জন্য প্রয়োজ্য হবে
ঘ. আইনটি রাষ্ট্রের জন্য অতিরিক্ত হবে

সঠিক উত্তরঃ ঘ. অপরাধগুলো অন্য রাষ্ট্রের সীমানায় সংঘটিত হলে আইনবলে বিচার হবে

১১. ক বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশে রেজিস্ট্রিকৃত একটি বিমানের ফ্লাইটযোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছানোর পর ক অপরযাত্রী খ-এর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং খ-কে পিঠিয়ে গুরুতর আহত করে। দণ্ডবিধ ১৮৬০ অনুযায়ী ক এর কৃত অপরাধ সংক্রান্তে নিচের কোনটি প্রযোজ্য হবে?
ক. ঘটনাস্থলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বলে গণ্য হবে এবং সে দেশের আইন মোতাবেক বিচার হবে
খ. ঘটনাস্থলে বাংলাদেশে বলে গণ্য হবে এবং দণ্ডবিধি মোতাবেক বিচার হবে
গ. ঘটনাস্থলে ভারতে বলে গণ্য হবে এবং সে দেশের আইন মোতাবেক বিচার হবে
ঘ. ঘটনাস্থলে ভারতে বলে গণ্য হবে এবং দণ্ডবিধি মোতাবেক বিচার হবে

সঠিক উত্তরঃ খ. ঘটনাস্থলে বাংলাদেশে বলে গণ্য হবে এবং দণ্ডবিধি মোতাবেক বিচার হবে

১২. একই পক্ষদ্বয়ের মধ্যে নয় এমন ধরনের অন্য একটি মামলার রায় পরবর্তী কোন মামলায় নিচের কোন বিষয় প্রমাণের জন্য ব্যবহৃত হতে পারে?
ক. সম্পত্তি শনাক্ত করতে
খ. ফৌজদারি আদালতে রায় দেওয়ানি মামলা প্রমাণে
গ. সবক্ষেত্রে
ঘ. দেওয়ানি আদালতের রায় ফৌজদারি মামলা প্রমাণে

সঠিক উত্তরঃ গ. সবক্ষেত্রে

১৩. নিচের কোন বক্তব্যটি সঠিক?
ক. মামলা প্রমাণে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই
খ. প্রাসঙ্গিক হলে ও চার্ট ও মানচিত্র সম্পর্কে আদালত সাক্ষ্য গ্রহণ করবে না
গ. স্বীকৃত ঘটনা আদালতে প্রমাণ করতে হবে
ঘ. সকল ক্ষেত্রে দলিল প্রাথমিক সাক্ষ্য প্রমাণ করতে হবে

সঠিক উত্তরঃ ঘ. মামলা প্রমাণে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই

১৪. Doil Incapax কারা?
ক. নয় বছরের অধিক ও বারো বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশু
খ. নয় বছরের কম বয়স্ক
গ. আঠারো বছরের অধিক বয়স্ক নারী
ঘ. ক ও গ উভয়

সঠিক উত্তরঃ খ. নয় বছরের কম বয়স্ক

১৫. দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী নিচের কোনটি সম্মতি বলে গণ্য হবে না?
ক. ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি
খ. ভ্রান্তি বর্ণনার ভিত্তিতে প্রদত্ত সম্মতি
গ. প্রমত্ত অবস্থায় প্রদত্ত সম্মতি
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ক. ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি

১৬. সাধারণ ব্যক্তিক্রমসমূহের জন্য দণ্ডবিধি ১৮৬০-এর অধীন নিচের কোন ধারাসমূহ প্রযোজ্য হবে?
ক. ৫৩ থেকে ৭৫
খ. ৯৬ থেকে ১০৬
গ. ১০৭ থেকে ১১০
ঘ. ৭৬ থেকে ৯৫

সঠিক উত্তরঃ খ. ৯৬ থেকে ১০৬

১৭. প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেয়া থাকলে তাকে কী বলে?
ক. স্বীকারোক্তি
খ. ইঙ্গিতবাহী প্রশ্ন
গ. জেরা
ঘ. জবানবন্দি

সঠিক উত্তরঃ খ. ইঙ্গিতবাহী প্রশ্ন

১৮. নিচের কোন বিষয় প্রাসঙ্গিক?
ক. উদ্দেশ্য
খ. প্রস্তুতি
গ. পূর্ববর্তী ও পরবর্তী আচরণ
ঘ. সবকটি

সঠিক উত্তরঃ ঘ. সবকটি

১৯. বৈরী সাক্ষীর ক্ষেত্রে নিম্নে কোন বক্তব্যটি সঠিক?
ক. বৈরী সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না
খ. বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য আছে
গ. আদালতে অনুমতি সাপেক্ষে বৈরী ঘোষণা করা যায়
ঘ. ক ও গ

সঠিক উত্তরঃ ঘ. ক ও গ

২০. দণ্ডবিধি, ১৮৬০ মোতাবেক কত বছর বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বস্তু বিক্রয়, ভাড়া, বিতরণ, প্রদর্শন বা প্রচার করা প্রস্তাব বা উদ্যোগ গ্রহণ দণ্ডনীয় অপরাধ?
ক. ২৫ বছরের কম বয়স্ক নারীর নিকট
খ. ২০ বছরের কম বয়স্ক নারীর নিকট
গ. ক ও ঘ উভয়
ঘ. ২১ বছরের কম বয়স্ক নারীর নিকট

সঠিক উত্তরঃ ঘ. ২১ বছরের কম বয়স্ক নারীর নিকট

২১. দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোন ক্ষেত্রটি অপরাধমূলক অনধিকার প্রবেশ নয়?
ক. আপন স্বত্ত আদায়ের যথার্থ দাবিতে প্রবেশ করা
খ. অন্যের সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করা
গ. আইনানুগভাবে প্রবেশ করে বেআইনিভাবে অবস্থান করা
ঘ. বিরক্ত করার অভিপ্রায়ে আইনানুগ প্রবেশ করা

সঠিক উত্তরঃ ক. আপন স্বত্ত আদায়ের যথার্থ দাবিতে প্রবেশ করা

২২. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী কোনটি সঠিক?
ক. স্থাবর সম্পত্তি হলে দ্রুত বিক্রয় করতে হবে
খ. জীবন্ত প্রাণি হলে আদালত বিক্রয়ের আদেশ দিতে পারে
গ. অস্থাবর সম্পত্তি হলে আটক করতে হবে
ঘ. স্থাবর সম্পত্তি হলে রিসিভার নিয়োগ করতে হবে

সঠিক উত্তরঃ ক. স্থাবর সম্পত্তি হলে দ্রুত বিক্রয় করতে হবে

২৩. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী কোন মুক্তিপ্রাপ্ত আসামিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়?
ক. খ ও গ উভয়
খ. ফৌজদারি কার্যবিধি ৫৬৫(৩) এর নিয়ম ভঙ্গ করলে
গ. যে কোনো সময়
ঘ. কোনোটাই নয়

সঠিক উত্তরঃ ক. খ ও গ উভয়

২৪. রাষ্ট্রদ্রোহীতার অপরাধে দায়ে আনীত কোন অভিযোগ প্রাথমিক ভাবে তদন্তের জন্য ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা আদেশ প্রদান করতে পারেন?
ক. এসআই পদমর্যাদার নিম্নে নয়
খ. এএসআই পদমর্যাদার নিম্নে নয়
গ. ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয়
ঘ. ইন্সপেক্টর এর ঊর্ধ্বে

সঠিক উত্তরঃ গ. ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয়

২৫. রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র কোন পর্যন্ত বিস্তৃত?
ক. রেলওয়ে উভয় পার্শ্বে ১০ ফুট পর্যন্ত
খ. কেবল রেল লাইন পর্যন্ত
গ. রেলওয়ে উভয় পাশে ১০ মিটার পর্যন্ত
ঘ. সমগ্র বাংলাদেশ

সঠিক উত্তরঃ ক. রেলওয়ে উভয় পার্শ্বে ১০ ফুট পর্যন্ত

২৬. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত নিম্নবর্তিত কোন কাজটি করতে পারেন?
ক. অ্যালকোহল উৎপাদন করতে পারবে না কিন্তু প্রক্রিয়াজাতকরণ করতে পারে
খ. অ্যালকোহল বহন, আমদানি অথবা রপ্তানি করতে পারবে
গ. কোনোটিই পারবে না
ঘ. ঔষধ প্রস্তুতের উৎপাদন হিসেবে ব্যবহার করতে পারবে

সঠিক উত্তরঃ গ. কোনোটিই পারবে না

২৭. বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম, স্বার্থে আদালতে নির্দেশ এবং পিতামাতার সম্মতিক্রমে বিধি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে বাল্য বিবাহের ক্ষেত্রে নিচের কোনটি যথার্থ হবে?
ক. বর্ণিত আইনে এটি বিশেষ বিধান হিসেবে গণ্য হবে
খ. বর্ণিত আইনে এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা নেই
গ. ফৌজদারি কার্যবিধি ক্ষেত্রে প্রযোজ্য হবে
ঘ. সকল ক্ষেত্রে বাল্য বিবাহ অপরাধ হিসেবে গণ্য হবে না

সঠিক উত্তরঃ ক. বর্ণিত আইনে এটি বিশেষ বিধান হিসেবে গণ্য হবে

২৮. বিপি ফরম-৭৫ অনুযায়ী থানায় রক্ষিত সভার কার্যবিবরণ বহিতে সাধারণত নিম্নবর্ণিত কোন বিষয়টি লিপিবদ্ধ করা হয়ে থাকে?
ক. সবকটি
খ. সুনির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল মামলা তদন্ত সমাপ্ত করতে হবে
গ. থানায় পরিদর্শনকারী পুলিশ অফিসারের অপরাধ দমন সংক্রান্ত সুপারিশ
ঘ. থানায় সম্পাদিত সভার কার্যবিবরণী

সঠিক উত্তরঃ ক. সবকটি

২৯. সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর অধীন রুজুকৃত মামলা তদন্ত দেশের বাইরে সাক্ষ্য গ্রহণ প্রয়োগ হলে তদন্তকারী কর্মকর্তাকে কত দিনের তদন্তকার্যক্রম সম্পন্ন করতে হবে?
ক. ৬০ দিন
খ. তদন্তের সময়সীমা প্রযোজ্য হবে না
গ. ৯০ দিন
ঘ. ১৮০ দিন

সঠিক উত্তরঃ খ. তদন্তের সময়সীমা প্রযোজ্য হবে না

৩০. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন-২০০৩)-এর অধীন দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হলে দায়েরকারীকে নিম্নের কি ধরনের সাজা ভোগ করতে হবে?
ক. অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড
খ. অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড
গ. অনধিক ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড
ঘ. অনধিক ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড

সঠিক উত্তরঃ ক. অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড

৩১. থানার জেনারেল ডায়েরি দেখার এবং তলব করার অধিকার নিচের কোন কর্মকর্তার রয়েছে?
ক. বিভাগীয় কমিশনার
খ. পুলিশ সুপার
গ. খ ও ঘ উভয়
ঘ. জেলা ম্যাজিস্ট্রেট

সঠিক উত্তরঃ গ. খ ও ঘ উভয়

৩২. বিনোদন কেন্দ্রের টিকেট উচ্চতর মূল্যে পুনরায় বিক্রির অভিযোগে কোনো অভিযুক্ত হলে পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী সে ব্যক্তি নিম্নবর্ণিত কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হবে?
ক. তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ২০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড
খ. তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড
গ. তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
ঘ. তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড

সঠিক উত্তরঃ গ. তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড

৩৩. অ্যালাম প্যারেড নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে থাকে?
ক. ট্রেজারি ও ম্যাগজিন গার্ড
খ. জেলখানার গোলযোগ
গ. কোনোটাই না
ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে

সঠিক উত্তরঃ ঘ. ক ও খ উভয় ক্ষেত্রে

৩৪. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং ১১০ ধারা মোতাবেক সদাচরণের মুচলেকা নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
ক. অভ্যাসগতভাবে দস্যু, গৃহভঙ্গকারী চোর বা জালিয়াতি
খ. অভ্যাসগত ভাবে চোরাই জেনে চোরাইমাল গ্রহণকারী
গ. অভ্যাসগত ভাবে ধর্ষণকারী
ঘ. অভ্যাসগত ভাবে শাস্তিভঙ্গকারী

সঠিক উত্তরঃ গ. অভ্যাসগত ভাবে ধর্ষণকারী

৩৫. মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০২২ মোতাবেক বাংলাদেশ পুলিশের কোন ইউনিট সম্পৃক্ত অপরাধ তদন্ত করতে পারবে?
ক. সিটিটিসি
খ. সকল ইউনিট
গ. সিআইডি
ঘ. পিবিআই

সঠিক উত্তরঃ গ. সিআইডি

৩৬. বেল বন্ড রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করেন?
ক. সিনিয়র এসআই
খ. কনস্টবল
গ. কোর্ট ইন্সপেক্টর
ঘ. সিএসআই

সঠিক উত্তরঃ গ. কোর্ট ইন্সপেক্টর

৩৭. The Negotiable Instrment Act, 1881 (সংশোধন-২০০২) অনুসারে ব্যাংক হিসাব অপর্যাপ্ত তহবিল থাকার কারণে চেক প্রত্যাখানের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. চেকে বর্ণিত অর্থের দ্বিগুণ অর্থদণ্ড আরোপ করা যেতে পারে
খ. চেক গ্রহণের তারিখ হতে মামলা করা যেতে পারে
গ. চেক প্রত্যাখ্যান দিন হতে মামলা করা যেতে পারে
ঘ. চেকে বর্ণিত অর্থের তিনগুণ অর্থদণ্ড আরোপ করা যেতে পারে

সঠিক উত্তরঃ গ. চেক প্রত্যাখ্যান দিন হতে মামলা করা যেতে পারে

৩৮. মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বাংলাদেশের সর্বত্র কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত প্রজাতির নির্দিষ্ট সাইজের কম দৈর্ঘ্যের মাছ বিক্রয় বা বিনিময়ের জন্য শিকার, বহন, পরিবহন এবং প্রদর্শন নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির ক্ষমতা কার আছে?
ক. জেরা পুলিশ সুপার
খ. BIWTC
গ. সরকার
ঘ. ডিআইজি, নৌপুলিশ

সঠিক উত্তরঃ গ. সরকার

৩৯. মফস্বল ডায়েরি লিপিবদ্ধ ও যাচাইকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
ক. মামলার ডায়েরি বিষয় ও মামলার সংক্ষিপ্তসার থাকবে
খ. মামলার জন্য কিরূপ সময় ব্যয় হয়েছে তা উল্লেখ থাকবে
গ. এসআই পদমর্যাদার ঊর্ধ্বে অফিসারগণের এটি লিখতে হবে
ঘ. সার্কেল অফিসার ব্যক্তিগত অধঃস্তন অফিসারগণের বিলম্ব বা অনিয়ম পরীক্ষার করবে

সঠিক উত্তরঃ ক. মামলার ডায়েরি বিষয় ও মামলার সংক্ষিপ্তসার থাকবে

৪০. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর বিধান অনুযায়ী Departmental Proceding কেন Judicial Proceding নয়?
ক. সাক্ষ্য নেয়া হয় না বলে
খ. কোনোটিই নয়
গ. আইন সঙ্গতভাবে শপথ নিয়ে সাজা প্রদান করা যায় না বলে
ঘ. জেরা করার সুযোগ নেই বলে

সঠিক উত্তরঃ গ. আইন সঙ্গতভাবে শপথ নিয়ে সাজা প্রদান করা যায় না বলে

৪১. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী ট্রাইব্যুনাল কোন ক্ষেত্রে রুদ্ধ বিচার অনুষ্ঠানে আদেশ দিতে পারে?
ক. দ্রুত বিচার সম্পন্ন করার ক্ষেত্রে
খ. ন্যায়বিচারের স্বার্থে এবং নারী বা শিশু ভিকটিমের সুরক্ষার ক্ষেত্রে
গ. আপস মীমাংসা আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে
ঘ. দোভাষী নিয়োগের ক্ষেত্রে

সঠিক উত্তরঃ খ. ন্যায়বিচারের স্বার্থে এবং নারী বা শিশু ভিকটিমের সুরক্ষার ক্ষেত্রে

৪২. পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর অধীন কোন সংক্ষুব্ধ ব্যক্তি ট্রাইবুন্যাল প্রদত্ত রায় প্রদানের কতদিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে পারবে?
ক. ৬০ দিন
খ. ১৫ দিন
গ. ৪৫ দিন
ঘ. ৩০ দিন

সঠিক উত্তরঃ ঘ. ৩০ দিন

৪৩. গ্রাম আদালত ২০০৬ অনুসারে মামলা বিচার করার জন্য কোথায় গ্রাম আদালত গঠিত হয়?
ক. বাদী যে ইউনিয়নের বাসিন্দা সে ইউনিয়নে
খ. বিবাদী যে ইউনিয়নের বাসিন্দা সে ইউনিয়নে
গ. আদালত প্রাঙ্গণে
ঘ. যে ইউনিয়নের অপরাধ সংঘটিত হয়েছে সে ইউনিয়নে

সঠিক উত্তরঃ ঘ. যে ইউনিয়নের অপরাধ সংঘটিত হয়েছে সে ইউনিয়নে

৪৪. সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী কোন সরকারি কর্মচারী বিরুদ্ধে সরকারি অর্থের সংশ্লিষ্ট রয়েছে এমন বিচার অনিষ্পন্ন থাকলে নিম্নবর্ণিত কোন অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন?
ক. কল্যাণ তহবিল
খ. পেনশন
গ. ভবিষ্য তহবিল
ঘ. সবগুলো

সঠিক উত্তরঃ গ. ভবিষ্য তহবিল

৪৫. গ্রাম অপরাধ নোট বুক সম্পর্কে নিচের কোন বর্ণনাটি সঠিক?
ক. অংশ ২ : অপরাধী রেজিস্টার
খ. অংশ ৩ : দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নামের সময়সূচি
গ. অংশ ৪ : নিরীক্ষণকৃত ব্যক্তির গতিবিধি তদন্ত রিপোর্ট
ঘ. অংশ ১ : অপরাধ প্রমাণ রেজিস্টার

সঠিক উত্তরঃ গ. অংশ ৪ : নিরীক্ষণকৃত ব্যক্তির গতিবিধি তদন্ত রিপোর্ট

৪৬. Intestate Property কী ধরনের সম্পত্তি?
ক. সুরতহালের সময় লাশের সাথে প্রাপ্ত মালামাল
খ. কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি উইল না করে মারা গেলে এবং উত্তরাধীকারী না থাকলে
গ. ক এবং খ দুটোই
ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরঃ গ. ক এবং খ দুটোই

৪৭. নিচের কোন রেজিস্টার থানায় স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়?
ক. কমান্ড সার্টিফিকেট
খ. জেনারেল ডায়েরি
গ. মফস্বল ডায়েরি
ঘ. সরকারি আদেশের নথি

সঠিক উত্তরঃ ঘ. সরকারি আদেশের নথি

৪৮. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৩৮২ ধারা অনুযায়ী মহামান্য আদালত কী সিদ্ধান্ত নিতে পারেন?
ক. মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা
খ. ১০ বছরের সশ্রম কারাদণ্ড কার্যকর করা
গ. দাঙ্গাবাজদের নিকট হতে সদাচরণের মুচলেকা গ্রহণ
ঘ. মৃত্যুদণ্ড দণ্ডিত নারী গর্ভবর্তী হলে মৃত্যুদণ্ড স্থগিতকরণ

সঠিক উত্তরঃ ঘ. মৃত্যুদণ্ড দণ্ডিত নারী গর্ভবর্তী হলে মৃত্যুদণ্ড স্থগিতকরণ

৪৯. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক গ্রেফতার কার্যকর করার নিমিত্তে এবং গ্রেফতার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল কৌশল ব্যবহার করা সত্ত্বেও ব্যর্থতায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যু ঘটানো যায়?
ক. যদি অভিযুক্ত মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হন
খ. যদি অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য কোনো অপরাধেঅভিযুক্ত হন
গ. কোনোটিই নয়
ঘ. ক ও খ উভয়

সঠিক উত্তরঃ ঘ. ক ও খ উভয়

৫০. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক দোষ স্বীকারোক্তি কে রেকর্ড করতে পারেন?
ক. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
গ. ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট
ঘ. এদের সকলেই

সঠিক উত্তরঃ ঘ. এদের সকলেই