কনস্টেবল/নায়েক থেকে এএসআই MCQ পরীক্ষা ২০২০

১. গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে?
ক. ১ মাস
খ. আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত
গ. ৬ মাস
ঘ. ১ বছর হওয়া পর্যন্ত

সঠিক উত্তরঃ ক. ১ মাস

২. কোনো শিশু মাদকদ্রব্য অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত হলে তার বিচার কোন আইনে হবে?
ক. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
খ. শিশু আইন ২০১৩
গ. দণ্ডবিধি ১৮৬০
শিশুটি বিচারের আওতাভুক্ত হবে না

সঠিক উত্তরঃ খ. শিশু আইন ২০১৩

৩. বেসরকারি লোক কোন ধরনের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?
ক. জামিনযোগ্য ও আমলযোগ্য
খ. আমলযোগ্য
গ. জামিন অযোগ্য ও আমলযোগ্য
ঘ. জামিন অযোগ্য

সঠিক উত্তরঃ গ. জামিন অযোগ্য ও আমলযোগ্য

৪. কোনো স্থানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংঘটিত হবার আশঙ্কা রয়েছে মর্মে বিশ্বাস করার কারণ থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ক্ষমতাবলে উক্ত স্থানে পরোয়ানা ব্যতিরেকে কে তল্লাশি করতে পারে?
ক. এসআই
খ. সবগুলো
গ. কাস্টমসের পরিদর্শক
ঘ. ল্যান্স নায়েক, বিজিবি

সঠিক উত্তরঃ খ. সবগুলো

৫. কার নির্দেশে বেআইনি সমাবেশে অংশগ্রহণকারীদের সেনাবাহিনীর কোনো সৈন্য দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারেন?
ক. নির্বাহী ম্যাজিস্ট্রেট
খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনার
গ. পুলিশ কমিশনার
ঘ. অফিসার-ইন-চার্জ

সঠিক উত্তরঃ খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনার

একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।

যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।

Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।

Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।

৬. সাধারণ ডায়েরি পুলিশ আইনের কোন ধারায় উল্লেখ রয়েছে?
ক. ৪৩ ধারা
খ. ৪৪ ধারা
গ. ৪৫ ধারা
ঘ. ৪২ ধারা

সঠিক উত্তরঃ খ. ৪৪ ধারা

৭. অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী অস্ত্রের লাইসেন্সধারী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাধারণত অস্ত্র থানায় জমা প্রদানে বাধ্য নয়?
ক. গেজেট বিজ্ঞপ্তি মারফত অস্ত্র দখলে রাখা নিষিদ্ধ করলে
খ. অস্ত্র দখলে রাখা বেআইনি বা অবৈধ হলেতদন্তকারী
গ. কর্মকর্তা অস্ত্র জমার নির্দেশ প্রদান করলে
ঘ. লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে

সঠিক উত্তরঃ গ. কর্মকর্তা অস্ত্র জমার নির্দেশ প্রদান করলে

৮. প্রজাতন্ত্রের কর্মচারীকে কীভাবে সমন পৌঁছাতে হয়?
ক. কর্মচারীর অফিস প্রধানের নিকট ডাকযোগে
খ. কর্মচারীর স্থায়ী ঠিকানায়
গ. কর্মচারীর বর্তমান ঠিকানায়
ঘ. কর্মচারীর নিকট ব্যক্তিগতভাবে

সঠিক উত্তরঃ ক. কর্মচারীর অফিস প্রধানের নিকট ডাকযোগে

৯. ক্রোকী পরোয়ানা কখন জারি করা হয়?
ক. ওয়ারেন্ট জারির একই সাথে
খ. সমন জারি ও ওয়ারেন্ট জারি ব্যর্থ হলে
গ. কখনই জারি করা যায় না
ঘ. সমন জারির একই সাথে

সঠিক উত্তরঃ খ. সমন জারি ও ওয়ারেন্ট জারি ব্যর্থ হলে

১০. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট প্রদানের কথা বলা হয়েছে?
ক. ৯৬ ধারা
খ. ১০০ ধারা
গ. ১১০ ধারা
ঘ. ৭৬ ধারা

সঠিক উত্তরঃ খ. ১০০ ধারা

১১. জিডি বহিতে লাল কালিতে লিখতে হয় কোনটি?
ক. অনুসন্ধান স্লিপ
খ. হইচই বিজ্ঞাপন
গ. ওয়েরেন্ট
ঘ. ক এবং খ উভয়

সঠিক উত্তরঃ খ. হইচই বিজ্ঞাপন

১২. থানার অফিসার-ইন-চার্জ নিম্নবর্ণিত কোন ধরনের মামলার তদন্ত কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে পারেন?
ক. দণ্ডবিধির ১৫ ধারামতে সামান্য ক্ষতিকারক কার্য
খ. দেওয়ানি প্রকৃতির ঘটনা
গ. ক এবং খ উভয়
ঘ. গুরুতর আঘাতের ঘটনা

সঠিক উত্তরঃ গ. ক এবং খ উভয়

১৩. কোনটি চূড়ান্ত প্রতিবেদনের প্রকারভেদ নয়?
ক. চূড়ান্ত প্রতিবেদন ধর্তব্য
খ. চূড়ান্ত প্রতিবেদন সত্য
গ. চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা
ঘ. চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল

সঠিক উত্তরঃ ক. চূড়ান্ত প্রতিবেদন ধর্তব্য

১৪. নিচের কোন দুইটি কার্যক্রম সাধারণত এএসআই-এর দায়িত্বের মধ্যে পড়ে না?
ক. ননএসআইআর প্রসিকিউশন লিখন এবং ভিসিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ
খ. মামলার এফআইআর লিখন এবং ভিসিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ
গ. সুরতহাল রিপোর্ট প্রস্তুতকরণ এবং ভিনিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ
ঘ. সমন জারি এবং ওয়ারেন্ট তামিল করা

সঠিক উত্তরঃ খ. মামলার এফআইআর লিখন এবং ভিসিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ

১৫. ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারার পদ্ধতি মোতাবেক রেকর্ড করেন?
ক. ৩৬৪ ধারা
খ. ১৬৪ ধারা
গ. ২৬৪ ধারা
ঘ. ৫৩৩ ধারা

সঠিক উত্তরঃ ক. ৩৬৪ ধারা

১৬. ক্রাইম ইনডেক্স কোথায় সংরক্ষণ করা হয়?
ক. কোর্টে
খ. সার্কেল অফিসে
গ. পুলিশ সুপারের কার্যালয়ে
ঘ. থানায়

সঠিক উত্তরঃ খ. সার্কেল অফিসে

১৭. অসনাক্তকৃত লাশের সুরতহাল কে করতে পারেন?
ক. অফিসার-ইন-চার্জ
খ. সবগুলো
গ. ম্যাজিস্ট্রেট
ঘ. সাব-ইন্সপেক্টর

সঠিক উত্তরঃ খ. সবগুলো

১৮. পুলিশ রিপোর্ট বলতে কী বুঝায়?
ক. সুরতহাল রিপোর্ট
খ. এজাহার
গ. কেস ডায়েরি
ঘ. অভিযোগপত্র ও চূড়ান্ত রিপোর্ট

সঠিক উত্তরঃ ঘ. অভিযোগপত্র ও চূড়ান্ত রিপোর্ট

১৯. টিআই প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়?
ক. থানায় ও জেলখানায়
খ. থানায়
গ. আদালতে
ঘ. জেলখানায়

সঠিক উত্তরঃ ঘ. জেলখানায়

২০. কাজের চাপ কম থাকায় এএসআই সমর পুলিশ লাইন মার্কেটে একটি মোবাইলের দোকান খুলে ব্যবসা শুরু করল। এএসআই সমর কোন আইন ভঙ্গ করল?
ক. ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা
খ. দণ্ডবিধির ২৬৮ ধারা
গ. পুলিশ আইনের ১২ ধারা
ঘ. দণ্ডবিধির ১৬৮ ধারা

সঠিক উত্তরঃ ঘ. দণ্ডবিধির ১৬৮ ধারা

২১. কোন মামলায় এক্সপ্রেস লেটার প্রেরণ করতে হয়?
ক. ডাকাতি
খ. সিধেল চুরি
গ. চুরি
ঘ. দস্যুতা

সঠিক উত্তরঃ ক. ডাকাতি

২২. মালখানা রেজিস্টারে লাল কালি দিয়ে কখন জের টানতে হয়?
ক. প্রতিবছর পহেলা জানুয়ারি
খ. প্রতিবছর পহেলা জুন
গ. প্রতিবছর পহেলা ডিসেম্বর
ঘ. প্রতিবছর পহেলা জুলাই

সঠিক উত্তরঃ ক. প্রতিবছর পহেলা জানুয়ারি

২৩. একজন কনস্টেবল কোন ক্ষেত্রে তদন্ত করতে পারবে?
ক. থানায় অফিসার উপস্থিত না থাকলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা
খ. জিডিতে লিপিবদ্ধকৃত ঘটনা
গ. কোনো ক্ষেত্রেই তদন্ত করতে পারবে না
ঘ. আমলযোগ্য ঘটনা

সঠিক উত্তরঃ ক. থানায় অফিসার উপস্থিত না থাকলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

২৪. জন্ম ও মৃত্যু রেজিস্টার কোথায় থাকে?
ক. জেলখানায়
খ. আদালতে
গ. থানায়
ঘ. ফাঁড়িতে

সঠিক উত্তরঃ গ. থানায়

২৫. একজন বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন তার মালিকের অব্যবহৃত একটি নতুন ল্যাপটপ কাউকে না জানিয়ে তার মেয়ের ব্যবহারের জন্য অফিস থেকে রাতের বেলা বাসায় নিয়ে আসেন। তিনি কোন ধারার অপরাধ করেছেন?
ক. দণ্ডবিধির ৩৮১ ধারা
খ. দণ্ডবিধির ৩৭৯ ধারা
গ. দণ্ডবিধির ৩৮০ ধারা
ঘ. কোনো অপরাধ করেন নাই

সঠিক উত্তরঃ ক. দণ্ডবিধির ৩৮১ ধারা

২৬. কোনো ব্যক্তি মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হাতেনাতে ধৃত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে তদন্তকারী কর্মকর্তাকে কত কার্যদিবসের মধ্যে তদন্তকার্য সম্পন্ন করতে হবে?
ক. ১৫
খ. ২৫
গ. ৩০
ঘ. ২০

সঠিক উত্তরঃ গ. ৩০

২৭. দণ্ডবিধি আইনে বলপূর্বক আদায়ের ঘটনা সাধারণত কী ধরনের হয়ে থাকে?
ক. ঘটনাটি জামিনযোগ্য নয়, আমলযোগ্য নয় তবে মীমাংসাযোগ্য
খ. ঘটনাটি জামিনযোগ্য, আমলযোগ্য নয় এবং মীমাংসাযোগ্য নয়
গ. ঘটনাটি জামিনযোগ্য নয়, আমলযোগ্য নয় এবং মীমাংসাযোগ্য নয়
ঘ. ঘটনাটি জামিনযোগ্য, আমলযোগ্য এবং মীমাংসাযোগ্য

সঠিক উত্তরঃ ক. ঘটনাটি জামিনযোগ্য নয়, আমলযোগ্য নয় তবে মীমাংসাযোগ্য

২৮. তদন্ত-স্লিপ পূরণের ক্ষেত্রে কোনটি সঠিক হয়?
ক. অসৎ চরিত্রের লোকের গতিবিধি পর্যবেক্ষণের ক্ষেত্রে
খ. পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে
গ. ফৌজদারি প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে
ঘ. প্রেরিত ঘটনা রেজিস্টারে লাল কালি দিয়ে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে

সঠিক উত্তরঃ ক. অসৎ চরিত্রের লোকের গতিবিধি পর্যবেক্ষণের ক্ষেত্রে

২৯. দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য নির্ভর করে-
ক. বল প্রয়োগের ক্ষেত্রে
খ. অপরাধীর সংখ্যার উপর
গ. লুণ্ঠিত অর্থের পরিমাণের উপর
ঘ. ভিকটিমের সংখ্যার উপর

সঠিক উত্তরঃ খ. অপরাধীর সংখ্যার উপর

৩০. কত বছর পর্যন্ত শিশুর অপরাধ দণ্ডবিধি আইনে অপরাধ নয়?
ক. ৯ বছর
খ. ১১ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর

সঠিক উত্তরঃ ক. ৯ বছর

৩১. একজন ব্যক্তি চোরাই মাল অসাধুভাবে গ্রহণ করে, যার দখল ডাকাতির সাহায্যে হস্তান্তরিত হয়েছে বলে তার জানা আছে। এ ক্ষেত্রে উক্ত ব্যক্তি দণ্ডবিধি আইনের কত ধারায় অপরাধ করেছে?
ক. ৪১১ ধারা
খ. ৪১০ ধারা
গ. ৪১২ ধারা
ঘ. ৪০৯ ধারা

সঠিক উত্তরঃ গ. ৪১২ ধারা

৩২. কোন কোন ব্যক্তির বিবৃতি তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে?
ক. যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে অসমর্থ
খ. যে ব্যক্তি নিখোঁজ হয়েছে
গ. সবগুলো
ঘ. যে ব্যক্তি মারা গিয়েছে

সঠিক উত্তরঃ গ. সবগুলো

৩৩. রাজসাক্ষী কে হতে পারে?
ক. পুলিশের পরামর্শ মোতাবেক যে কোনো আসামি
খ. এজাহারনামীয় যে কোনো আসামি
গ. এজাহারনামীয় গুরুত্বপূর্ণ সাক্ষী
ঘ. ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তি প্রদানকারী কোনো আসামি

সঠিক উত্তরঃ ঘ. ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তি প্রদানকারী কোনো আসামি

৩৪. ক নামক এক ব্যক্তি ১৪ বছরের কম বয়স্ক একটি ছেলেকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতিরেকে প্রলুব্ধ করে নিয়ে যায়। দণ্ডবিধি আইন অনুসারে ক কোন অপরাধ করেছে?
ক. শিশু পাচার
খ. বেআইনি আটক
গ. মনুষ্য হরণ
ঘ. অপ্রাকৃত লালসা

সঠিক উত্তরঃ গ. মনুষ্য হরণ

৩৫. ক খ-কে মিথ্যা সাক্ষ্যদানের নিমিত্ত প্ররোচিত করে। ক উক্ত প্ররোচণার ফলে উক্ত অপরাধ সংঘটন করে। ক উক্ত অপরাধকে সহায়তা করার জন্য দণ্ডবিধি আইনের কোন ধারায় দোষী সাব্যস্ত হবে?
ক. ৩৭৯ ধারা
খ. ৩৬৬-ক ধারা
গ. ১০৯ ধারা
ঘ. ৩৪ ধারা

সঠিক উত্তরঃ গ. ১০৯ ধারা

৩৬. মৃত্যুকালীন ঘোষণা কী ধরনের সাক্ষ্য?
ক. দালিলিক সাক্ষ্য
খ. বস্তুগত সাক্ষ্য
গ. প্রাসঙ্গিক সাক্ষ্য
ঘ. ব্যক্তিগত সাক্ষ্য

সঠিক উত্তরঃ গ. প্রাসঙ্গিক সাক্ষ্য

৩৭. কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়?
ক. অন্ততপক্ষে ৩ জন
খ. সর্বোচ্চ ৪ জন
গ. কোনো নির্দিষ্ট সংখ্যক নয়
ঘ. কমপক্ষে ২ জন

সঠিক উত্তরঃ গ. কোনো নির্দিষ্ট সংখ্যক নয়

৩৮. কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক. গৌণ সাক্ষ্য
খ. অবস্থাগত সাক্ষ্য
গ. অন্যের নিকট শোনাভিত্তিক সাক্ষ্য
ঘ. দেখার ভিত্তিতে প্রদত্ত

সঠিক উত্তরঃ গ. অন্যের নিকট শোনাভিত্তিক সাক্ষ্য

৩৯. পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী কোনটি গুরুদণ্ড নয়?
ক. তিরস্কার
খ. অপসারণ
গ. পদাবনতি
ঘ. বেতন বৃদ্ধি স্থগিতকরণ

সঠিক উত্তরঃ ক. তিরস্কার

৪০. কোন আইনে সন্তানের অপরাধের জন্য অভিভাবকের শাস্তির বিধান রয়েছে?
ক. কোনোটিই নয়
খ. জুয়া আইন
গ. রেলওয়ে আইন
ঘ. গবাদি পশু আইন

সঠিক উত্তরঃ গ. রেলওয়ে আইন

৪১. সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ মোতাবেক অসদাচরণ বলতে বুঝায়-
ক. কর্তব্যে অবহেলা প্রদর্শন না করা
খ. গ ও ঘ
গ. কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্য অভিযোগ করা
ঘ. কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা

সঠিক উত্তরঃ খ. গ ও ঘ

৪২. মানব পাচার, প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক পুলিশ মানব পাচারের ঘটনা অবহিত হওয়ার পর কী ব্যবস্থা গ্রহণ করবে?
ক. ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবে
খ. মনিটরিং সেল গঠন করবে
গ. সংশ্লিষ্ট থানাকে অবহিত করবে
ঘ. সবগুলো কার্যক্রম গ্রহণ করবে

সঠিক উত্তরঃ ঘ. সবগুলো কার্যক্রম গ্রহণ করবে

৪৩. ধর্ষণের ফলে ধর্ষিতার মৃত্যু হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ?
ক. ৯ (১) ধারা
খ. ৯ (৪) ধারা
গ. ৯ (৩) ধারা
ঘ. ৯ (২) ধারা

সঠিক উত্তরঃ ঘ. ৯ (২) ধারা

৪৪. অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী অস্ত্র মামলার তদন্তের জন্য নিম্নের কোন সময়সীমাটি সঠিক হবে?
ক. প্রথম পর্যায়ে তদন্ত সমাপ্ত করতে না পারলে অতিরিক্ত ১৫ দিন
খ. হাতেনাতে অস্ত্রসহ আসামি ধৃত হলে ১০ কার্যদিবস
গ. আসামি হাতেনাতে ধরা না হলে ৬০ কার্যদিবস
ঘ. কোনোটিই সঠিক নয়

সঠিক উত্তরঃ গ. আসামি হাতেনাতে ধরা না হলে ৬০ কার্যদিবস

৪৫. সমাবেশে বা মিছিলে যোগদানকারী ব্যক্তিগত লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে পুলিশ আইন ১৮১৬ অনুযায়ী কে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ হবার আদেশ প্রদান করতে পারেন?
ক. সহকারী পুলিশ সুপার
খ. অফিসার-ইন-চার্জ
গ. সকলেই
ঘ. ম্যাজিস্ট্রেট

সঠিক উত্তরঃ গ. সকলেই

৪৬. ক এক মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উঠল সংক্রান্ত আইনের নির্দেশ অসঙ্গত ভাবে লঙ্ঘন করে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য নিয়ে নেয়। দণ্ডবিধি আইন অনুসারে ক কী ধরনের অপরাধ করেছে?
ক. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
খ. জালিয়াতি
গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ঘ. প্রতারণা

সঠিক উত্তরঃ গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

৪৭. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোনো ব্যক্তির বয়স অন্যুন কত বছর হতে হবে?
ক. ২২ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর

সঠিক উত্তরঃ ঘ. ২১ বছর

৪৮. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর অধীন কোনো অভিযুক্ত ব্যক্তি হাতেনাতে ধৃত হলে সেক্ষেত্রে তদন্ত কার্যক্রম সর্বোচ্চ কত দিনের মধ্যে সমাপ্ত করতে হবে?
ক. ৫২ কার্যদিবস
খ. ১৫ কার্যদিবস
গ. ৪৫ কার্যদিবস
ঘ. ৩০ কার্যদিবস

সঠিক উত্তরঃ ঘ. ৩০ কার্যদিবস

৪৯. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডভোগকারী একই অপরাধের পুনরাবৃত্তি করলে সংঘটিত অপরাধের জন্য কী দণ্ড প্রাপ্য হবে?
ক. পূর্ব দত্তের সমান দণ্ড
খ. ৬ মাস কারাদণ্ড
গ. পূর্ব দণ্ডের দ্বিগুণের কম হবে
ঘ. পূর্ব দণ্ডের দ্বিগুণের কম হবে না

সঠিক উত্তরঃ ঘ. পূর্ব দণ্ডের দ্বিগুণের কম হবে না

৫০. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী ম্যালওয়্যার বলতে কী বুঝায়?
ক. অ্যাপস এর মাধ্যমে অন্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন
খ. কম্পিউটারের সকল হার্ডয়ারকে
গ. অ্যাপস এর মাধ্যমে সেবা প্রদান
ঘ. অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল ডিভাইসের তথ্য চুরি

সঠিক উত্তরঃ ঘ. অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল ডিভাইসের তথ্য চুরি