১. হাজতখানায় প্রত্যেক বন্দির জন্য কতটুকু জায়গা থাকার প্রয়োজন রয়েছে?
ক. ২৮ বর্গফুট
খ. ৩৬ বর্গফুট
গ. ২৫ বর্গফুট
ঘ. ৫০ বর্গফুট
সঠিক উত্তরঃ খ. ৩৬ বর্গফুট
২. একটি জিডি বহিতে কতটি পৃষ্ঠা থাকে?
ক. ৫০০ পৃষ্ঠা
খ. ২০০ পৃষ্ঠা
গ. ৫০০ পৃষ্ঠা
ঘ. ১০০ পৃষ্ঠা
সঠিক উত্তরঃ খ. ২০০ পৃষ্ঠা
৩. নারী ধর্ষণের সংজ্ঞা কোন আইনে দেয়া হয়েছে?
ক. দণ্ডবিধির ৩৭৪ ধারায়
খ. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায়
গ. দণ্ডবিধির ৩৭৫ ধারায়
ঘ. পারিবারিক সহিংসতা আইনের ৯ ধারায়
সঠিক উত্তরঃ গ. দণ্ডবিধির ৩৭৫ ধারায়
৪. আসামি অস্ত্রসহ হাতেনাতে ধৃত হলে অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী তদন্তের প্রাথমিক সময়সীমা কত দিন?
ক. ৬০ দিন
খ. ১৫ দিন
গ. ২০ কার্যদিবস
ঘ. ১৫ কার্যদিবস
সঠিক উত্তরঃ খ. ১৫ দিন
৫. অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় কাকে গ্রেফতার করতে পারবে?
ক. অবৈধ অস্ত্র বহনকারী ব্যক্তিকে
খ. সন্দেহজনকভাবে গোলাবারুদ বহনকারী
গ. লাইসেন্সধারী সন্দেহজনকভাবে অস্ত্র বহনকারী ব্যক্তিকে
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ খ. সন্দেহজনকভাবে গোলাবারুদ বহনকারী
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।
যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৬. পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ এর অধীন সংঘটিত অপরাধের বিচার কোন আদালতে হবে?
ক. পারিবারিক আদালত
খ. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন আদালত
গ. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
ঘ. সহকারী জজ আদালত
সঠিক উত্তরঃ খ. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন আদালত
৭. উৎসব আয়োজনের ক্ষেত্রে কোনো লাইসেন্সের প্রয়োজন হলে পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী শর্তাবলি আরোপপূর্বক কে লাইসেন্স মঞ্জুর করতে পারেন?
ক. শিল্পকলার পরিচালক
খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ. পুলিশ সুপার
ঘ. অফিসার-ইন-চার্জ
সঠিক উত্তরঃ গ. পুলিশ সুপার
৮. সিনেমা হলে দর্শক প্রবেশের টিকিট কালোবাজারিকে পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী বিনা পরোয়ানায় কে গ্রেফতার করতে পারবে?
ক. কমপক্ষে সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার পুলিশ কর্মকর্তা
খ. এএসআই হতে তদূর্ধ্ব পুলিশ কর্মকর্তা
গ. শুধুমাত্র টিএসআই
ঘ. শুধুমাত্র সাব-ইন্সপেক্টর
সঠিক উত্তরঃ ক. কমপক্ষে সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার পুলিশ কর্মকর্তা
৯. সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী কোনটি লঘুদণ্ড?
ক. নির্দিষ্ট মেয়াদের জন্য বেতন বৃদ্ধি স্থগিতকরণ
খ. কোনোটিই নয়
গ. চাকরি হতে অপসারণ
ঘ. চাকরি হতে বরখাস্ত
সঠিক উত্তরঃ খ. কোনোটিই নয়
১০. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিম্নবর্ণিত কোন কার্যক্রমটি পুলিশের কার্যক্রমের আওতাভুক্ত নয়?
ক. মহাসড়কে মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ করা
খ. পরিবহন চালকের কর্মঘণ্টা নির্ধারণ করা
গ. ট্রাফিক সাইন ও সংকেত অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা
ঘ. মহাসড়কে চলাচলকারী মোটরযানের এক্সেল ওজন পরীক্ষা করা
সঠিক উত্তরঃ খ. পরিবহন চালকের কর্মঘণ্টা নির্ধারণ করা
১১. দণ্ডবিধিতে বর্ণিত অপরাধের তদন্ত, ইনকোয়ারি এবং বিচার কোন আইন
ক. দণ্ডবিধি ১৮৬০
খ. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮
গ. দেওয়ানি কার্যবিধি ১৯০৮
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ খ. ফৌজদারি কার্যবিধি ১৮৯৮
১২. “গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘণ্টার বেশি আটক রাখা যাবে না” বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক. ৩১
খ. ২৯
গ. ৩৩
ঘ. ৩৫
সঠিক উত্তরঃ গ. ৩৩
১৩. “জেলার পুলিশ সুপার তার অধিক্ষেত্রের সকল থানার অফিসার-ইন-চার্জের ক্ষমতা ভোগ করেন”- বিধানটি ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক. ৫৫১ ধারা
খ. ৫৫০ ধারা
গ. ৫৫৫ ধারা
ঘ. ৫৫৩ ধারা
সঠিক উত্তরঃ ক. ৫৫১ ধারা
১৪. অবৈধ সমাবেশ ছত্রভঙ্গকালে পুলিশ দলের সাথে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ কী হবে?
ক. কীভাবে গুলি বর্ষণ করতে হবে তা পুলিশ দলের নেতাকে বলে দেয়া
খ. কখন গুলি বর্ষণ করতে হবে সে সিদ্ধান্ত দেয়া
গ. কতজনকে গ্রেফতার করতে হবে তার সংখ্যা নির্ধারণ করে দেয়া
ঘ. পুলিশের কোন অফিসার কোথায় দাঁড়াবে তা নির্ধারণ করে দেয়া
সঠিক উত্তরঃ খ. কখন গুলি বর্ষণ করতে হবে সে সিদ্ধান্ত দেয়া
১৫. পুলিশ হেফাজতে আসামির মৃত্যু হলে কে সুরতহাল রিপোর্ট তৈরি করবেন?
ক. নির্বাহী ম্যাজিস্ট্রেট
খ. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ. চিকিৎসক
ঘ. সার্কেল এএসপি
সঠিক উত্তরঃ ক. নির্বাহী ম্যাজিস্ট্রেট
১৬. ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা অনুসারে ম্যাজিস্টেট কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন?
ক. আসামির বিচার শুরু করতে পারেন
খ. আসামিকে পুলিশ হেফাজতে দিতে পারেন
গ. আসামিকে খালাস
ঘ. আসামিক জামিন দিতে পারেন
সঠিক উত্তরঃ খ. আসামিকে পুলিশ হেফাজতে দিতে পারেন
১৭. সিআর কেস কী?
ক. Compulsory Registered Case
খ. Complaint Registered Case
গ. Committal Registered Case
ঘ. Criminal Registered Case
সঠিক উত্তরঃ খ. Complaint Registered Case
১৮. মামলার সিডি কী?
ক. মামলার কম্প্যাক্ট ডিস্ক
খ. মামলার গোপন তথ্য
গ. কোনোটিই নয়
ঘ. তদন্তের বিষয়ে বিভিন্ন তথ্য লেখা থাকে যে ডায়েরিতে
সঠিক উত্তরঃ ঘ. তদন্তের বিষয়ে বিভিন্ন তথ্য লেখা থাকে যে ডায়েরিতে
১৯. ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে কে স্বাক্ষর করবেন?
ক. সাক্ষ্য রেকর্ডকারী কর্মকর্তা
খ. সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট
গ. সাক্ষী নিজে
ঘ. তদন্তকারী কর্মকর্তা
সঠিক উত্তরঃ ঘ. তদন্তকারী কর্মকর্তা
২০. নিচের কোনটি মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত নয়?
ক. মূল দলিলের ফটোকপি
খ. জাবেদা নকল
গ. মূল দলিলের প্রতিলিপি
ঘ. মূল দলিল
সঠিক উত্তরঃ ঘ. মূল দলিল
২১. সাক্ষ্য দেওয়ার অযোগ্য হলো-
ক. দৈহিক ও মানসিক রোগাক্রান্ত ব্যক্তি যিনি প্রশ্ন শুনে স্বাভাবিক উত্তর দিতে পারে না
খ. অতি বৃদ্ধ ব্যক্তি
গ. অল্প বয়স্ক
ঘ. সকলেই
সঠিক উত্তরঃ ক. দৈহিক ও মানসিক রোগাক্রান্ত ব্যক্তি যিনি প্রশ্ন শুনে স্বাভাবিক উত্তর দিতে পারে না
২২. একজন আসামির দোষ স্বীকারোক্তি কোন অবস্থায় অন্য আসামির বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়?
ক. উভয়ের বিচার একই অপরাধে একত্রে হতে হবে
খ. উভয়কে একই সাথে পুলিশ হেফাজতে থাকতে হবে
গ. উভয়কে পরস্পর আত্মীয় হতে হবে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ ক. উভয়ের বিচার একই অপরাধে একত্রে হতে হবে
২৩. ইঙ্গিতবাহী প্রশ্ন কখন জিজ্ঞাসা করা যায়
ক. জেরার সময়
খ. পুনঃজবানবন্দি গ্রহণকালে
গ. জবাননন্দি গ্রহণকালে
ঘ. কখনই নয়
সঠিক উত্তরঃ ক. জেরার সময়
২৪. বিচারিক কার্যক্রমে চরিত্র কখন অপ্রাসঙ্গিক হবে?
ক. ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসৎ চরিত্র
খ. ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র
গ. দেওয়ানি মামলার কথিত আচরণ
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ গ. দেওয়ানি মামলার কথিত আচরণ
২৫. প্রতারণার উদ্দেশ্যে এসআই এর পোশাক পরিধান দণ্ডবিধি আইনের কত ধারায় অপরাধ?
ক. ১৭১ ধারা
খ. ১৪০ ধারা
গ. ১৭২ ধারা
ঘ. ১৭০ ধারা
সঠিক উত্তরঃ ক. ১৭১ ধারা
২৬. অস্ত্র সজ্জিত হয়ে ছয়জন দুষ্কৃতকারী সলিমুদ্দীনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা পয়সা ইত্যাদি একত্র করে একটি ব্যাগে ভরল। এই সময় পুলিশ আসার সংবাদ পেয়ে কোনো কিছু না নিয়েই দুষ্কৃতকারী দল পালিয়ে গেল। দুষ্কৃতকারীরা কী অপরাধ করেছিল?
ক. চুরি
খ. ডাকাতির চেষ্টা
গ. ডাকাতি
ঘ. দস্যুতা
সঠিক উত্তরঃ গ. ডাকাতি
২৭. চুরির অপরাধ সংঘটিত হলে চুরির বস্তুটি কোন প্রকৃতির হতে হবে
ক. অস্থাবর হতে হবে
খ. স্থাবর হতে হবে
গ. লুকিয়ে রাখার মতো হতে হবে
ঘ. মূল্যবান হতে হবে
সঠিক উত্তরঃ ক. অস্থাবর হতে হবে
২৮. দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী গুরুতর আঘাতের শ্রেণি হলো-
ক. গ ও ঘ
খ. যে আঘাত দশ দিন যাবৎ তীব্র দৈহিক যন্ত্রণা দেয়
গ. চোখ নষ্ট করে ফেলা
ঘ. দাঁত ভেঙে ফেলা
সঠিক উত্তরঃ ক. গ ও ঘ
২৯. দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?
ক. মানহানি
খ. রাতের বেলা ঘর ভেঙে অনুপ্রবেশ
গ. আক্রমণ
ঘ. রাষ্ট্রদ্রোহিতা
সঠিক উত্তরঃ খ. রাতের বেলা ঘর ভেঙে অনুপ্রবেশ
৩০. ক কুৎসামূলক লেখা প্রকাশ করার ভয় দেখিয়ে খ-কে ১০,০০০ টাকা প্রদানে প্রবৃত্ত করে। ক নিম্নের কোন অপরাধ করেছে?
ক. বলপূর্বক গ্রহণ
খ. মানহানি
গ. প্রতারণা
ঘ. দস্যুতা
সঠিক উত্তরঃ ক. বলপূর্বক গ্রহণ
৩১. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিম্নবর্ণিত কোনটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে?
ক. ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালালে
খ. গণপরিবহনে ভাড়ার চার্ট টানানো না থাকলে
গ. ক এবং খ উভয়
ঘ. ট্যাক্স-টোকেনের ফটোকপি মোটরযানে রাখলে
সঠিক উত্তরঃ গ. ক এবং খ উভয়
৩২. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর কোন ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার করা হয়?
ক. ১৫ ধারা
খ. ৩২ ধারা
গ. ২১ ধারা
ঘ. ২৭ ধারা
সঠিক উত্তরঃ গ. ২১ ধারা
৩৩. নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) অনুযায়ী ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর ভরণপোষণের ব্যয় কে বহন করবে?
ক. মাতৃকুলীয় আত্মীয় স্বজন
খ. সামাজিক কল্যাণ তহবিল
গ. মাতা
ঘ. রাষ্ট্র
সঠিক উত্তরঃ ঘ. রাষ্ট্র
৩৪. যৌতুক নিরোধ আইন ২০১৮ এর অধীনে সংঘটিত অপরাধ সাধারণত কী ধরনের হয়ে থাকে?
ক. আমলযোগ্য, জামিনযোগ্য নয় এবং আপসযোগ্য নয়
খ. আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপসযোগ্য নয়
গ. আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপষযোগ্য
ঘ. আমলযোগ্য নয়, জামিনযোগ্য নয় এবং আপসযোগ্য নয়
সঠিক উত্তরঃ গ. আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপষযোগ্য
৩৫. সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী রোগের তথ্য গোপন করা কোন ধারার অপরাধ?
ক. ৫ ধারা
খ. ১৭ ধারা
গ. ২৪ ধারা
ঘ. ২৬ ধারা
সঠিক উত্তরঃ গ. ২৪ ধারা
৩৬. বিবাহ বন্ধনে আবদ্ধ বা আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মূলে নিম্নবর্ণিত কোন সনদটি প্রমাণ হিসেবে বিবেচিত হবে না?
ক. জাতীয় পরিচয়পত্র
খ. জন্ম নিবন্ধন সনদ
গ. ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট
ঘ. মাধ্যমিক স্কুল সাটিফিকেট
সঠিক উত্তরঃ গ. ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট
৩৭. মানি লন্ডানিং বলতে কী বুঝায়?
ক. অবৈধ সম্পত্তি হস্তান্তরে সহায়তা করা
খ. অবৈধ সম্পত্তি জানা সত্ত্বেও ভোগ করা
গ. বৈধ অর্থ নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ গ. বৈধ অর্থ নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা
৩৮. ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ মূলে পুলিশ কমিশনার লিখিত আদেশবলে যে কোনো যানবাহন সর্বোচ্চ কত দিনের জন্য রিকুইজিশন করতে পারেন?
ক. ৩ দিন
খ. ১ মাস
গ. ৭ দিন
ঘ. ১০ দিন
সঠিক উত্তরঃ গ. ৭ দিন
৩৯. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে তল্লাশি পরিচালনকারী অফিসারের সন্দেহ হলে সন্দেহভাজনের নিম্নবর্ণিত কী ধরনের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন?
ক. সবগুলো
খ. ডোপ টেস্ট
গ. এক্স-রে
ঘ. আলট্রাসনোগ্রাম
সঠিক উত্তরঃ ক. সবগুলো
৪০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধের (৩০ দিনের অধিক নয়) ঘোষণা কে দিতে পারেন?
ক. সমাজকল্যাণ অধিদপ্তর
খ. অফিসার-ইন-চার্জ
গ. পুলিশ কমিশনার
ঘ. খ এবং গ উভয়
সঠিক উত্তরঃ গ. পুলিশ কমিশনার
৪১. অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কতজন সদস্য থাকতে হবে?
ক. ৫ জন
খ. ২ জন
গ. 8 জন
ঘ. ৬ জন
সঠিক উত্তরঃ খ. ২ জন
৪২. ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু হলে দণ্ডবিধি আইনের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে?
ক. ৩০৪-খ ধারা
খ. ৩০৫ ধারা
গ. ৩০৪ ধারা
ঘ. ৩০৪-ক ধারা
সঠিক উত্তরঃ ঘ. ৩০৪-ক ধারা
৪৩. ক বিক্রয়কৃত জমি পুনরায় খ এর নিকট বিক্রি করল। ক নিম্নের কোন অপরাধ করেছে?
ক. অপরাধজনক আত্মসাৎ
খ. প্রতারণার অপরাধ
গ. সবগুলো
ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
সঠিক উত্তরঃ ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
৪৪. কে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে পারেন?
ক. সাব-ইন্সপেক্টর ও তদূর্ধ্ব পুলিশ অফিসার
খ. অফিসার-ইন-চার্জ নির্দেশিত যে কোনো পুলিশ অফিসার
গ. কমপক্ষে এএসআই
ঘ. কেবল সাব-ইন্সপেক্টর
সঠিক উত্তরঃ গ. কমপক্ষে এএসআই
৪৫. নিচের কোনটি কেস ডায়েরির অংশ নয়?
ক. স্কেচ ম্যাপ
খ. সুরতহাল রিপোর্ট
গ. সাক্ষ্য মেমো
ঘ. সাক্ষীর জবানবন্দি
সঠিক উত্তরঃ গ. সাক্ষ্য মেমো
৪৬. অস্বাভাবিক মৃত্যুর তদন্তের কোন ক্ষেত্রে কেস ডায়েরি পেশ করতে হয়?
ক. সংঘটিত অপরাধ বোধগম্য অপরাধ হিসেবে বিবেচিত হলে
খ. একক ঘটনায় একাধিক ব্যক্তি মারা গেলে
গ. তদন্তের কাজ একদিনের বেশি স্থায়ী হলে
ঘ. ক এবং খ উভয় ঘটনার ক্ষেত্রে
সঠিক উত্তরঃ গ. তদন্তের কাজ একদিনের বেশি স্থায়ী হলে
৪৭. নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে কোনো অবস্থাতেই হাতকড়ার ব্যবহার করা যাবে না?
ক. বিচারাধীন বন্দির ক্ষেত্রে
খ. অ-জামিনযোগ্য বন্দির ক্ষেত্রে
গ. জামিনযোগ্য বন্দির ক্ষেত্রে
ঘ. গ্রেফতারকৃত সাক্ষীর ক্ষেত্রে
সঠিক উত্তরঃ ঘ. গ্রেফতারকৃত সাক্ষীর ক্ষেত্রে
৪৮. থানার নগদ হিসাব বহিতে কোন ধরনের অর্থের হিসাব অন্তর্ভুক্ত করতে হবে?
ক. বিচার বিভাগীয় জরিমানা হতে আদায়কৃত অর্থ
খ. ফোর্সের মাসিক বেতন
গ. কোনোটিই নয়
ঘ. তদন্ত ব্যয়
সঠিক উত্তরঃ ঘ. তদন্ত ব্যয়
৪৯. থানার হাজতখানার চাবি কার নিকট থাকবে?
ক. ডিউটি অফিসারের নিকট
খ. অফিসার-ইন-চার্জের নিকট
গ. জুনিয়র এএসআই এর নিকট
ঘ. প্রহরীর নিকট
সঠিক উত্তরঃ ঘ. প্রহরীর নিকট
৫০. মামলার চূড়ান্ত স্মারকপত্র সাধারণত কে তৈরি করে থাকেন?
ক. তদন্তকারী কর্মকর্তা
খ. সার্কেল এএসপি
গ. অফিসার-ইন-চার্জ
ঘ. কোর্ট ইন্সপেক্টর
সঠিক উত্তরঃ ঘ. কোর্ট ইন্সপেক্টর