১. দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?
ক. মানহানি
খ. দস্যুতা
গ. আক্রমণ
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ খ. দস্যুতা
২. সরকারি চাকরি আইন, ২০১৮ অনুসারে কোনো সরকারি কর্মচারী কত বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন?
ক. ১০ বছর
খ. ২৫ বছর
গ. ১৫ বছর
ঘ. ২০ বছর
সঠিক উত্তরঃ খ. ২৫ বছর
৩. যদি কোনো সরকারি কর্মকর্তা অর্থের দায়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো এক বিশষ ট্রেজারিতে অর্থ জমাকরণের জন্য আইন বলে আদিষ্ট হওয়া সত্ত্বে উক্ত অর্থ জমা না করে আত্মসাৎ করেন, তবে বর্ণিত কর্মকর্তা নিম্নোক্ত কোন ধরনের অপরাধ করেছেন?
ক. প্রতারণা
খ. জালিয়াতি
গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ঘ. অসাধুভাবে অর্থ আত্মসাৎ
সঠিক উত্তরঃ গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
৪. ইনকোয়ারী স্লিপ নিম্নবর্ণিত কোন কারণে ইস্যু করা হয়?
ক. অসৎ চরিত্রের লোকের গতিবিধি জানার জন্য
খ. পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য
গ. মামলার ভুল সংশোধনের জন্য
ঘ. ক ও খ
সঠিক উত্তরঃ খ. পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য
৫. ক যদি একজন বিবাহিত মহিলা খ এর সাথে তার সম্মত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তবে ক কর্তৃক নিম্নের কোন অপরাধটি সংঘটিত হয়েছে?
ক. ধর্ষণ
খ. ব্যভিচার
গ. শ্রীলতাহানী
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ খ. ব্যভিচার
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল এমসিকিউ Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে। পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আরও এমসিকিউ রয়েছে Law School BD অ্যাপে।
যেসব পুলিশ সদস্য পদোন্নতির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের সাহায্যের জন্য Law School BD অ্যাপে অনেক মডেল টেস্ট রয়েছে। এই মডেল টেস্টগুলোর বিশেষত্ব হলো, পুলিশ পদোন্নতির জন্য প্রয়োজনীয় সকল আইন দিয়ে তৈরী এবং একটি এমসিকিউ দ্বিতীয়বার যোগ করা হয়নি। তাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Law School BD অ্যাপের প্রতিটি মডেল টেস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, একজন পুলিশ সদস্য Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হতে পারলে পুলিশ বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাই, Law School BD অ্যাপে নিয়মিত মডেল টেস্ট দিন, নিজের দেওয়া ভুল উত্তর সংশোধন করুন।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
৬. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক সাক্ষীর প্রতি জারিকৃত সমনে কে স্বাক্ষর করে থাকেন?
ক. থানার অফিসার ইনচার্জ
খ. আদালতে প্রিজাইডিং অফিসার
গ. সার্কেল এএসপি
ঘ. ক, খ, গ এর কেউ না
সঠিক উত্তরঃ খ. আদালতে প্রিজাইডিং অফিসার
৭. নিম্নোক্ত কোন ক্ষেত্রে চুরি সংঘটিত হবে না-
ক. ক তার বান্ধবী খ এর নিকট হতে খ এর স্বামী আংটি নিয়ে যায়
খ. ক মালিকের সম্মতি ব্যতিরেকে তার দায়িত্বধীন ট্রাক নিয়ে অন্যত্র চলে যায়
গ. ক এর হাতে বিস্কুটের প্যাকেট দেখে খ এর কুকুর অনুসরণ করে
ঘ. খ ও গ উভয়
সঠিক উত্তরঃ গ. ক এর হাতে বিস্কুটের প্যাকেট দেখে খ এর কুকুর অনুসরণ করে
৮. কত মাসের মধ্যে কোনো দাবিদার উপস্থিত না হলে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত সন্দেহজনক সম্পত্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ প্রদান করতে পারেন?
ক. ৬ মাস
খ. ৩ মাস
গ. ৯ মাস
ঘ. ১২ মাস
সঠিক উত্তরঃ ক. ৬ মাস
৯. মেমো অব অ্যাভিডেন্স (ME) কী?
ক. গ্রেফতারি ওয়ারেন্ট কার্যকর সংক্রান্ত প্রতিবেদন
খ. মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত
গ. স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ঘ. জিম্মানামা
সঠিক উত্তরঃ খ. মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত
১০. বেপরোয়া বা তাচ্ছিল্য সহকারে কোনো কার্য সম্পাদন করে গুরুতর আঘাত প্রদান করায় মনুষ্য জীবন বিপন্ন হয়ে উঠলে দণ্ডবিধি কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ হবে?
ক. ২৮০ ধারা
খ. ৩৩৮ ধারা
গ. ৩০৪-ক ধারা
ঘ. ২৭৯ ধারা
সঠিক উত্তরঃ খ. ৩৩৮ ধারা
১১. দণ্ডবিধি অনুসারে অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কতজন ব্যক্তির সমবেত হওয়াকে বেআইনি সমাবেশ বলে?
ক. দুই বা ততোধিক
খ. পাঁচ বা ততোধিক
গ. তিন বা ততোধিক
ঘ. দশ বা ততোধিক
সঠিক উত্তরঃ খ. পাঁচ বা ততোধিক
১২. দণ্ডবিধি ২০১ ধারার অধীনে অপরাধ প্রমাণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোনটি প্রমাণ করা আবশ্যক?
ক. আসামি সাক্ষ্য অদৃশ্য করেছে
খ. আসামি প্রকৃত অপরাধীকে শাস্তি হতে রক্ষার জন্য অপরাধ করেছে
গ. ক ও খ
ঘ. আসামি মিথ্যা বলে জেনে কোনো ঘোষণাকে সত্য বলে ব্যবহার করেছে
সঠিক উত্তরঃ গ. ক ও খ
১৩. ধর্তব্য অপরাধে প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করতে পুলিশের কোন পদের অফিসার হতে হয়?
ক. থানার অফিসার ইন-চার্জ
খ. পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা
গ. সাবইন্সপেক্টর
ঘ. এএসআই
সঠিক উত্তরঃ ক. থানার অফিসার ইন-চার্জ
১৪. বিচারিক কার্যক্রম নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাক্ষী আহবানের প্রয়োজন নেই?
ক. দলিল ২০ বছরের ঊর্ধ্বে হলে
খ. দলিল ৩০ বছরের ঊর্ধ্বে হলে
গ. উইল বা ইচ্ছাপত্র
ঘ. ১০০ টাকার ঊর্ধ্বে বন্ধকী দলিল
সঠিক উত্তরঃ খ. দলিল ৩০ বছরের ঊর্ধ্বে হলে
১৫. দুই বছরের নিম্নে দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্র অংশগ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি প্রযোজ্য হবে?
ক. অপরাধটি মীমাংসাযোগ্য
খ. অপরাধটি জামিনযোগ্য নয়
গ. অপরাধটি মীমাংসাযোগ্য
ঘ. কোনোটিই না
সঠিক উত্তরঃ ক. অপরাধটি মীমাংসাযোগ্য
১৬. বিকৃত মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি কোন ক্ষেত্রে আদালতে সাক্ষ্য আহবানে প্রয়োজন নেই?
ক. পূর্ণবয়স্ক ব্যক্তি হলে
খ. জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারলে
গ. ইঙ্গিতবাহী প্রশ্নের উত্তর প্রদান না করলে
ঘ. কোনো ক্ষেত্রে না
সঠিক উত্তরঃ খ. জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারলে
১৭. ক চ এর সম্মতি ব্যতিরেকে একটি কুকুর চ জখমপ্রাপ্ত হলো। ক নিম্নের কোন অপরাধ করেছে?
ক. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
খ. অপরাধমূলক বল প্রয়োগ
গ. অবৈধ বাধা
ঘ. অবৈধ আক্রমণ
সঠিক উত্তরঃ খ. অপরাধমূলক বল প্রয়োগ
১৮. কোনো সাক্ষীর মৃত্যু হলে তার পূর্বোক্ত সাক্ষ্যে বর্ণিত কোনো ঘটনাকে সত্যতা পরবর্তী কোনো মামলায় নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে?
ক. পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে হলে
খ. পরবর্তী মামলার স্বার্থ সংশ্লিষ্ট
গ. পাঁচ বা ততোধিক
ঘ. দশ বা ততোধিক
সঠিক উত্তরঃ ঘ. দশ বা ততোধিক
১৯. ইনকোয়ারি নোট শিটে নিম্নবর্ণিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে?
ক. মামলার তদন্ত তদারকি নির্দেশনা
খ. পরবর্তী মামলার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হলে
গ. ক ও খ
ঘ. পরবর্তী মামলার বিচার্য প্রশ্ন প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্নের অনুরূপ না হলে
সঠিক উত্তরঃ ঘ. পরবর্তী মামলার বিচার্য প্রশ্ন প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্নের অনুরূপ না হলে
২০. তৃতীয় পক্ষ সাক্ষী বলতে কী বুঝায়?
ক. যিনি বাদীর পক্ষে সাক্ষী দেন
খ. যিনি বিবাদী পক্ষে সাক্ষী দেন
গ. যিনি বিবাদী বা বাদী উভয়ের পক্ষে সাক্ষী দেন
ঘ. ক, খ, গ কোনোটাই নয়
সঠিক উত্তরঃ ঘ. ক, খ, গ কোনোটাই নয়
২১. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর অধীন গণ-উপদ্রব সম্পর্কিত বিধান কোন এলাকার জন্য প্রযোজ্য হবে না?
ক. পাহাড়ী এলাকা
খ. মহানগর এলাকা
গ. জেলা শহর
ঘ. উপজেলা শহর
সঠিক উত্তরঃ ক. পাহাড়ী এলাকা
২২. সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হলে এর ভিত্তিতে পুলিশ অফিসার কর্তৃক গঠিত অভিযোগের একটি কপি নিম্নবর্ণিত কার নিকট হস্তান্তর করতে হবে?
ক. অভিযুক্ত ব্যক্তি
খ. অফিসার ইনচার্জ
গ. ট্রাফিক ইন্সপেক্টর
ঘ. কোর্ট ইন্সপেক্টর
সঠিক উত্তরঃ ক. অভিযুক্ত ব্যক্তি
২৩. কোন ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ ঘটনা সম্পর্কে তদন্ত করবেন না?
ক. তদন্ত করার যথাযথ কারণ না থাকলে
খ. ঘটনাটি দণ্ডবিধি ৯৫ ধারা আওতায় পড়লে
গ. ঘটনার আহত ব্যক্তি তদন্ত না চাইলে
ঘ. সবগুলো
সঠিক উত্তরঃ ঘ. সবগুলো
২৪. Criminal Inteeligence Gazette কোথা থেকে প্রকাশিত হয়?
ক. বিজি প্রেস
খ. এসবি
গ. সিআইডি
ঘ. পুলিশ হেডকোয়ার্টার্স
সঠিক উত্তরঃ গ. সিআইডি
২৫. এক জেলার থেকে ইস্যুকৃত পরোয়ানা অন্য জেলায় কার্যকর করা হলে এবং গ্রেফতারের স্থান হতে পরোয়ানা জারিকৃত আদালতের দূরত্ব ২০ মাইলের বেশি হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে কার নিকট উপস্থিত করতে হবে?
ক. সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট
খ. সংশ্লিষ্ট এলাকার জেলা পুলিশ সুপারের নিকট
গ. সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনারের নিকট
ঘ. খ,গ ও ঘ এর যে কারো নিকট
সঠিক উত্তরঃ ঘ. খ,গ ও ঘ এর যে কারো নিকট
২৬. কোন আইন / বিধি অনুসারে একজন এএসআই কোনো আমলযোগ্য মামলার রেকর্ডপূর্বক তা প্রাথমিক ভাবে তদন্ত করতে পারেন?
ক. পুলিশ আইনের ২৩ ধারা
খ. ফৌজদারি কার্যবিধি ৪(১) (৩) ধারা
গ. ফৌজদারি কার্যাবলি ১৫৪ ধারা
ঘ. পিআরবি ২০৬ বিধি
সঠিক উত্তরঃ গ. ফৌজদারি কার্যাবলি ১৫৪ ধারা
২৭. থানায় লিপিবদ্ধকৃত সাধারণ ডায়েরি কার্বন কপি কার নিকট প্রেরণ করতে হয়?
ক. সার্কেল এএসপি
খ. অফিসার ইনচার্জ
গ. আদালত
ঘ. পুলিশ সুপার
সঠিক উত্তরঃ ক. সার্কেল এএসপি
২৮. পুলিশ আইন, ১৮৬১ মোতাবেক অনুমতি সাপেক্ষে বিশেষ পুলিশ নিয়োগ করা যায়-
ক. স্থানীয় অধিবাসী থেকে
খ. সমাজের অগ্রসর অংশ থেকে
গ. কমিউনিটি পুলিশিং থেকে
ঘ. রিজার্ভ পুলিশ থেকে
সঠিক উত্তরঃ ক. স্থানীয় অধিবাসী থেকে
২৯. বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে CDMS এর পূর্ণরূপ কোনটি?
ক. Call Data Managment System
খ. Crime Date Managment System
গ. Criminal Data Managment System
ঘ. Climate Data Management System
সঠিক উত্তরঃ খ. Crime Date Managment System
৩০. কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে বাদীকে কোন আইনের অধীনে শাস্তির আওতায় আনা যাবে?
ক. নারী শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা
খ. নারী শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারা
গ. পিআরবি এর প্রবিধান ২৭৯
ঘ. দণ্ডবিধি ২১১ ধারা
সঠিক উত্তরঃ ক. নারী শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা
৩১. পিআরবি ১৯৪৩, অনুযায়ী নিচের কোনটি লঘুদণ্ডের শ্রেণিভুক্ত হবে?
ক. অপসারণ
খ. বরখাস্ত
গ. কোয়াটার গার্ড
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তরঃ গ. কোয়াটার গার্ড
৩২. Bangladesh Financial Intelligence Unit (BFIU)-এর চাহিদা মোতাবেক সময় সময় মানি লন্ডারিং অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি নিম্নবর্ণিত কোন রিপোর্ট প্রদানকারী সংস্থা দাখিল করবে?
ক. আদালত
খ. পুলিশ
গ. বীমাকারী
ঘ. খ ও গ
সঠিক উত্তরঃ গ. বীমাকারী
৩৩. পুলিশ অফিসার কর্তৃক কর্মরত ইউনিটের থানা মালখানার একটি মোটর সাইকেল নিলামে ক্রয় করলে দণ্ডবিধি কোন ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ হবে?
ক. ১৭০ ধারা
খ. শাস্তিযোগ্য অপরাধ নয়
গ. ১৬৮ ধারা
ঘ. ১৬৯ ধারা
সঠিক উত্তরঃ ঘ. ১৬৯ ধারা
৩৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী স্বাক্ষর প্রতিপাদন যন্ত্র বলতে কি বোঝায়?
ক. ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট
খ. স্বাক্ষর সৃষ্টির উপাত্ত প্রস্তুতে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার
গ. স্বাক্ষর যাচাইকরণে প্রস্তুতে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার
ঘ. স্বাক্ষর ইস্যুকারী ব্যক্তি
সঠিক উত্তরঃ গ. স্বাক্ষর যাচাইকরণে প্রস্তুতে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার
৩৫. তদন্তকারী পুলিশ অফিসার মামলা তদন্ত আরম্ভ, শেষ এবং অন্যান্য বিবরণ কোন ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন?
ক. পার্সোনাল ডায়েরি
খ. জেনারেল ডায়েরি
গ. কেস ডায়েরি
ঘ. কোনোটিই না
সঠিক উত্তরঃ গ. কেস ডায়েরি
৩৬. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী পুলিশ কর্মকর্তা অর্থে নিচে বর্ণিত কোন কর্মকর্তাকে বোঝানো হয়েছে?
ক. পুলিশ সুপার পদমর্যাদা নিচে নয়
খ. ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয়
গ. সাব-ইন্সপেক্টর পদমর্যাদা নিচে নয়
ঘ. অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদা নিচে নয়
সঠিক উত্তরঃ গ. সাব-ইন্সপেক্টর পদমর্যাদা নিচে নয়
৩৭. ফৌজদারি কার্যবিধি, ২০৯৮-এর কোন অধ্যায়ের সাক্ষী হাজির নিশ্চিত করতে পুলিশ অফিসারকে ক্ষমতা প্রদান করা যায়?
ক. পঞ্চদশ অধ্যায়
খ. দ্বিতীয় অধ্যায়
গ. চতুর্দশ অধ্যায়
ঘ. পঞ্চম অধ্যায়
সঠিক উত্তরঃ গ. চতুর্দশ অধ্যায়
৩৮. নারী শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালে রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন আদালতে আপিল করতে পাবে?
ক. হাইকের্ট বিভাগে
খ. উচ্চ আদালতে
গ. আপীল করা যাবে না
ঘ. রায় প্রদানকারী ট্রাইবুনালে
সঠিক উত্তরঃ ক. হাইকের্ট বিভাগে
৩৯. ক তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। ক-কে গ্রেফতার করার ক্ষমতা কার রয়েছে?
ক. শুধুমাত্র পুলিশ অফিসার
খ. পুলিশ অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ. যে কোনো ব্যক্তি
ঘ. পরোয়ানা ব্যতীত কেউ গ্রেফতার করতে পারবে না
সঠিক উত্তরঃ গ. যে কোনো ব্যক্তি
৪০. পুলিশ আইন, ১৮৬১ অনুসারে কোনো পুলিশ সদস্যের নিয়োগ বা নিযুক্তির অবসান ঘটলে এবং উক্ত সদস্য তার সরকারি পোশাক, অস্ত্র গুলি কর্তৃপক্ষের নিকট জমা না দিলে আদালত কর্তৃক নিচে বর্ণিত কোন শাস্তির বিধান রয়েছে?
ক. ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা ৬ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ড
খ. কোনোটিই নয়
গ. ২০০ টাকা পর্যন্ত জরিমানা
ঘ. ২০০ টাকা পর্যন্ত জরিমানা বা ৯ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ড
সঠিক উত্তরঃ খ. কোনোটিই নয়
৪১. শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা জেলা বা উপজেলা প্রবেশন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবে?
ক. জেলা ম্যাজিস্ট্রেট
খ. উপজেলা নির্বাহী কর্মকর্তা
গ. পুলিশ সুপার
ঘ. সমাজসেবা কর্মকর্তা
সঠিক উত্তরঃ ঘ. সমাজসেবা কর্মকর্তা
৪২. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ সংঘটনের সহায়তাকারী আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী শাস্তির বিধান কী?
ক. ১০ ধারা বিধান মোতাবেক শাস্তি ভোগ করবে
খ. সহায়তাকারীকে শাস্তি দেয়া যাবে না
গ. শুধু অপরাধ সংঘটনকারীকে শাস্তি দেয়া যাবে না
ঘ. ৫ ধারা বিধান মোতাবেক শাস্তি ভোগ করবে
সঠিক উত্তরঃ ঘ. ৫ ধারা বিধান মোতাবেক শাস্তি ভোগ করবে
৪৩. পিআরবি, ১৪৩ অনুযায়ী যোগদানের প্রতিবেদনের পাওয়া মাত্রই প্রতিটি পদায়ন নিচের কোন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে?
ক. Stock Book
খ. Casualties Register
গ. Disposition Register
ঘ. Diuty Roster
সঠিক উত্তরঃ গ. Disposition Register
৪৪. পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এর অধীন কোনো অভিযোগ নিচে বর্ণিত কোন স্থানের অধিক্ষেত্র সম্পন্ন আদালতে দাখিল করা যাবে?
ক. পারিবারিক সহিংসতা যে স্থানে ঘটেছে
খ. যে স্থানে আবেদনকারী বসবাস করে
গ. সবগুলো
ঘ. যে স্থানে প্রতিপক্ষ বসবাস করে
সঠিক উত্তরঃ গ. সবগুলো
৪৫. গত ৩০ বছর যাবত জীবিত ক মারা গেছে বলে উত্থাপিত দাবি আদালতে প্রমাণের দায়িত্ব কার?
ক. রাষ্ট্রপক্ষের
খ. জীবিত দাবিকারী
গ. মৃত দাবিকারী
ঘ. জীবিত-মৃত দাবিকারী
সঠিক উত্তরঃ গ. মৃত দাবিকারী
৪৬. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পারমিট ব্যতীত নিচের কোন শ্রেণির মানুষ মদ পান করতে পারবে?
ক. অভিজাত শ্রমিক
খ. কোনোটিই সঠিক না
গ. পোশাক শ্রমিক
ঘ. চা শ্রমিক
সঠিক উত্তরঃ ঘ. চা শ্রমিক
৪৭. মামলা তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে একজন আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেন। আদালতে গোপন সংবাদটি কে দিয়েছিল তা জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রদানকারীর নাম বলতে অস্বীকার করলেন। তিনি কোন আইনের বলে তা করলেন?
ক. দণ্ডবিধি আইনের ১০৬ ধারা
খ. ডিএসবি ম্যানুয়াল এর ১০৮ বিধি
গ. সাক্ষ্য আইনের ১৩০ ধারা
ঘ. সাক্ষ্য আইনের ১২৫ ধারা
সঠিক উত্তরঃ ঘ. সাক্ষ্য আইনের ১২৫ ধারা
৪৮. পিআরবি, ১৯৪৩ মোতাবেক সরকারি চাকরিতে নিযুক্তির জন্য কোনো প্রার্থীর স্থানীয় তদন্ত নিম্নবর্ণিত কোন পদমর্যাদার কর্মকর্তা সম্পন্ন করতে পারবে?
ক. এসআই পদমর্যাদার নিচে নয়
খ. এসআই পদমর্যাদার কর্মকর্তা
গ. ইন্সপেক্টর হতে তদূর্ধো কর্মকর্তা
ঘ. এএসআই পদমর্যাদার নিচে নয়
সঠিক উত্তরঃ ঘ. এএসআই পদমর্যাদার নিচে নয়
৪৯. সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে সংক্রামক রোগ অর্থে নিম্নে কোন রোগ অন্তর্ভুক্ত হবে না?
ক. কালাজ্বর
খ. অ্যাভিয়ার ফু
গ. খাদ্যে বিষক্রিয়া
ঘ. ডায়াবেটিস
সঠিক উত্তরঃ ঘ. ডায়াবেটিস
৫০. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী গঠিত জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সদস্য নন?
ক. সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়
খ. চেয়ারম্যান, বিটিআরসি
গ. সচিব, সুরক্ষা সেবা বিভাগ
ঘ. গভর্নর, বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তরঃ গ. সচিব, সুরক্ষা সেবা বিভাগ