পুলিশ বিভাগীয় পদোন্নতির লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসতে পারে বাস্তব সমস্যা ও সমাধান নিচে দেওয়া হলঃ
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, লোকটি পাগল তাই তিনি দন্ডবিধি আইনের ৮৪ ধারা মোতাবেক অপরাধের দায় হতে রেহাই পাবে। দন্ডবিধি আইনের ৮৪ ধারা মোতাবেক পাগল ব্যক্তির যে কোন কার্য অপরাধ বলে গণ্য হয় না।
দন্ডবিধি আইনের ৮৪ ধারা।
উত্তরঃ প্রশ্ন হতে বোঝা যায়, রহিম অন্যের দ্বারা নেশাগ্রস্থ হয়ে আজাদকে মারধর করেছে তাই তিনি দন্ডবিধি আইনের ৮৫ ধারা মোতাবেক উক্ত অপরাধের দায় থেকে রেহাই পাবে।
দন্ডবিধি আইনের ৮৫ ধারা
একটু খেয়াল করুন, এই পোস্টের সকল কন্টেন্ট Law School BD অ্যাপ থেকে নেওয়া হয়েছে।
Law School BD অ্যাপে পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজনীয়—
১. সকল আইনের ভাষ্য
২. আইনের সূচি
৩. সংজ্ঞা ও পার্থক্য
৪. বাস্তব সমস্যা
৫. এমসিকিউ (MCQ)
৬. রচনামূলক প্রশ্ন
রয়েছে, যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
এই অ্যাপটিতে প্রায় ৭-৮টি আইন বইয়ের সমপরিমান কন্টেন রয়েছে যা আপনি পাবেন একটি বইয়ের মূল্যে।
পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতির জন্য ১৮০+ বাস্তব সমস্যা ও সমাধান পেতে Law School BD অ্যাপ ব্যবহার করুন।
Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।
উত্তরঃ প্রশ্ন হতে বোঝা যায় যে, রফিক লিচু গাছ থেকে লিচু চুরি করেছেন তবে চুরি হওয়া সম্পক্তি সামান্য হওয়ায়, রফিক দন্ডবিধি আইনের ৯৫ ধারা মোতাবেক অপরাধের দায় থেকে রেহাই পাবে।
দন্ডবিধি আইনের ৯৫ ধারা।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, কনস্টেবল তুহিন দায়িত্ব পালন করার জন্য বেআইনী সমাবেশে গুলি করেন এবং এতে নিরপরাধ একজন পথচারী মারা যায়, কনস্টেবল তুহিন নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারী সম্পত্তির রক্ষার জন্য নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছেন তাই কনস্টেবল তুহিন দন্ডবিধি ১০৬ ধারা মোতাবেক এই অপরাধের দায় হতে রেহাই পাবেন।
দন্ডবিধি ১০৬ ধারা।
উত্তরঃ প্রশ্ন থোকে বোঝা যায়, আবুল সাজিদকে হত্যা করার জন্য বললে কিন্তু আবুল সাজিদকে হত্যা করে নাই তাই আবুল অপরাধের দায় থেকে রেহাই পাবেন না বরং আবুল দন্ডবিধি আইনের ১১৫, ৩০২ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ১১৫, ৩০২ ধারা।
উত্তরঃ চুরি করার সময় যদি চোর বা চোর দলের কোন সদস্য কর্তৃক ভয়ভীতি দেখানো হয় অথবা আঘাত করে মালামাল ছিনিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে উক্ত চুরি দস্যুতার শামিল হবে।
দন্ডবিধি ৩৯২, ৩৯৪ ধারা।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, ছিনতাই এর ঘটনা ঘটেছে মতিঝিলে, ঐ ব্যক্তি ইচ্ছে করে পুলিশেকে মিথ্যা তথ্য দিয়েছে তাই ঐ ব্যাক্তি দন্ডবিধি ১৭৭ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ১৭৭ ধারা।
উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ৪৪, ৪৫ ধারা মোতাবেক দোকানদার কাশেম দায়িত্ব ছিল পুলিশ অফিসারকে খবর দেওয়া কিন্তু তিনি খবর দেন নাই বিধায়, কাশেম দন্ডবিধি ১৭৬ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ১৭৬ ধারা
উত্তরঃ যে ক্ষেত্রে অস্ত্র আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়ঃ অস্ত্র আইনের ১২ ধারা মোতাবেক কেউ অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে সেই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স থাকুক বা না থাকুক তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।
অস্ত্র আইন ১২ ধারা। পিআরবি ৩১৬ বিধি।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, ডাক্তার অপরাধীর অপরাধ গোপন করার লক্ষ্যে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করেন তাই ডাক্তার দন্ডবিধি আইনের ১৯৭ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ১৯৭ ধারা।
উত্তরঃ মামলার এজাহার কপি একটি সরকারী দলিল, যা রক্ষণাবেক্ষণ করা মামলার তদন্তকারী পুলিশ অফিসারের কর্তব্য। একজন সরকারী কর্মচারী হয়ে মামলার এজাহারের কপি হারিয়ে ফেলায় মামলার তদন্তকারী কর্মকর্তা দন্ডবিধি ২০৪ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ২০৪ ধারা
উত্তরঃ প্রশ্নের উল্লেখিত কার্য অনুযায়ী, পুলিশ অফিসার হত্যা মামলার আসামীকে গ্রেফতার করতে বাধ্য থাকা সত্ত্বেও গ্রেফতার করা থেকে বিরত থাকেন। সেহেতু পুলিশ অফিসার দন্ডবিধি ২২১, ২২২ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
পুলিশ অফিসার পুলিশ আইনের ৭ ধারা এবং পিআরবি ৮৫৭ মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ২২১, ২২২ ধারা, পুলিশ আইন ৭ ধারা, পিআরবি ৮৫৭ বিধি।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, সিএনজি ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছেন, সেহেতু ড্রাইভার বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে দন্ডবিধি ২৭৯ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
অন্যদিকে, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রিক্সাকে আঘাতের কারনে যাত্রী পড়ে মারা গেলেন এবং রিক্সা চালক আহত হলেন বিধায় ড্রাইভার দন্ডবিধি ৩০৪-খ এবং ৩৩৮-ক ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ২৭৯ ৩০৪, ৩৩৮-ক ধারা।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, ঐ ব্যাক্তি ইসলাম ধর্মের অনুসারিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন সেহেতু দন্ডবিধি ২৯৮ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ২৯৮ ধারা ।
উত্তরঃ প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায়, রফিক খুনের অপরাধে দন্ডিত হয়ে জেল থেকে বের হয়ে আবার খুন করেছেন বিধায় রফিব দন্ডবিধি ৩০৩ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ৩০৩ ধারা।
উত্তরঃ প্রশ্নটি লক্ষ্য করলে দেখা যায়, মতিনের বকা শুনে তার স্ত্রী আত্মহত্যা করেছেন, সেহেতু মতিন আত্মহত্যায় সহায়তাকারী হিসেবে দন্ডবিধি ৩০৬ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ৩০৬ ধারা।
উত্তরঃ প্রশ্ন দ্বারা প্রতিয়মান হয় যে, মাহবুব বুলবুলকে অপহরণ করেছেন তাই মাহবুব অপহরণের অপরাধে দন্ডবিধি ৩৬৩ ধারা ও মানব পাচার আইনের ৬ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ৩৬৩ ধারা, মানব পাচার আইনের ৬ ধারা।
উত্তরঃ গাড়ি চালক তাচ্ছিল্যভাবে অর্থাৎ অসচেতন হয়ে গাড়ি চালানোর কারণে গাড়ি ফুটপাতে উঠে গেছে বিধায় গাড়ি চালক তারেক দন্ডবিধি ২৭৯ ধারা এবং সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন ।
দন্ডবিধি ২৭৯ ধারা, সড়ক পরিবহণ আইন ৯৮ ধারা।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, ফয়েজ গৃহ থেকে মালামাল চুরি করার অপরাধে দন্ডবিধি ৩৮০ ধারা এবং রাত্রি বেলায় গৃহে অনধিকার প্রবেশের অপরাধে দন্ডবিধি আইনের ৪৫৭ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ৩৮০, ৪৫৭ ধারা।
উত্তরঃ প্রশ্ন হতে প্রতিয়মান হয় যে, রায়হান বলপূর্বক টাকা আদায় করার অপরাধ করেছে বিধায় রায়হান বলপূর্বক অর্থ গ্রহণের অপরাধে দন্ডবিধি ৩৮৫ ধারা মোতাবেক সাজা ভোগ করবেন।
দন্ডবিধি ৩৮৫ ধারা।
পুলিশ বিভাগীয় পদোন্নতির লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে Law School BD অ্যাপে ১৮০+ সমস্যা ও সমাধান পড়তে ও শিখতে পারেন।