এক মাসে পুলিশ পদোন্নতির MCQ পরীক্ষার প্রস্তুতি

আপনি যদি ১ (এক) মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে পুলিশ পদোন্নতি পরীক্ষার এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই তবে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১. প্রথমে Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষায় ৩০ মিনিটে ৫০টি এমসিকিউ এর উত্তর দিয়ে ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন।

২. মডেল টেস্ট পরীক্ষায় নিজের দেওয়া ভুল উত্তর গুলো “ভুল উত্তর” অপশন হতে সংশোধন করে নিন এবং আপনার দেওয়া ভুল উত্তর দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে দক্ষ করে তুলুন।

৩. মডেল টেস্ট পরীক্ষায় উত্তর না দেওয়া এমসিকিউ গুলো “অজানা এমসিকিউ” অপশন হতে সংশোধন করে নিন এবং আপনার উত্তর না দেওয়া এমসিকিউ দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে দক্ষ করে তুলুন।

আপনি যদি Law School BD অ্যাপের সকল মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং “ভুল উত্তর” ও “অজানা এমসিকিউ” অপশন হতে নিজের ভুল ও অজানা এমসিকিউ সমূহ দেখে বা পরীক্ষার দিয়ে থাকেন তবে আমরা মনে করি আপনি এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণ হতে পারবেন।

Law School BD অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন।