এই পোস্টে আলোচনা করা হবে Law School BD ব্যবহার করে কিভাবে পুলিশ প্রমোশন পরীক্ষার প্রস্তুতি নিবেন।
চলুন তাহলে শুরু করা যাক,
প্রথমে, প্লে স্টোরে Law School BD লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন বা এখানে ক্লিক করে ডাউনলোড করুন। নাম, মোবাইল নম্বর দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করুন। যদি একাউন্ট থেকে থাকে, সরাসরি লগইন করুন।
Law School BD অ্যাপের ফিচারসমূহ:
১. পরামর্শ অপশন
একজন ব্যবহারকারী কিভাবে Law School BD অ্যাপ ব্যবহার করবে সেই সম্পর্কে এই অপশনে বিস্তারিত বলা হয়েছে।
২. ল ব্যাংক
ল ব্যাংক অপশনে বাংলদেশের গুরুত্বপূর্ণ সকল আইনের ভাষ্য রয়েছে।
একটি আইনের সকল ধারার ভাষ্য দেখতে আইনটি সিলেক্ট করে সার্চ আইকনে ক্লিক করুন।
একটি আইনের একটি ধারার ভাষ্য দেখতে আইনটি সিলেক্ট করে ধারাটি লিখে সার্চ আইকনে ক্লিক করুন।
৩. আইনের সূচী
এই অপশনে পদোন্নতি জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সকল আইনের সকল ধারা সহজ ভাষায় দেওয়া আছে।
আপনি যে আইনের সূচী দেখতে চান সেই আইনে ক্লিক করে পরবর্তী ধারাতে ক্লিক করে সূচী দেখতে পারেন।
৪. এমসিকিউ স্টাডি
এই অপশনে একটি একটি করে এমসিকিউ স্টাডি করা যায়।
পরবর্তী ধারাতে ক্লিক করে একটি একটি এমসিকিউ স্টাডি করতে পারবেন।
৫. এমসিকিউ
এই অপশনে পুলিশ পদোন্নতি জন্য প্রয়োজনীয় আইন নিয়ে এমসিকিউ পরীক্ষা দেওয়া যায়।
এই অপশন থেকে এক একটি আইন দিয়ে এক বা একাধিক এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে বিভিন্ন আইনের উপর দক্ষ করতে পারবেন।
৬. মডেল টেস্ট
এই অপশনে পদোন্নতি পরীক্ষায় আসতে পারে এমন এমসিকিউ দিয়ে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া যায়।
এই অপশনে বাস্তব পরীক্ষার মাত করে ৩০মিনিটে ৫০টি এমসিকিউ এর উত্তর দিতে হয় এবং
পরীক্ষা শেষে ফলাফল, ভুল উত্তর ও উত্তর না দেওয়া দেখতে পাবেন।
৭. বিগত পরীক্ষা
এই অপশনে পূর্বে অনুষ্ঠিত পুলিশ পদোন্নতি পরীক্ষার এমসিকিউ পরীক্ষা আকারে অনুশীলন করতে পারবেন।
৮. সংঙ্গা পরীক্ষা
এই অপশনে বিভিন্ন আইনের সংঙ্গা দিয়ে পরীক্ষা দেওয়া যায়।
৯. ভুল উত্তর
এই অপশনে বিভিন্ন পরীক্ষায় ভুল উত্তর দেওয়া সকল এমসিকিউ জমা থাকে এবং এই ভুল উত্তরগুলো দিয়ে আলাদা করে পরীক্ষা দেওয়া যায়।
১০. অজানা এমসিকিউ
এই অপশনে বিভিন্ন পরীক্ষায় উত্তর না দেওয়া সকল এমসিকিউ জমা থাকে এবং এই উত্তর না দেওয়া এমসিকিউ দিয়ে আলাদা করে পরীক্ষা দেওয়া যায়।
১১. সংঙ্গা
এই অপশনে বিভিন্ন আইনের বিভিন্ন সংঙ্গা দেওয়া আছে।
১২. পার্থক্য
এই অপশনে বিভিন্ন আইনের বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য দেওয়া আছে।
১৩. বাস্তব সমস্যা
এই অপশনে বিভিন্ন বাস্তব সমস্যার আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে।
১৪. অন্যন্যা অপশন
নিচের সকল অপশনে বিভিন্ন বিষয়ের উপর রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে।
আপনি যদি মনে হয় এই অ্যাপটি আপনাকে সত্যিই সাহায্য করবে, তাহলে পেইড একাউন্টে আপগ্রেড করুন। আর আপনি যদি মনে হয় অ্যাপটি আপনাকে সাহায্য করবেনা তাহলে পেইড একাউন্টে আপগ্রেড করার প্রয়োজন নেই।
পরবর্তী পর্বে আলোচনা করা হয়েছে Law School BD অ্যাপ কেন সেরা অ্যাপ।
পরবর্তী পর্বে পড়তে এখানে ক্লিক করুন।
ভিডিও দেখে আরও বিস্তারিত জেনে নিন।